নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

এম টি উল্লাহ

উপন্যাস অসমাপ্ত জবানবন্দী, নিরু, গায়েবি শৃঙ্খল, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’ ও ‘একাত্তরের অবুঝ বালক’ এর লেখক। পেশায়-আইনজীবী। কর্মস্থল- হাইকোর্ট।www.facebook.com/mohammad.toriqueullah

এম টি উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

আইন বিষয়ক উপন্যাস \'নিরু\' থেকে কিছু

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০৮


এখন প্রতিটি ঘরে ঘরে ল' গ্র্যাজুয়েট। বিলেতি ডিগ্রি আনলেও কাজের পিছনে হন্য হয়ে ছুটতে হয়। অযাচিতভাবে পাইকারি হারে আইনের সার্টিফিকেট বিতরণের ফলে বাজার ধরাটা কষ্টকর হয়ে উঠেছে। হাঁটে-বাজারে, গণ-পরিবহনে, ফুটপাতে যেখানেই আড্ডা দেন না কেন দেখবেন প্রতি চারজনের তিন জন হয় আইনের ডিগ্রি নিয়ে বসে আছে, না হয় নিতে যাচ্ছে। আন্ধারকালীন, ছুটির দিনের, কেউবা সন্তায় বাজার থেকে সার্টিফিকেট সংগ্রহ করে বসে আছেন। যিনি সার্টিফিকেট ভাগাতে পারেননি তিনিও বলে বসবেন-'আমার ছোট শালাও এবার ওকালতির পরীক্ষা দিবে'।

মানে বিষয়টা এমন হয়ে দাঁড়ালো যে, আইনের ডিগ্রিটা সতের কোটি মানুষকে সাক্ষরতা অভিযানের ন্যায় ধরিয়ে দিতে হবে। এতে করে পেশার মান মর্যাদা লাটে উঠুক তাতে কার কী? ইদানীং প্রাচ্যের অক্সফোর্ড থেকে ডিগ্রি নেওয়ার এক হিড়িক পড়ে গিয়েছে। কোনক্রমে স্নাতক একটা ডিগ্রি থাকলে সাথে প্রাচ্যের অক্সফোর্ডের আন্ধারকালীন একটা কোর্স করে হলেও সবাইকে জানান দিতে না পারাটা যেন অশোভনীয় হয়ে দাঁড়িয়েছে। মহান ঢাকা শহরের বৃহৎ সাতটি কলেজ তাদের অধিভুক্ত করার পাশাপাশি প্রতিটি ফ্যাকাল্টি আলাদাভাবে আন্ধারকালীন কোর্স চালু করে জাতিকে কী শিক্ষা দিচ্ছে?

তবে ছুটের দিনেও অত্র অঞ্চলের ট্রাফিক জ্যামটা বজায় রাখতে ভূমিকা রাখছে তাতে কোনো সন্দেহ নেই। বড় বড় অধ্যাপকদের ফলোয়ার বৃদ্ধির পাশাপাশি পাজেরো হাঁকানোর স্বপ্নটা পূরণ হলেও কঠিনতর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হওয়া দেশ সেরা মেধাবীদের কপাল পুড়ছে। মানহীন শিক্ষা কার্যক্রম ও গবেষণা সীমাবদ্ধ হয়ে পড়ার সাথে সাথে চাকরী বিয়ের বাজারেও প্রাচ্যের অক্সফোর্ডদের চাহিদায় ধস নামার উপক্রম হয়েছে।
আবার আন্ধারকালীন কোর্স করা মেধাবীরাই প্রাচ্যের অক্সফোর্ডের লোগো সংযুক্ত টি-শার্ট গায়ে ব্যাগ কাঁধে নিয়ে হেঁটে যাওয়ার সময় মোবাইলে সজোরে বলবে- 'আরে বলিস না, এখন আর সেই মান নাই। নিজেকে এখানকার শিক্ষার্থী পরিচয় দিতেই গায়ে বাঁধে'।


নিরু, মোহাম্মদ তরিক উল্যাহ, বাংলাদেশ ইন্সটিটিউট অব লিগ্যাল ডেভেলাপমেন্ট -BiLD কর্তৃক অমর একুশে গ্রন্থমেলা,২০২১ এ প্রকাশিত।


লেখকের অন্যান্য গ্রন্থ- আইন বিষয়ক উপন্যাস 'অসমাপ্ত জবানবন্দী' এবং 'গায়েবি শৃঙ্খল'; মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস 'মায়ের মুখে মুক্তিযুদ্ধ' এবং 'একাত্তরের অবুঝ বালক' । এপার বাংলার আইন বিষয় উপন্যােসের পথিকৃত।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৬

এইচ এন নার্গিস বলেছেন: আইন নিয়ে পড়ে এই বিলাতে বাংলাদেশীদের একই অবস্থা । তবে এখানে জন্ম নেয়া বাংলাদেশীরা ঠিকই চাকুরী পায় । পায় না বাংলাদেশ থেকে আসা মানুষ যারা এখানে পাশ করেছে ,ব্যারিস্টার হয়েছে । কিন্তু বেকার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.