নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালোলাগে

ভ্রমন করতে ভালোলাগে

টোটন

টোটন › বিস্তারিত পোস্টঃ

নাম তার কূপ নারী

১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৫

আফ্রিকার আর দশটা দেশের মতই নাইজেরিয়ার সমাজটাও

বড় বেশি পুরুষ তান্ত্রিক। তবে সেই পুরুষতান্ত্রিক বড়া জালে

ভেদ করে অন্যরকম এক পেশাই নিয়জিত এক নারী।তার নাম

কূপ নারী।

মেগাসিটি লাগোস এবং এর আশে পাশের এলাকাই বিশুদ্ধ পানির

স্বল্পতা যেমন রয়েছে তেমনিই পানির সরবরাহও অনেক কম।

লাগোসের রাজ্য পানি করপোরেশন জানিয়েছে শহরের ১ কোটি

৮০ লাখ মানুষ এর প্রতিদিন ৫৪ কোটি গ্যালন পানি।প্রয়োজন।

২০২০ সালে এই পানির চাহিদা দাড়াবে দিনে ৭৪ কোটি ৫০ লাখ

গ্যালন। তখন ঐ শহরের জনসংখ্যা হবে ২ কোটি ৯০ লাখ।এই

কারনে ট্যাংকার এবং ব্যাক্তিগত কূপের চাহিদাও বাড়ছে। পানির

এই স্বল্পতা রাবিয়ু-র মতো কূপ খননকারীদের ব্যবসার সুযোগ

বাড়িয়েছে, অথচ রাবিয়ু এই কাজটা শুরু করেন ১৯৯৭ সালে।

এই কাজটা শিখেছিলেন তার দ্বিতীয় স্বামীর কাছ থেকে।এর পর

আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে।এখন তিনি পরিচিত মামা

কাংগা বা কুপ নারী নামে।৪৬ বছর বয়ষী ওলোলাদে রাবিয়ু ছয়

সন্তানের জননী।আফ্রিকার লাল মাটি খুড়ে বিশুদ্ব পানি বের করে

ইতিহাস তৈরি করেছেন তিনি।রাবিয়ু জানান কূপ খোড়ার এই

পেশায় একমাত্র নারী হওয়ায় তিনি ভীষন খুশি।রাবিয়ু বলেন,আমি

এই কাজটা করতে ভালোবাসি এবং উপভোগ করি।এমন কোনো

কূপ নেই যেখানে আমি প্রবেশ করতে পারি না।" তিনি কাজটাকে

এভাবে ব্যাখ্যা করেন," শুরুটা মোটেও সহজ ছিলো না কিন্তু আমি

আমার ভয় কাটিয়ে উঠেছি এবং পেশা নির্বাচনে আমার কোন ভুল

হয়নি।আমার স্বামী কুয়ো খননের প্রাথমিক বিষয়, যেমন কোথায়

পানির স্তর কেমন পানির গভিরতা,কি কি সমস্যার মুখমুখি হতে

হবে কি কি যন্ত্রপাতি ব্যাবহার করতে হবে এ বিষয়ে ভালোভাবে

বোঝান।এরপর বিষয়টা আমার কাছে সহজ হয়ে যায়।রাবিয়ুর

প্রতিবেশি এবং গ্রাহকরা তার যোগ্যতার প্রশংসা করেন।তাদেরই

একজন বলেন,প্রায় সাত বছর আগে তিনি আমার কুয়োটি খনন

করেছেন এবং এত ভালোবাবে করেছেন যে এখন প্রযত্ন কোন

সমস্যা হয়নি।আমার মনে হয় বিষয়ে তিনি একজন শিল্পী এবং অন্য

অনেক পুরুষের চেয়ে তিনি বেশি দক্ষতার সাথে এটা করেন।রাবিয়ুর

এক সন্তান স্পেনে আছেন এবং সেখানে তিনি এই ব্যবসার সাথে

জড়িত।রাবিয়ু বলেন কাজটা বেশ বিপদজনক এবং এতে মেরুদণ্ড

ভাঙার একটা ভয়ও থাকে।তবে নিজের উপর এবং সৃষ্টিকরতার উপর

বিশ্বাস রাখা উচিত।রাবিয়ু এই পেশার পাশাপাশি কূপ খননে প্রশিক্ষণও

দিচ্ছেন। তার কাছে প্রশিক্ষণ নেয়া ইউসুপ মাইনাসার বললেন মামা কাংগা

আমাদের রানী আমাদের হিরো এবং আমাদের "মা"।

আমরা আসলেই তার জন্য গরবিত আনান্দিত।





মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৯

শাহেদ জামান বলেছেন: ভালো লিখেছেন দাদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.