নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ › বিস্তারিত পোস্টঃ

আমার অনেক কষ্ট ইরাবতী।।

০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

বড্ড দেখতে ইচ্ছে করে তোমাকে।। জানতে ইচ্ছে হয় খুব
কেমন আছো?? কেমন কাটে সময়গুলো, কিভাবে কাটে??
আমার সময়গুলো কিন্তু একদম-ই কাটে না, কোন
একজাগায় এসে থমকিয়ে আছে।। অপেক্ষায় থেকে থেকে
যখন তোমার কোন সারা না মিলে, নিজেই নিজেকে
ধিক্কার দেই তখন, মলিন মুখ নিয়ে বসে থাকি, চেয়ে
থাকি!! আমার খুব কষ্ট ইরাবতী......
বালার বা শোনার মতো কেউ-ই আমার পাশে নেই।। যারা
আছে তারা সবাই লাল চোখ নিয়ে তাকিয়ে থাকে আমার
দিকে।। আজকাল কষ্টগুলো কেন যেনো আরো মাথা চরা
দিয়ে উঠেছে। তোমাকে দেখে আমি যে সুখটুকু পেতাম,
তুমি আছো ভেবে আমার মনে যে শান্তির বায়ু বসতো
আজকাল তা আর হয় না।। নিজেকে সুখে রাখার কোন
উপকরণ-ই আজ আমার হাতে নেই! মনে করে সুখ পাওয়ার
মতো কোন সুখো স্মৃতি ও আমার মনে পরে না, যা আছে
সব-ই রক্ত ঝরা স্মৃতি।। সেদিনের তোমার কথাটা যে
আমাকে কতটা heart করেছে তা বলে বা লিখে
বোঝানোর কোন উক্তি-ই আমার জানা নেই, আর তা আমি
বলতে ও চাইনা। আমি এক প্রকার ধরেই নিয়েছি যে কষ্ট
পাওয়ার জন্যে-ই আমার বেচে থাকা।। যাই হোক এমনটি
হওয়ার -ই কথা তুমি-ই বা কতদিন সহ্য করবে বলো!! এখন না
হলে না বললা কথা, বাট ৩০ বছর পর যখন আমাদের আবার
দেখা হবে সেদিন কিন্তু ২জনে বসে চুটিয়ে গল্প করবো?
মনে থাকবে তো??..
এখান কার দুরুত্বটুকু ৩০ বছর পর চুকিয়ে নেব, এখান কার
মতো সেদিন ও যেন তোমার চোখে চশমা থাকে, কালো
কজল থাকে।। কি থাকবে তো?? ....
সেদিন কিন্তু আমি কবি হয়েই তোমার কাছে আসবো!!
তোমাকে সামনে বসিয়ে তোমার দিকে তাকিয়ে
তাকিয়ে অনেকগুলো কবিতা লিখে তোমাকে পড়ে
শুনাবো।.....
কি শুনবে তো????...

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:১১

শায়মা বলেছেন: অনেক ভালো লাগলো ভাইয়া।:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.