নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ › বিস্তারিত পোস্টঃ

যা-ই করুন বিবেকের অনুমতি নিয়ে নিন।।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫১

প্রতিটি মানুষ-ই অভিনয় করার আল্লাহর দেওয়া এক
আশ্চর্য ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে।। জগত এর সবাই কম
বেশি অভিনয় করে। কেউ নিজের সাথে, কেউ কেউ
অন্যের সাথে। এর মধ্যে একদল খারাপ থেকে ভালো
থাকার অভিনয় করে, আরেক দল ভালো থেকে খারাপ
থাকার অভিনয় করে।। আসলে ব্যক্তিজীবনে যে যত
ভালো, গুছানো সুন্দর অভিনয় করতে পারে
বাস্তবিকপক্ষে সে তত বেশি ভালো থাকে।।। কিন্তু কথা
হলো ভালো থাকতে হলে অভিনয় করে কেন ভালো
থাকতে হবে?? এম্নিই এম্নিই কি ভালো থাকা যায়না??
যে মুখোশ পড়ে আপনি রোজ ঘুরে বেড়ান, নিজেকে
ভালো মানুষ বলে জানিয়ে বেড়ান ঐ মুখোশের আরালে
আসলেই কি স্থায়ী কোন সুখ আছে?? সময় কিন্তু
পরিবর্তনশীল, সময় সব সময় সবার নিয়ন্ত্রণে থাকেনা। আর
আত্মতুষ্টি বলতে একটা কথা আছে জানেন তো? আপনার
ইচ্ছে হলো একজনের সাথে নিজেকে জরিয়ে ফেললেন,
মিছে মিছে অভিনয় করলেন, ভালো থাকলেন, তার থেকে
সুখ চুষে নিলেন যা নয় তাকে তা বুঝালেন, মিথ্যে মায়ার
জালে তাকে বেদে দিলেন, আবার হঠাত করে সুযোগ
বুঝে তার থেকে সরে গেলেন।। এটা ভালো কিন্তু এই ছোট
ছোট ভুলগুলোর জন্যে ভুল করেও যদি কোন একদিন নিজের
বিবেক এর কাছে ধরা খেয়ে যান তালে সেদিন হবেন
আপনি সব চেয়ে বড় দুঃখী মানুষ, বিলিভ করেন আপনার
বিবেক-ই সেদিন আপনার বড় শত্রু হয়ে ধারাবে, প্রতিটি
মুহুর্তে পুড়াবে আপনাকে, ছাই করে দিবে সব সুখ।। ঘুম
বলতে কিছু থাকবে না চোখে।।। তাই যা-ই করুন বিবেক এর
কাছ থেকে আগে অনুমতি নিয়ে নিন, আপনি ভুল করলেও
আপনার বিবেক হয়তো ভুল করবেনা। বিবেকের কাছে
কখনওই আবেগকে প্রশ্রয় দিবেন না।।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.