নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রথমেই আমি তাকে যাদু করতাম

তর্পন

দীর্ঘদিন ধরে অনলাইনের পাঠক । পত্রিকায় লিখতাম সখ করে । টাইপিং এর চেয়ে কাগজ কলম কে বেশী ভাল লাগতো তাই ব্লগিং এর তেমন ভক্ত ছিলাম না । এখন মনে হল মাঝে মাঝে কিছু লিখি ।

তর্পন › বিস্তারিত পোস্টঃ

অস্ত্র সমর্পণ : হেলাল হাফিজের লেখা একটি প্রিয় কবিতা

০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:২৭

অস্ত্র সমর্পণ



মারণাস্ত্র মনে রেখো ভালোবাসা তোমার আমার।

নয় মাস বন্ধু বলে জেনেছি তোমাকে, কেবল তোমাকে।

বিরোধী নিধন শেষে কতোদিন অকারণে

তাঁবুর ভেতরে ঢুকে দেখেছি তোমাকে বারবার কতোবার।



মনে আছে, আমার জ্বালার বুক

তোমার কঠিন বুকে লাগাতেই গর্জে উঠে তুমি

বিস্ফোরণে প্রকম্পিত করতে আকাশ, আমাদের ভালবাসা

মুহূর্তেই লুফে নিত অত্যাচারী শত্রুর নি:শ্বাস।



মনে পড়ে তোমার কঠিন নলে তন্দ্রাতুর কপালের

মধ্যভাগ রেখে, বুকে রেখে হাত

কেটে গেছে আমাদের জঙ্গলের কতো কালো রাত!

মনে আছে, মনে রেখো

আমাদের সেই সব প্রেম-ইতিহাস।



অথচ তোমাকে আজ সেই আমি কারাগারে

সমর্পণ করে, ফিরে যাচ্ছি ঘরে

মানুষকে ভালোবাসা ভালোবাসি বলে।



যদি কোনোদিন আসে আবার দুর্দিন,

যেদিন ফুরাবে প্রেম অথবা হবে না প্রেম মানুষে মানুষে

ভেঙে সেই কালো কারাগার

আবার প্রণয় হবে মারণাস্ত্র তোমার আমার।



মারণাস্ত্র মনে রেখো ভালোবাসা তোমার আমার।

নয় মাস বন্ধু বলে জেনেছি তোমাকে, কেবল তোমাকে।

বিরোধী নিধন শেষে কতোদিন অকারণে

তাঁবুর ভেতরে ঢুকে দেখেছি তোমাকে বারবার কতোবার।



মনে আছে, আমার জ্বালার বুক

তোমার কঠিন বুকে লাগাতেই গর্জে উঠে তুমি

বিস্ফোরণে প্রকম্পিত করতে আকাশ, আমাদের ভালবাসা

মুহূর্তেই লুফে নিত অত্যাচারী শত্রুর নি:শ্বাস।



মনে পড়ে তোমার কঠিন নলে তন্দ্রাতুর কপালের

মধ্যভাগ রেখে, বুকে রেখে হাত

কেটে গেছে আমাদের জঙ্গলের কতো কালো রাত!

মনে আছে, মনে রেখো

আমাদের সেই সব প্রেম-ইতিহাস।



অথচ তোমাকে আজ সেই আমি কারাগারে

সমর্পণ করে, ফিরে যাচ্ছি ঘরে

মানুষকে ভালোবাসা ভালোবাসি বলে।



যদি কোনোদিন আসে আবার দুর্দিন,

যেদিন ফুরাবে প্রেম অথবা হবে না প্রেম মানুষে মানুষে

ভেঙে সেই কালো কারাগার

আবার প্রণয় হবে মারণাস্ত্র তোমার আমার।



কবিতাটি হেলাল হাফিজের যে জলে আগুন জ্বলে কাব্য গ্রন্থ থেকে সংকলিত ।

কবি পরিচিতি: স্বাধীনতোত্তর কালে সামরিক পট পরিবর্তনের অস্থির সময়ে প্রতিবাদী লেখনী নিয়ে রুখে দাড়ানো কবিদের এক জন হেলাল হাফিজ । তার কাব্যের প্রধান উপকরণ যৌবন এবং বিদ্রোহ। যে জলে আগুন জ্বলে কাব্যগ্রন্থ প্রকাশিত হয় আশির দশকে। হেলাল হাফিজের যুদ্ধমিশ্রিত প্রেমের কবিতাগুলোকে ভিন্ন প্রেক্ষাপটে এখনও সমানভাবে প্রযোজ্য মনে হয়।



হেলাল হাফিজের যে জলে আগুন জ্বলে কাব্য গ্রন্থটি অনলাইনে পাবেন অথবা পিডিএফ ডাউনলোড করতে পারেন এখান থেকে Click This Link

মন্তব্য ৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৮

আহসান জামান বলেছেন: ধন্যবাদ, সুন্দর কবিতাটা আবার পড়ানোর জন্য।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৪

তর্পন বলেছেন: স্বাধীনতাবিরোধীশক্তিদের মানুষ কখনই ভুলতে পার বেনা।যুদ্ধাপরাধের বিচারের দাবীতে মানুষের মনে যে সংগ্রামী চেতনা দেখছি এখন তা দেখে এই কবিতাটা মনে পড়ে গেল । ধন্যবাদ আপনাকে।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৭

বুলবুল আহমেদ পান্না বলেছেন: হেলাল হাফিজ আমার অসম্ভব পছন্দের একজন কবি.....


আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৭

রাহা বলেছেন: ধন্যবাদ.. অনেকদিন পর আবার কবিতাটা পড়ার সুযোগ করে দেয়ার জন্য । হেলাল হাফিজ অসাধারণ...

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৮

তনুজা বলেছেন: অসম্ভব প্রিয় কবির কবিতা , তাই ++++

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৩

তর্পন বলেছেন: ধন্যবাদ তনুজাকে + দেয়ার জন্য , রাহা এবং পান্নাকেও!

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৩

পথিক!!!!!!! বলেছেন: লিংকের জন্য ধন্যবাদ

৮| ০২ রা মার্চ, ২০০৯ দুপুর ১২:০৯

প্রচেত্য বলেছেন: চমতকার লেখায় কবিতা

৯| ২০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৫৯

মাহী ফ্লোরা বলেছেন: .................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.