নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তন্না। মূলত পড়তেই ভালোবাসি, মাঝে মধ্যে লিখিও। তবে বেশী লেখা হয় বিভিন্ন ওয়েব সাইটের কন্টেন্ট। যেমন বর্তমানে কাজ করছি shompurna.com এ। আগেও কয়েকটি সাইটের কন্টেন্ট রাইটার হিসাবে কাজ করেছি।

তন্না

আমি তন্না। মূলত পড়তেই ভালোবাসি, মাঝে মধ্যে লিখিও। তবে বেশী লেখা হয় বিভিন্ন ওয়েব সাইটের কন্টেন্ট। যেমন বর্তমানে কাজ করছি shompurna.com এ।

তন্না › বিস্তারিত পোস্টঃ

গুগল ক্রোম এ বাংলা দেখতে প্রচন্ড সমস্যা হচ্ছে :(

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৪

গুগল ক্রোমে গত কয়েক বছর ধরে সবই ঠিক ঠাক মত চলছিলো। গতমাসে হঠাৎ করে নিজে নিজে আপডেট নিলো; দেখি ফেসবুক সহ সব কিছুতেই গোলমেলে অবস্থা। দ্রুত ফন্ট সেটিংস ঠিক ঠাক করলাম; বেশ ভালোই মনে হলো। কিন্তু হঠাৎ করে দেখি কিছু জায়গায় সমস্যা রয়ে গেছে। যেমনঃ
১. কেউ যখন ফেসবুকে কোন লেখার লিংক শেয়ার করছে, তখন লেখার যেই একটা অংশ (এক্সার্পট) দেখায়, সেটার ফন্ট ভেংগে যাচ্ছে।

২. কিছু কিছু সাইটে বাংলা ঠিক মত দেখাচ্ছে না; আবার দেখালোও এক এক স্থানে এক এক রকম। যেমন ধরেন টাইটেলে ঠিকই আছে, কিন্তু বডিতে সমস্যা।


সমস্যা গুলি মূলত যুক্তাক্ষর এবং ্য,ৃ ইত্যাদিতে হচ্ছে।

ফন্ট সেটিংস থেকে ঠিক করা আছে। ওমিক্রণ ল্যাবের ফন্ট ফিক্সারও ট্রাই করেছি। কোন ভাবেই কোন কিছুতে কোন কাজ হচ্ছে না :(


কিছু কিছু সাইট, যেমন সামুতে, লেখা পড়তে সমস্যা হচ্ছে না; টেকব্লগ.কম.বিডি ও টেকশহর এ সমস্যা হচ্ছে না টেকটিউনস, পরামর্শ.কম ইত্যাদিতে সমস্যা হচ্ছে।

কেউ প্লিজ বইলেন না যে ফায়ার ফক্স ব্যবহার করতে... গুগলেই থাকতে চাই।

একটু হেল্পন প্লিজ।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫১

বাংলার নেতা বলেছেন: সে প্রবলেমে আমি ও আছি ভাই? উপায় কি?

ফেবুর বাংলা লিকং গুলো ঘর ঘর আসতেছে?

কিতা করতাম।

আমি কি করি জানেন, ঘর ঘর গুলা কপি করে সামুর নতুন বল্গ এ নিয়ে পেষ্ট করি, তালে বাংলা দেহা যায়!

কিতা কাইতাম।

লুল...অচাম............

২| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: http://www.omicronlab.com/bangla-fonts.html

এই লিংক থেকে ফন্টগুলো ডাউনলোড করে ফন্ট ফোল্ডারে পেস্ট করে দিন। পরে ক্রমের সেটিংস এ গিয়ে ঠিক করুন। দেখেন কাজ হয় নাকি।

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২১

তন্না বলেছেন: ভাই, আমার পোষ্টটা কি পড়েছেন?

৩| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩১

ইভা লুসি সেন বলেছেন: ফন্টটা সিয়াম রুপালিতে না রেখে সোলেইমান লিপি সিলেক্ট করে ব্রাউজারটা বন্ধ করে আবার খুলবেন
আশা করি সমস্যা হবে না আর

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৫

তন্না বলেছেন: ভাই, সব ফন্ট ট্রাই করে ফেলছি... প্রায় ৭টা ফন্ট ট্রাই করছি... নো চেঞ্জ

৪| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৩

টাক্কা বলেছেন: আমারও একই সমস্যা হয়েছিল। নিচের লিংকের কথামত কাজ করেছিলাম এরপর সব ঠিক। আপনিও ট্রাই করে দেখতে পারেন।

tunerpage.com/archives/427212


০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১:০৯

তন্না বলেছেন: আপনি হয়ত লক্ষ্য করেন নাই যে আমি ঐ কাজ আগেই করেছি। :/

৫| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১:২১

বাংলার নেতা বলেছেন: ধন্যবাদ @ টাক্কা, বিগত কয়েকদিন হল আমি এই সমস্যায় ভুগছিলাম, এখন ঠিক হইছে!

৬| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ২:০৩

শফিউল আলম চৌধূরী বলেছেন: আপু, আপনার সমস্যার সমাধান এইখানে।


http://techblog.com.bd/tutorial/8138/

কাজ করবে তার নিশ্চয়তা ৯৯.৯৯% দিতে পারি। :)

৭| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ৮:৪১

টাক্কা বলেছেন: আমি দেখেছি, কিন্তু আপনার স্ট্যান্ডার্ড ফন্ট সিয়াম রুপালী দেয়া তাই

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৯

প্রামানিক বলেছেন: ফন্ট সমস্যা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.