নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে বলার মতো কিছুই নাই। সাধারণ থেকেও অতিসাধারণ আমি।

রুরু

আমার মত আমপাব্লিকের ব্লগই ভরসা।

রুরু › বিস্তারিত পোস্টঃ

হয়তো আমার অপেক্ষাতে খাদ ছিলো

২৭ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৭


দ্বিতীয়ার চাঁদ আজ ভরা যৌবনাবতী
হেমন্তের পাতলা ফিনফিনে কুয়াশা ভেদ করে
যখন তার জোছনা ফুয়ারর মতো
পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করে,
গাছের মগডালে বসা-
জোছনা পানকারী পাখির অপেক্ষার প্রহর শেষ হয়।

হেমন্তের সোনালী ফসল যখন
কৃষক তার অতি আদরের গোলায় ভরে
যখন সে বুঝত পারে
তার এতো দিনের পরিশ্রম আজ স্বার্থক
তখন তারও অপেক্ষার প্রহর শেষ হয়।

দীর্ঘ কয়েক মাস শীত পোহাবার পর
যখন দখিনা বাতাসের আগমনে
আকাশে মেঘের আনাগোন শুরু হয়,
তখন ক্ষীয়মাণ নদী মনে ভাবে
তার অপেক্ষার প্রহর বুঝি আজ শেষ হলো।
যখন আকাশ ভেঙে নামে বৃষ্টির ফোয়ারা
তখন সত্যি নদীরও অপেক্ষার প্রহর শেষ হয়।

অপেক্ষার প্রহর শুধু শেষ হয় না আমার
হয়তো আমার অপেক্ষাতে খাদ ছিলো।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৯

নয়ন বড়ুয়া বলেছেন: কবিতা পাঠ করলাম।

২| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:০০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.