![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখের সামনে যা পরে তাই নিয়ে লেখি। খুব বেশি মাথা খাটায়ে বা অনেক গবেষনা করে লেখালিখি করিনা। তবে...........
ফেসবুক এখন কতটা জনপ্রিয় তা নতুন করে বলার কিছু নেই। ফেসবুক ব্যবহার করতে করতে অনেকে খাওয়া দাওয়াও সময় পায় না। এই জনপ্রিয়তাকে পুজি করে জন্ম হয়েছে ফেক প্রোফাইল। এক সমিক্ষায় দেখা গেছে নতুন প্রোফাইলের ৬০% ফেক!
কেন ফেক প্রোফাইল তৈরি করা হয়?
স্রেফ মজা করার জন্য।
স্পাম করার জন্য।
আইডি হ্যাক করার জন্যেও অনেক সময় তৈরি করা হয়।
এছাড়া কিছু মানসিক অসুস্থ মানুষ আছে যারা ফেক আইডি কেন বানায় তা নিজেরাও জানে না!
কিভাবে চিনবেন ফেসবুকের ফেক প্রোফাইল?
যদি দেখেন আপনাকে শাকিব খান বা অপু বিশ্বাস নামের সেলিব্রেটি কেউ এড রিকুয়েস্ট করেছে। (আমাকে একবার নায়িকা পপি করেছিল)
যদি দেখেন ছবি মাত্র একটা। আর বাকিগুলা গরু ছাগলের ছবি দিয়ে ভরা।
যদি দেখেন গণহারে সবাইকে এড করছে যেন বড় মনের মানুষ।
যদি দেখেন আইডি ওপেন করেছে কিছুদিন আগে কিন্তু ফ্রেন্ড সংখ্যা ৪০০০ ছাড়িয়ে গেছে।
যদি দেখেন জন্মদিন ০১-০১ বা ০১-১২ দিয়ে শুরু।(আসল প্রোফাইলেরও জন্মদিন এরকম হতে পারে)
যদি দেখেন প্রাইভেসি সেটিংস সবার জন্য ওপেন।
যদি দেখেন প্রোফাইলের তথ্য দায়সারাভাবে দেয়া।
যদি দেখেন কোন সাইটের লিঙ্ক দিয়ে সবাইকে বলছে জয়েন করতে।
যদি দেখেন কোনদিন স্ট্যাটাস আপডেট করে না।
যদি দেখেন হট মেয়ের পিক্স দেয়া কেউ আপনারে এড পাঠাইছে।
যদি দেখেন যে মেয়ের ছবি কিন্তু ছবিতে ছেলের নামের প্রোফাইল ট্যাগ করা
একটা ফেক প্রোফাইল দেখসিলাম । মেয়ের নাম মেয়ের ছবি । কিন্তু কলেজ লেখা নটরডেম
যদি কোনো মেয়ে দৈনিক প্রেমের আর একাকিত্বের স্ট্যাটাস দেয়। যেমন: একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো..........................
©somewhere in net ltd.