নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহর কাছে অনেক অনেক সুকরিয়া এমন একটা সুন্দর জীবন দানের জন্য। যেমন আছি অনেক ভাল আছি......আর এমনই থাকতে চাই আজীবন......... :)

Crazy তৌফিক

আমি তৈৗফিক অতি সাধারন একজন মানুষ! জীবনের প্রথম দিকে সবার মতো আমিও নিজেকে নিয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখতাম! তখন আমার জানা ছিলনা যে স্বপ্ন দেখা কতটা সহজ কাজ! নিজেকে নিয়ে তো স্বপ্ন সবাই দেখে কিন্তু তা বাস্তবায়ন করা সবার পক্ষে সম্ভব হয় না! স্বপ্ন পূরনে ভাগ্য পরিশ্রম দুইটায় লাগে, কিন্তু আমি জানতাম শুধু পরিশ্রমের মাধ্যমেই মানুষ তার ভাগ্য পরিবর্তন করে জীবনের মূল লক্ষে পৌছাতে পারে! যা আমার কাছে বারবারি মিথ্যা হিসেবে বিবেচিত হয়েছে! জীবনের চলার পথে ভাগ্য কখনও আমাকে সাহায্য করে নাই বরং অনেক কিছু কেরে নিয়েছে! মানুষ তখনই হতাশ হয়, যখন পূর্ন পরিশ্রম করেও আসানুরূপ ফল অর্জনে ব্যর্থ হয়!আমি তেমনই একজন ব্যার্থ সৈনিক! নিজের প্রতি এখন তেমন কোন আস্থা না থাকায় বড় কোন আর স্বপ্নও দখিনা! তাই সব সময় চেষ্টা করি হাসি-খুসির মাধ্যে ঢুবে থাকতে! এজন্য অল্প অল্প পড়া-লেখা,বন্ধুদের সাথে আড্ডা,পিকনিক,বিভিন্ন ঐতিহাসিক বা সুন্দর স্থানে ভ্রমন প্রভৃতির মাধ্যেমে নিজের সব দুঃখ-কষ্ট আনন্দে ভাসিয়ে দেই! মাঝে মাঝে নিজের মনেই প্রশ্ন জাগে আসলে এতো কিছু দিয়ে হবেটা কি? যদি মনে কোন আনন্দ না থাকে! আল্লাহর কাছে অনেক অনেক সুকরিয়া এমন একটা সুন্দর জীবন দানের জন্য। যেমন আছি অনেক ভাল আছি......আর এমনই থাকতে চাই আজীবন.........

Crazy তৌফিক › বিস্তারিত পোস্টঃ

মনটা হুহু করে কেদে ওঠে এইসব মুক্তিযোদ্ধাদের দেখে :( :(

২২ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১২

সত্তি মনটা হুহু করে কেদে ওঠে যখন দেখি এইসব দেশপ্রেমী মানুষগুলো অভাবের তারনায় মানুষের কাছে হাত পাতছে!



মুক্তিযুদ্ধ করে আমাদের দিয়েছে এই বাংলাদেশ অথচ আমরা তাদের কিছুই দিতে পারিনাই আজ পর্যন্ত!! এদের অবস্থার উন্নয়ন না করতে পারলে কি হবে লক্ষ লক্ষ টাকা খরচ করে রাজাকারদের বিচার করে??? আগে চাই মুক্তিযোদ্ধাদের চোঁখের পানি মুছেদিতে এরপর চাই সকল রাজাকারদের বিচার!!! গোলাম আজমতো যতদিন বেচে থাকবে তিনবেলা খেয়েই বেচে থাকবে অথচ এইসব মুক্তিযোদ্ধাদের কি হবে??? যেখানে মুক্তিযোদ্ধারা তিনবেলা খেতে পাচ্ছেনা তার জন্য কবে আন্দোলন করবো আমরা যুবসমাজ??? শাহাবাগের ইমরান কি দেখতে পায়না এসব??? মাঝে মাঝে মনে হয় থাপরাইয়া সব কয়টা শাহাবাগীরে ড্রেনে ফারাইয়া দেই X( X( খুবই খারাপ লাগে!!! খুবই খারাপ লাগে!!! X((

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১৪

আরািফন বলেছেন:

২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৫

Crazy তৌফিক বলেছেন: ধন্যবাদ ভাই :|

২| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৬

চানাচুর বলেছেন: :(

৩| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪১

খাটাস বলেছেন: :( :( X( X( X(

৪| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪১

মো: আতিকুর রহমান বলেছেন: :( :( :( :(

৫| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৮

মেংগো পিপোল বলেছেন: সত্যিই এসব দেখলে আর ভালো লাগেনা। অর্থহীন লাগে সব কিছু।

২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৬

Crazy তৌফিক বলেছেন: আমরা রাজাকারদের ফাঁসির দাবিতে আন্দোলন করছি অথচ যারা আসল মুক্তিযোদ্ধা তারা না খেয়ে মরছে!!! বাংলাদেশের রাজনীতীদেখে খুবই অবাক লাগে!!!

৬| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫১

একজন ঘূণপোকা বলেছেন: মেংগো পিপোল বলেছেন: সত্যিই এসব দেখলে আর ভালো লাগেনা। অর্থহীন লাগে সব কিছু।

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৩

Crazy তৌফিক বলেছেন: হুম ভাই :( :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.