নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ › বিস্তারিত পোস্টঃ

নিলর্জ বালক।।।।।।।

১১ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৫

তোর লজ্জা হওয়া উচিত! তোর মাথা নিচু করে চলা উচিত!
তোর একা একা খা খা রোদের মধ্যে বসে থাকা উচিত! ওই হাসি,
ওই সুখ, ওই চাহোনি কোনটাই তোকে আজ শোভা পায় না।।
কবে শিক্ষে হবে তোর? তুইকি দেখিসনি? তুই কি চিনিস নি?
তোর কি এখনো বোঝার বাকি আছে মানুষ কেমন হয়..? কি চায়
তারা??...... ভাব আরো ভাব! ভাবতে ভাবতে মাথার কাছা চুলগুলো
পাকিয়ে ফেল!! তাও যদি কিছু হয় তোর!! জীবনে কমতো
সপ্ন দেখিসনি...কয়টা সপ্ন ধরা দিসে তোকে? খুব ছোট
বেলায় সপ্ন দেখেছিস একদিন চকলেটের দোকানদার হবি..
হতে পেরেছিস? পারিস নি!! সেই থেকে স্বপ্ন দেখেই
চলেছিস, মিথ্যে মিথ্যে স্বপ্ন! কেনো দেখিস এই আজিব
মিথ্যে সপ্ন?? আজকাল তো স্বপ্নই তোকে নিয়ে হাসা হাসি শুরু
করেছে! তারপর ও কি তুই সপ্ন দেখবি.??? . হ্যাঁ...আমি স্বপ্ন
দেখবো!! ... আমি খুব কর চাইবো কেউ একজন আমার হাতটি
ধরে পার করে দিক ওই ব্যাস্ত রাস্তাটুকু , কেউ একজন আমাকে
যন্ত করে সাহায্য করুক অকস্মিক হোচট খেয়ে পড়ে যাওয়ার
ক্ষনে.. কেউ একজন একা একা বকুল তলায় দারিয়ে অপেক্ষার
প্রহর গনুক আমার জন্যে! কেউ একজন আমাকে অন্ধকারে
সঙ্গ দিক! কেউ একছন আমাকে বলুক হে বালক ভয় পেয়ো না
আমি আছি!! তার পর ও অবুজের মতো আমি ভয় পাবো! আমি যে
বড্ড ভীতুরে!!....
...

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৬

বিজন রয় বলেছেন: আপনার কল্পনা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.