নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ › বিস্তারিত পোস্টঃ

মেয়েদের মন

১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

মেয়েদের মনের মধ্যে একবার যা ডুকে তো ডুকেই, সে যাই হক তাই নিয়ে তখন তারা ভাবে। এভাবনা কখনো ভালোকে খারাপ, আবার কখনো খারাপকে ভালো বানিয়ে দেয়।।

স্রেফ মনের যে অংশটুকু দিয়ে তারা ভাবে, ওখান বরাবর একটু নক পড়লেই হলো, সবছেড়ে সবকিছু থেকে আলগা হয়ে ও নিয়েই ভাবে, ভাবতেই থাকে।।

আমি দেখছি এমন যে মানুষটিকে একসময় মেয়েটি দুচক্ষে সহ্য করতে পারতো না, কোন একসময়ে এসে সে মানুষটিকেই নিজের সবটুকুন উজাড় করে ভালোবাসে, তাকে নিয়ে জনম জনম ভালো থাকার দুজনে এক হয়ে অথবা নিজে একলা একলা স্বপ্ন বুনে।।

আবার যে মানুষটিকে কখনো পাবেনা এ ভাবলেই মেয়েটির কলিজায় অগুণ ধরে যেত, হুটকরেই এখন কিই একটা কারণে যেন তার প্রতি আর মন টানেনা। আগের মতো তার কথাগুলো কলিজার ভেতরটাতে পৌঁছায় নাহ, এসব সত্যিই ঘটে।।

আমার মন বলে একজন পুরুষের মাথায় যতটুুকুন মস্তিষ্ক থাকে, একটা মেয়ের বেলায় এর অর্ধেকেই থাকে তাদের মনে!!

ছেলে মানুষ যাই ঘটুক বেশির ভাগ সময়ই মাথাকে প্রশ্ন করে, আর মেয়ে মানুষ করে মনকে, এজন্যে মেয়েদের কষ্টের সময় একা থাকতে নেই, একা রাখতে নেই।।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.