নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ › বিস্তারিত পোস্টঃ

প্রেমিক নাকি খদ্দের।

২০ শে জুন, ২০১৭ রাত ১১:৫৫

ভালো যে বাসো তা কিই একটু পর পর চুমু দিয়ে বুঝিয়ে দিতে হয়,
চুমু ছাড়া ভালোবাসা জমেনা??
কথায় কথায় শুধু চুমু দেও, চুমু দিতে দেও।।

যেন চুমু খাওয়ার জনম জনমের পিপাসা নিয়ে, তুমি আমায় ভালোবেসেছো??

আচ্ছা আমার ঠোঁটগুলো যদি খুব বিশ্রী হত, অথবা গাল ভর্তি ব্রণ থাকতো তবে কি আমায় ভালোবাসতে??
এভাবে এখনকার মতো করে একটু পর পর আমাকে কাছে টেনে চুমু খেয়ে খেয়ে বুঝিয়ে দিতে, যে আমার প্রতি তোমার ভালোবাসা কতটা প্রখর।।

চুমু না দিতে পারার কষ্টটা ঠিক আমি বুঝিনা, তোমার মতো কেন যেন আমার অত চুমুর জন্যে অস্থির লাগেনা, চুমু দিতে না পাড়লে আমার রাগ আসেনা, মাথায় রক্ত উঠেনা।।

তবে কি আমি তোমায় ভালোবাসি না,, নাকি ভালোবাসাই আমি এখনো ভালো করে বুঝিনা??

আমি জানিনা, বুঝিনা কি কাকে তুমি বা তোমরা ভালোবাসা বলো??

রোজ আমাকে দেখতে আসার নাম করে, তোমার চুমিয়ে যাওয়া আমার কেমন যেনো লাগে!

বাসায় গেলে ভাবনারা চেপে ধরে, এ কার সাথে দেখা করে আসলাম আমি, সে কি সত্যি প্রেমিক ছিল!

কিন্তু কে দিবে আমার এই বাচ্চা বাচ্চা প্রশ্নের উত্তর, কে বুঝাবে আমায় প্রেমিক আর খদ্দের এর তফাৎ??

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৭ রাত ১২:২৬

রায়হানুল এফ রাজ বলেছেন: ভাবনাটা ভালোই। আসলেই এই সব প্রশ্নের উত্তর কে দিবে???

২| ২১ শে জুন, ২০১৭ রাত ১:০৬

সাদ মান বলেছেন: আসলেই। কি হত কে জানে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.