নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে বলার মতো কিছুই নাই। সাধারণ থেকেও অতিসাধারণ আমি।

রুরু

আমার মত আমপাব্লিকের ব্লগই ভরসা।

রুরু › বিস্তারিত পোস্টঃ

এআই দিয়ে বানানো ছবি: বাস্তবতা ও কল্পনার নতুন দিগন্ত (ছবি ব্লগ)

২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০২



প্রযুক্তির অগ্রগতি বিশ্বকে বদলে দিচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে ছবি তৈরি করাও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এআই প্রযুক্তির মাধ্যমে অত্যন্ত বাস্তবধর্মী ছবি তৈরি করা সম্ভব হচ্ছে। এসব ছবি দেখলে অনেক সময় বাস্তবের ছবি থেকে আলাদা করা কঠিন হয়ে পড়ে।

এআই দিয়ে বানানো ছবিগুলো বাস্তবতা ও কল্পনার এক অপূর্ব মিশেল। এসব ছবিতে বাস্তব জগতের চিত্রাবলীকে নতুনভাবে উপস্থাপন করা হয়। এসব ছবি আমাদের কল্পনাশক্তিকে প্রসারিত করে এবং আমাদের নতুন নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে।


গ্রামটি ছোট এবং শান্ত, এবং এটি প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা বেষ্টিত। এটি এআই দিয়ে বানানো একটি গ্রামীণ পরিবেশের ছবি।







গ্রামীণ বাজার। দোকানদার তাদের পণ্য নিয়ে বসে আছে। ক্রেতারা তাদের পণ্য ক্রয় করছে।





কুয়াশাচ্ছন্ন রাত। আকাশে চাঁদ। চাদের আলো নদীর পানিতে পরে চিকচিক করছে। এক শান্ত ও স্নিগ্ধ পরিব্শে।







গ্রামের মধ্যে দিয়ে বয়ে গেছে ছোট নদী।






এআই সম্ববত লাউয়ের মাচা চিনে না। অনেকগুলো বর্ণনা দেওয়ার পরেও লাউয়ের মাচার বদলে এটা আকছে।



পাহাড়ী জনপদ। ‍দুই পাশেই জুম চাষ হচ্ছে। তার মাঝে নদী। নদীতে নৌকা চলছে মালামাল নিয়ে।




ছেলে আর মেয়ে ফুল কুড়ায়ে মালা তৈরি করতে ব্যাস্ত।




সবগুলো ছবিই এআই দিয়ে তৈরি। মাইক্রোসফট এর কো-পাইলট এপ দিয়ে বানানো।
সবাইকে ধন্যবাদ।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩২

মিকাইল ইমরোজ বলেছেন: কোপাইলট কি বাংলাদেশ থেকে ব্যবহার করা যায়?

২| ২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৫

রুরু বলেছেন: প্লে স্টোরে এপ আছে। সুন্দর ভাবে ছবির বানানো যায়। এমনকি এটা চ্যাট জিপিটি ৪ বেইজে কাজ করে।

৩| ২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: বাস্তবের চেয়ে এআই বেশি সুন্দর।

২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৭

রুরু বলেছেন: বাস্তবের মতো না হলেও রঙের ব্যবহার এআই খুব সুন্দরভাবে করতে পারে। ধন্যবাদ

৪| ২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৩

বিজন রয় বলেছেন: খুব সন্দর দেখাচ্ছে। কিন্তু কৃত্রিম। বাস্তব ছবি এর চেয়ে অনেক ভালো।

২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২০

রুরু বলেছেন: এআই কখনোই বাস্তবের জায়গা দখল করতে পারবে না। তবে আমাদের মতো আনাড়ী মানুষের জন্য যারা তুলির আচর বা রঙের ব্যবাহার জানি না। তারা মনের সখ পূরণ করতে পারি।

৫| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৬

নয়ন বড়ুয়া বলেছেন: মারাত্মক সুন্দর...

২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২১

রুরু বলেছেন: ধন্যবাদ দাদা।

৬| ২২ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৮

প্রামানিক বলেছেন: ছবিগুলো খুব ভালো লাগল

২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪১

রুরু বলেছেন: ধন্যবাদ ভাইজান।

৭| ২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর।

২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৪

রুরু বলেছেন: ধন্যবাদ

৮| ২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২০

হাসান রাজু বলেছেন: এই মেয়ে ফুল দিয়ে মালা বানাবে না। ফুলদানীতে রেখে দিবে। নিশ্চিত থাকেন।

ঐ যে কুপী জ্বলছে ঝুপড়ি ঘরে, এমন শিতের দিনে এমন ঠাণ্ডা লাগানো ছবি পোস্ট করা মোটেও ঠিক হয়নি।

২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৩

রুরু বলেছেন: আমি প্রম্পট দিয়েছিলাম একটি ছেলে আর মেয়ে বকুল ফুল গাছের নিচে বসে ফুল কুড়াচ্ছে আর মালা বানাচ্ছে। অনেক চেষ্টা করেও বকুল ফুল চেনাতে পারলাম না। তাই হয়তো এমন উল্টাপাল্টা আঁকছে।
ধন্যবাদ ভাই্

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.