নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে বলার মতো কিছুই নাই। সাধারণ থেকেও অতিসাধারণ আমি।

রুরু

আমার মত আমপাব্লিকের ব্লগই ভরসা।

রুরু › বিস্তারিত পোস্টঃ

রূপসী বাংলা (ছবি ব্লগ)

২০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৪৭

অনেক অনেক দিন পর ব্লগে লগইন করলাম। অফলাইনে সবসময়ই ব্লগ পড়া হয়। মন্তব্য করা হয় না। এমনিতেই ব্লগে ইদানীং ক্যাচালের পরিমান বেশি হচ্ছে। তাই অনেক দিন পর আমার মোবাইলে তোলা কিছু ছবি নিয়ে আসলাম সবার জন্য। আশা করি ভালো লাগবে।

১। অপেক্ষার প্রহর

ছবি: ধুন্দল ফুল।

২। মেঘ নদীর মিতালী

ছবি: আরিয়াল খাঁ নদ। রায়পুরা, নরসিংদী।

৩। খেয়া পাড়ের তরণী

ছবি: মেঘনা নদী। রায়পুরা, নরসিংদী।

৪। জীবিকা

ছবি: ডিঙি নৌকা। নরসিংদী।

৫। সবখানেই প্রাণ

ছবি: ধনপুর শালবন, কালীগঞ্জ, গাজীপুর।

৬। আকাশ ছোঁয়ার বাসনা

ছবি: ধনপুর শালবন।

৭।শেষ থেকেই শুরু

আফজাল মনিরের চর, মরিচা, রায়পুরা, নরসিংদী।

৮। প্রশান্তির বিশ্রাম

ছবি: গ্রাম্য চা স্টল। নরসিংদী।

৯। রূপসী বাংলা

ছবি: আড়ীয়াল খাঁ ও মেন্দা নদীর মোহনা। নরসিংদী।

১০। শিকারী

ছবি: স্বপ্ন চিনাদী বিল। শিবপুর, নরসিংদী।

ছবিগুলো মোবাইলে তোলা। ধন্যবাদ সবাইকে।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৫৭

আজব লিংকন বলেছেন: ছবি: আরিয়াল খাঁ নদ। রায়পুরা, নরসিংদী। খুব ভালো লেগেছে ছবিটা। আপনার জন্য শুভকামনা।

২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:০৮

রুরু বলেছেন: ছবিটি ভালো লাগার জন্য ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪০

মামুন ইসলাম বলেছেন: ছবিগুলো দেখে ভালো লাগলো।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫৫

জনারণ্যে একজন বলেছেন: প্রতিটা ছবিই সুন্দর, তবে সবচেয়ে ভালো লেগেছে নয় নাম্বার ছবিটা। মাথায় অনেক কাজের চাপ থাকলে এই জায়গাতে এক ঘন্টা চুপ করে বসে থাকলেই হবে।

মরুভূমির জলদস্যু'র একটা চমৎকার পোস্ট আছে - কিভাবে এখানে ছবির আকার বড়ো করা যায় এই বিষয়ে। আপনি যেহেতু ছবি-ব্লগ পোস্ট দিতে পছন্দ করেন, ঢুঁ মারতে পারেন চাইলে ওখানে।

ঠিক জানা নেই, মন্তব্যে ছবি পোস্ট করার ক্ষেত্রেও ওটা কাজ করে কিনা, দেখতে হবে একবার ট্রাই করে।

মরুভূমির জলদস্যু - সামুতে বড়ো আকারে ছবি পোস্ট করার কৌশল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.