![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখের সামনে যা পরে তাই নিয়ে লেখি। খুব বেশি মাথা খাটায়ে বা অনেক গবেষনা করে লেখালিখি করিনা। তবে...........
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে ।
মদীনা সনদের মূল বিষয়বস্তু ছিল মোট ১৩টি-
( ১ ) সনদপত্রে স্বাক্ষরকারী সম্প্রদায়সমূহ ইসলামী রাষ্ট্রের অধীনে একটি সাধারণ জাতি গঠন করবে ।
( ২ ) হযরত মুহাম্মদ (স) ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান থাকবেন ।
( ৩ ) কোন সম্প্রদায় গোপনে কুরাইশদের সাথে কোন প্রকার সন্ধি করতে পারবে না কিংবা মদীনা বা মদীনাবাসীদের বিরুদ্ধে ষড়যন্ত্রে কুরাইশদের কোনরুপ সাহায্য-সহযোগীতা করতে পারবে না ।
( ৪ ) মুসলিম, খ্রীস্টান, ইহুদী, পৌত্তলিক ও অন্যান্য সম্প্রদায় ধর্মীয় ব্যাপারে পূর্ণ স্বাধীনতা ভোগ করবে । কেউ কারো ধর্মীয় কাজে কোন রকম হস্তক্ষেপ করতে পারবে না ।
( ৫ ) মদিনার উপর যে কোন বহিরাক্রমণ কে রাষ্ট্রের জন্য বিপদ বলে গণ্য করতে হবে এবং সেই আক্রমণ কে প্রতিরোধ করার জন্য সকল সম্প্রদায়কে এক জোট হয়ে অগ্রসর হতে হবে ।
( ৬ ) রাষ্ট্রের প্রতি নাগরিকের অধিকার ও নিরাপত্তা রক্ষার ব্যবস্থা থাকবে ।
( ৭ ) অসহায় ও দূর্বলকে সর্বাবস্থায় সাহায্য ও রক্ষা করতে হবে ।
( ৮ ) সকল প্রকার রক্তক্ষয়, হত্যা ও বলাৎকার নিষিদ্ধ করতে হবে এবং মদীনাকে পবিত্র নগরী বলে ঘোষণা করা হবে ।
( ৯ ) কোন লোক ব্যক্তিগত অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসেবেই বিচার করা হবে । তজ্জন্য অপরাধীর সম্প্রদায়কে দায়ী করা যাবে না ।
( ১০ ) মুসলমান, ইহুদী ও অন্যান্য সম্প্রদায়ের লোকেরা পরষ্পর বন্ধুসুলভ আচরণ করবে ।
( ১১ ) রাষ্ট্রের অভ্যন্তরীণ বিরোধ নিষ্পত্তির অধিকার থাকবে রাষ্ট্রপ্রধানের এবং তিনি হবেন সর্বোচ্চ বিচারালয়ের সর্বোচ্চ বিচারক ।
( ১২ ) মুহাম্মদ (সাঃ) এর অনুমতি ব্যতীত মদীনাবাসীগণ কারও বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না ।
( ১৩ ) মুসলমানদের কেউ যদি অন্যায় কিংবা বিশ্বাসঘাতকতা করে তবে সবাই মিলে তার বিরুদ্ধে যথোচিত ব্যবস্থা গ্রহণ করবে । নিজ সন্তান বা আত্নীয় হলেও এ ব্যাপারে তাকে ক্ষমা করা যাবে না ।
আসলে এই ১৩ টার কয়টা আমাদের দেশে মানা হচ্ছে কারো জানা থাকলে অবশ্যই জানাবেন।
২২ শে মে, ২০১৩ সকাল ১১:১৩
ভবঘুরে তৌহিদ বলেছেন: বলতে তো ট্যাক্স লাগে না।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৩
মরু বালক বলেছেন:
মদিনা সনদ !!!! আবার নাকি নবীজির আইন !!
**ঘরে ঢুকে মানুষ হত্যা করা কি নবীজির আইন??
**দিনের আলোতে প্রকাশ্য গুলি চালিয়ে মায়ের বুক খালি করা কি নবীজির আইন??
**যারা সত্য কথা বলে তাদের উপর অত্যাচার চালানো কি নবীজির আইন??
**গুম,খুন,লুটপাট করা কি নবীজির আইন??
**ধর্ম ব্যবসা করা কি নবীজির আইন??
**নিজের স্বার্থের জন্য তাসবিহ হাতে নিয়ে স্বার্থ উদ্ধার হয়ে গেলে তসবিহ ছুড়ে ফেলে দেওয়া কি নবীজির আইন??
**মুসলমান হয়ে কপালে তিলক পরা কি নবীজির আইন??
**মুসলমান হয়ে এক ধরনের বেধর্মী জাতির সাথে সম্পর্ক বজায় রাখা কি নবীজির আইন??
**মানুষের যান-মালের হেফাজত না করে ক্ষতি করা কি নবীজির আইন??
**মানুষের শ্রমের অর্থ লুট করে নিজের আখের গুছানো কি নবীজির আইন??
**নিরাপরাধ ব্যক্তিকে সাজা দেওয়া কষ্ট দেওয়া কি নবীজির আইন??
**মা-বোনদের ইজ্জত নিয়ে হলি খেলা কি নবীজির আইন??
**দুই চোখে প্রকাধ্য দুর্নীতি দেখেও সেটিকে পশ্রয় দেওয়া কি নবীজির আইন??
**যারা দিন রাত অশ্লিলতায় আর হত্যা রাহাজানিতে মেতে থাকে তাদেরকে নিজের আচলের নিচে আশ্রয় দেওয়া কি নবীজির আইন??
**মানুষের নৈতিক অধিকার কেড়ে নিয়ে তার মুখে তালা লাগিয়ে দেওয়া কি নবীজির আইন??