নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ › বিস্তারিত পোস্টঃ

আগে নিজের সাথে নিজে প্রেম করুন।।

২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০৭


সব কিছুর জন্যে সব পরিস্থিতির জন্যে নিজেকে সবসময়
তৈরি রাখুন।।।। নিজেকে কখনওই অন্যএকজনের উপর
পুরোপুরিভাবে নির্ভরশীল হতে দিবেন না।।। আপনার
নিজের দায়িত্ব, নিজের সুখ, নিজের হাসি, নিজের
কান্না এ সব টুকুর দায় আপনাকে-ই নিতে
হবে। অন্যের সাথে রিলেশন করার আগে নিজের সাথে
নিজেই প্রেম করুন, নিজেকে চিনুন, নিজেকে বুঝুন,
নিজেকে ভালোবাসুন।।
অন্যের থেকে যেটুকু পাবেন,
যেটুকু দিবে তার সবটুকুই জীবনের বাড়তি পাওনা বলে
ধরে নিন।।। যে মেয়েটি আজ আপনার হাতের উপর হাত
রেখে রিকশার মধ্যে বসে আছে,
যে ছেলেটি আজ আপনাকে হাত ধরে রাস্তা পার করে
দিতেছে, যার ফোন কলের আসায় আপনার ব্যাস্ত সময়
কাটে, যার সাথে ভালো ভাবে কথা না হলে,একটু ঝগড়া
হলে আপনার
রাতে ভালো ঘুম হয়না, সকালে ঘুম থেকে উটে যার
মেসেজ না ফেলে আপনার সকালটা মিষ্টি হয়না, কাল
সে মানুষটি নাও থাকতে পাড়ে। সে হতে পাড়ে অন্য
একজনের!!
আপনার কষ্ট হলেও এটা মানতে হবে যে মানুষটি আজ
আপনাকে
ভালোবেসে আপনার জন্যে অনেক কিছুই করতে পাড়ে,
করবে বলে প্রতিদিনই জানান দিচ্ছে সে অমানুষটি-ই
কাল আর একজনকে ভালোববেসে আপনাকে বলা
কথাগুলো আরও সুন্দর করে আর একজনকে শুনাবে।।।
সেদিন সবার জীবন-ই একদিন আসতে পাড়ে।।।.... অতএব
নিজেকে সে ভাবে গড়ে তুলুন।।।।।।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.