![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তন্না। মূলত পড়তেই ভালোবাসি, মাঝে মধ্যে লিখিও। তবে বেশী লেখা হয় বিভিন্ন ওয়েব সাইটের কন্টেন্ট। যেমন বর্তমানে কাজ করছি shompurna.com এ।
একবার পোষ্ট দিয়েছিলাম, কিন্তু কেউ কোন সাড়া দিল না, তাই আবার লিখছি।
.
.
দেশী বিভিন্ন কমিকসের কোন ভান্ডার কারও কি জানা আছে? ঘাটতে ঘাটতে বেসিক আলী এর সুন্দর একটা পেইজ পেলাম, যেখানে কোন এড ছাড়াই প্রতিদিন নতুন পুরাতন মিলায় বেশ অনেক গুলি পোষ্ট দেয়। আবার সব কিছু মাস এবং বছর অনুযায়ী এলবামে সাজান।
এমন ভান্ডার কি অন্য কোন কমিকসের দিতে পারবেন? তাছাড়া কি কি দেশী কমিকস আছে তাও জানতে ইচ্ছা করে কারও জানা থাকলে জানাবেন।
আগাম ধন্যবাদ।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৫
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: পড়তে ভুলেই গেছি । এক সময় কঠিন কঠিন উপন্যাস থেকে শুরু করে কার্টুন কমিকস, ছোটদের গল্প প্রবন্ধ কোন কিছুই বাদ দিতাম না । ক্লাসে বসে লুকিয়ে গোয়েন্দা কাহিনী পড়েছি ।
এখন ! ইন্টারনেট এ ব্লগ পড়ি, কোন মেইল আসলে মেইল পড়ি । কিন্তু আগের সেই বই পড়ার অভাস এখন কোথায় গেছে ।
সময় ও নাই ।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৩ রাত ২:১৭
ভুলো মন বলেছেন: আমার খোঁজে থাকা বেশ কয়েকটা সাইট বন্ধ হয়ে গেছে দেখছি। তবুও ২/১টার ঠিকানা নিচে দিলাম:
http://www.binodon.com
http://bhalomanush.com/category/bangla-comics/