নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ › বিস্তারিত পোস্টঃ

চশমা।।।

০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১২:০৬

কিছু লিখতে ইচ্ছে করতেছে সেই সন্ধা থেকে .. বাট কি
নিয়ে লিখবো! লেখার মতো কোন topics ই খুজে পাইতেছি
না। আচ্ছা বাসায় আসার পথে রাস্তার মোরে রোজ দারিয়ে থাকা
মায়া মায়া চোখ নিয়ে ১টা টাকার জন্য হাত বারিয়ে দিওয়া সেই
# মানুষটাকে নিয়ে লিখবো??... নাকি ১টা চা বিক্রির আশায় রাস্তার
পথছারিদের দিকে করুন চোখ নিয়ে তাকিয়ে থাকা সেই চায়ের
দোকানদারকে নিয়ে লিখবো!.? .... আমি Confused !! না থাক আজ
# চশমা নিয়ে লিখি এদের কথা অন্যদিন লেখা যাবে... #চশমা দেখার
আকাংখাটা আমার মনে জন্ম নিয়েছে সেই সহস্র যুগ আগে
থেকেই।।সেটা অপ্রকাশিতই ছিলো যুগ যুগ ধরে.. নিজেকে
যতোই তোর চশমা থেকে আলগা করতে চাই না কেনো,
ভিতর থেকে মনের উসকানিতে সেই আকাংখাটা আরো দিগুন
হয়ে যায়!!
আমি সত্তিই পারিনা নিজেকে control করতে ..কোনদিন পারবো
কিনা কে যানে!? আমার চোখ ভুল করে হলেও চশমা
দেখবেই!! আজিব.. মাঝে মাঝে রাগ হয় খুব নিজের উপর! কি
এমন চশমারে বাপ যে এভাবে দেখতে হবে. .?? কই চশমাতো
কোনদিন আমার দিকে কখনো তাকালো না! সারাদিন শুধু বনের
দিকেই তাকিয়ে থাকে....! আর ঘাস গুলোর মনে ঝর
তোলে........!! ইস যদি ঘাস হতাম!..

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১২:১৬

বর্ণিল হিমু বলেছেন: কি লিখলেন ভাই.....
চশমা কে?

২| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১:৩২

বিজন রয় বলেছেন: আমি সত্তিই পারিনা নিজেকে control করতে ........... পারতেই হবে।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:১৬

উদাস কিশোর বলেছেন: আশা করি কোন একদিন সেই চশমা আপনার দিকে ফিরে তাকাবে । :P


কিছু বানান ঠিক করে নিন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.