নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বয়স বাড়ে, আমি বাড়ি না

মোহাম্মদ তৌফিকুর রহমান

মোহাম্মদ তৌফিকুর রহমান › বিস্তারিত পোস্টঃ

বসন্তের রঙ

০৩ রা জুলাই, ২০১৭ রাত ১২:৩৪


১৩.০২.২০১৬

আজ পহেলা ফাল্গুন। বসন্তের প্রথম দিন। কবি সাহিত্যিক, শিল্পীগোষ্ঠী থেকে শুরু করে সাধারণ প্রেমিক প্রেমিকার কাছেও এদিনের রয়েছে আলাদা তাৎপর্য।
শহুরে সভ্যতার ফাঁদে পা দিয়ে ষড়ঋতুর বৈচিত্র্য খুব বেশি অনুধাবন করতে পারিনি। আমার কাছে শীত গ্রীষ্মের তফাৎ কেবল সিলিং ফ্যানের রেগুলেটর ঘোরানো আর লেপ জ্যাকেটের আবরনের মধ্যেই সীমাবদ্ধ। বর্ষায় তবু মাঝেমাঝে যখন ছাতা মাথায় দিয়ে ক্লাসে যেতে হয়, বুঝতে পারি বর্ষা এসেছে। শরৎ হেমন্ত কখন আসে যায় উপরওয়ালা ই ভালো জানেন।
বর্ষার কদম ফুলের গন্ধ কেবল বইয়ের পাতায় ই পেয়েছি। হেমন্তের নবান্ন আর শরতের কাশফুলের সাদা শুধু কবির ছন্দেই দেখেছি। আর শীতের ভোরের খেজুরের রস- সে তো রুপকথা।
শহরে বসন্তের ফুল দেখা না যাক, পাখির গান কানে না আসুক, মানুষের মন কিন্তু ঠিক ই গেয়ে উঠে। বসন্ত এসেছে- এ কথা শুনলেই মনের সামনে ভেসে উঠে নানা রঙের ক্যানভাস। বসন্ত মানেই রং। বসন্ত রাঙিয়ে তোলে মানুষের মন। এই রঙ জাগিয়ে তোলে প্রেম। প্রেমের রঙে রঙিন হয়ে উঠে মানুষের মন। চেনা শহরটা নতুন করে আরেকবার চিনতে রঙিন সাজে বের হয় কপোত কপোতীরা।
আবার কারো কাছে বসন্তের প্রথম দিনটা আর দশটা দিনের মতই। আমার মত 'কপোতীহীন' যারা তাদের কাছে 'it's just another day'. আমাদের বসন্ত কেবল উপন্যাসের পাতা আর ল্যাপটপের স্ক্রিনেই সীমাবদ্ধ।
বসন্ত রাঙিয়ে তুলুক সবার জীবন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.