নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তৌহিদের বাংলা ব্লগ

চোখের সামনে যা পরে তাই নিয়ে লেখি।

ভবঘুরে তৌহিদ

চোখের সামনে যা পরে তাই নিয়ে লেখি। খুব বেশি মাথা খাটায়ে বা অনেক গবেষনা করে লেখালিখি করিনা। তবে...........

ভবঘুরে তৌহিদ › বিস্তারিত পোস্টঃ

আমাদের সোনার ছেলের বিরুদ্ধে মিথ্যা অপবাদের তীব্র নিন্দা জানাই।

০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:১৮

বাংলাদেশ আইসিসি ট্রফি জেতার পড়ে দলের সব প্লেয়ারকে একটা করে জমি আর একটা করে গাড়ি গিফট করছিলো প্রাইম মিনিস্টার। একজন ক্রিকেটার ঐ জমিটা দিয়ে দিছিলো এলাকায় স্কুলের জন্যে আর গাড়িটা বিক্রি করে সেই টাকা দিয়ে স্কুল ঘর তুলে দিছিলো। ব্যাপারটা আমাদের মিডিয়াতে খুব একটা আগ্রহ দেখা যায়নি। অল্প

কয়েকটা পেপারে ছাপা হইছিলো। সেই ক্রিকেটার বলছিলো- ভাই আমি তো পড়া লেখা কিছু শিখিনাই। খুব গরীব ঘরের ছেলে। আমার মহল্লার ছেলে মেয়েরা যেন পড়াশুনাটা শিখে।

সেই ক্রিকেটারের নাম মোহাম্মদ রফিক। বাংলাদেশের প্রথম ম্যান অফ দ্যা ম্যাচ।



বহু পুরাতন খবর।



আর এখন আইপিএল'এ ভারতীয় প্লেয়ারদের স্পট ফিক্সিং কেলেংকারী ঢাকতে বাংলাদেশে উৎপল শুভ্র নামক ভারতীয় দালাল আমাদের এই সোনার ছেলেদের কলংকিত করতে উঠেপরে লাগছে।

এই ভারতীয় গং এর পতন অবসম্ভাবী।



মন্তব্য ২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: রফিক নাকি রিক্সা সাইকেল ঠিক করার মেকার ছিল। পাড়ায় ক্রিকেট খেলতো। গরিব বলেই গাড়ি বাড়ির প্রতি লোভ না করে তার মতো গরিবের জন্য হাসিমুখে দান করতে পেরেছিলো।

কিন্তু আফসোস!! বড়লোকেরা টাকার লোভটা সামলাতে পারলো না। আমার ক্ষমতা থাকলে আমি এদের বাংলাদেশি নাগরিকত্ব কেড়ে নিতাম।

০৬ ই জুন, ২০১৩ রাত ৯:৫১

ভবঘুরে তৌহিদ বলেছেন: সহমত রয়েল বেঙ্গল টাইগার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.