![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তৈৗফিক অতি সাধারন একজন মানুষ! জীবনের প্রথম দিকে সবার মতো আমিও নিজেকে নিয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখতাম! তখন আমার জানা ছিলনা যে স্বপ্ন দেখা কতটা সহজ কাজ! নিজেকে নিয়ে তো স্বপ্ন সবাই দেখে কিন্তু তা বাস্তবায়ন করা সবার পক্ষে সম্ভব হয় না! স্বপ্ন পূরনে ভাগ্য পরিশ্রম দুইটায় লাগে, কিন্তু আমি জানতাম শুধু পরিশ্রমের মাধ্যমেই মানুষ তার ভাগ্য পরিবর্তন করে জীবনের মূল লক্ষে পৌছাতে পারে! যা আমার কাছে বারবারি মিথ্যা হিসেবে বিবেচিত হয়েছে! জীবনের চলার পথে ভাগ্য কখনও আমাকে সাহায্য করে নাই বরং অনেক কিছু কেরে নিয়েছে! মানুষ তখনই হতাশ হয়, যখন পূর্ন পরিশ্রম করেও আসানুরূপ ফল অর্জনে ব্যর্থ হয়!আমি তেমনই একজন ব্যার্থ সৈনিক! নিজের প্রতি এখন তেমন কোন আস্থা না থাকায় বড় কোন আর স্বপ্নও দখিনা! তাই সব সময় চেষ্টা করি হাসি-খুসির মাধ্যে ঢুবে থাকতে! এজন্য অল্প অল্প পড়া-লেখা,বন্ধুদের সাথে আড্ডা,পিকনিক,বিভিন্ন ঐতিহাসিক বা সুন্দর স্থানে ভ্রমন প্রভৃতির মাধ্যেমে নিজের সব দুঃখ-কষ্ট আনন্দে ভাসিয়ে দেই! মাঝে মাঝে নিজের মনেই প্রশ্ন জাগে আসলে এতো কিছু দিয়ে হবেটা কি? যদি মনে কোন আনন্দ না থাকে! আল্লাহর কাছে অনেক অনেক সুকরিয়া এমন একটা সুন্দর জীবন দানের জন্য। যেমন আছি অনেক ভাল আছি......আর এমনই থাকতে চাই আজীবন.........
শাহবাগের যুবকরা যা করছে তাতে আমি/আপনিসহ সবাই অসাভাবিক খুসি যা হয়তো ভাষায় প্রকাশ করবার ক্ষমতা আমার নাই! ধন্যবাদ জানাই ঔসব ভাইদের!
তবে আমার প্রশ্ন হল.... আমাদের দেশে গোলাম আজম বা কাদের মোল্লা ছাড়া কি আর কোন রাজাকার নেই???
আছে আনেক রাজাকার এখনও আপনার আমার চোঁখের সামনে ঘুরেবেরাচ্ছে।অনেকে আছে বিএনপি তে আবার অনেকে আছে আওয়ামিলীগে!
যেহেতু আমরা এক বিশাল আন্দোলোন গড়ে তুললে সক্ষম হয়েছি তাই আমার দাবি থাকবে চিন্নিত রাজাকারসহ সকল দলের সকল রাজাকারদের একসাথে বিচারের আওতায় এনে তাদের ফাসির দবিতে ঔক্যমত গরেতোলা!
২-৪ জনকে ফাসি দিলেই তো আর সব রাজাকারের বিচার হবেনা!
আমাদের মা/বোনের যারা ধর্ষণ করেছিলো, ছিনিয়ে নিয়েছিলো আমাদের বাপ-দাদাকে তাদের সকলের ফসির দবিতে আসুন নেমে পরি রাস্তায়....দেখি এবার কেন রাজাকারের বাচ্চা তাদের বাচায়!!!!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪
Crazy তৌফিক বলেছেন: বাংলাদেশে শুরুতে না-পারলে পরে হওয়ার সম্ভবনা অনেক কইমা যায় এবং মানুষও সইরা যায় দিন দিন.....
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: দুই চারজনের বিচারই তো সহ্য হচ্ছেনা কারো!! আওয়ামীলীগ জামায়াতি রাজাকার শেষ করুক তো আগে!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩
Crazy তৌফিক বলেছেন: রাজাকার যদি ধ্বংসই করবার না পারলাম তাইলে ২-৪জনের জন্য এতো কিছু???? অবশ্যই পারবো আমরা শুধু আত্তবিশ্বাস নিয়ে এগিয়ে আসুন .....
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮
শিপন মোল্লা বলেছেন: ৭১রে ছিলাম না রাজাকার ধরতে পারিনাই
এখন আছি আর রক্ষা নাই,
আর কোন কথা নাই, রাজাকারের ফাঁসি ছাড়া।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭
Crazy তৌফিক বলেছেন: ধন্যবাদ
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫
মিজান আফতাব বলেছেন: Click This Link
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫
নাওেয়দ বলেছেন: সহমত।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯
Crazy তৌফিক বলেছেন: খুসি হইলাম
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭
নায়করাজ বলেছেন: জামাত শিবিরের অর্থনৈতিক শক্তি ভেঙ্গে দেন। ওদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করুন। ওদের প্রতিটি অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে জানুন। ওদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন না। বরং বিনিয়োগ বা অংশীদারিত্ব থাকলে প্রত্যাহার করুন। ইসলামী ব্যাংক থেকে সকল টাকা তুলে নিন। আপনার টাকা দিয়ে ওদের দেশবিরোধী কার্যকলাপ চালাতে দেবেন না।
জামাত শিবির পরিচালিত প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য পাবেন এখানে : Click This Link
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫
স্পাইসিস্পাই001 বলেছেন: রাজাকারের ফাসি চাই .....
ছাগু মুক্ত সামু চাই.....
(""যখন কেউ বলবে, রাজাকারের ফাসি চাই, তবে.... তখনই বুঝবেন সে ছাগু "")
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬
সংকেত মাহমুদ বলেছেন: শুরুই ত করতে দিতে চায় না, আগে শুরু ত করতে দেন, এগুলার আগে বিচার সম্পন্ন করতে দেওয়া হোক তারপর ত অন্যগুলারেও ধরব, কেউ বাদ যাবে না ইনসাল্লাহ।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: শুরুই ত করতে দিতে চায় না, আগে শুরু ত করতে দেন, এগুলার আগে বিচার সম্পন্ন করতে দেওয়া হোক তারপর ত অন্যগুলারেও ধরব, কেউ বাদ যাবে না ইনসাল্লাহ।