![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখের সামনে যা পরে তাই নিয়ে লেখি। খুব বেশি মাথা খাটায়ে বা অনেক গবেষনা করে লেখালিখি করিনা। তবে...........
“গাজীপুরের ১১ বছরের এক হিন্দু মেয়েকে মুসলিম নামধারী এক কুলাঙ্গার ধর্মান্তরিত করে ৫৫ দিন ধর্ষণ করেছে।”
আর এ খবর শোনার পর থেকে শুরু হইছে বামপন্থীদের চুলকানি। ওনারা এখানে ইসলামের গন্ধ খুঁজে পাচ্ছেন। কারণ ধর্ষক কুলাঙ্গার নাকি একজন মুসলিম নামধারী এবং মেয়েটিকে জোরপূর্বক ধর্মান্তরিত করেছেন। ইসলাম নিয়ে তাঁদের চুলকানি দেখে মনে হচ্ছে, তাঁদের কাছে এই কুলাঙ্গার ধর্ষকই ইসলামের প্রতিনিধিত্ব করে!!
এই কুলাঙ্গার ধর্ষকই যদি ইসলামের প্রতিনিধিত্ব করে তাহলে নিশ্চয়ই পরিমল, তারকচন্দ্র মন্ডল, চন্দন পোদ্দার, অরূণ চৌধুরীরাও হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করে!!
যাইহোক আমি কখনোই বলবোনা যে, পরিমল, তারকচন্দ্র মন্ডল, চন্দন পোদ্দার, অরূণ চৌধুরীরা হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করে। কারণ আমরা জানি ধর্ষকের কোন ধর্ম নেই,তার কোন পরিচয় নেই। তার পরিচয় একটাই- সে একজন ধর্ষক সে একটা পাষন্ড।
তার একমাত্র শাস্তি মৃতুদন্ড ।
ধর্ম কোন দিনই এই ক্ষেত্র বাধা হতে পারে না । ভারত , পাকিস্তান সব জায়গায় ধর্ষন হয় ।
সবচেয়ে বেশি হয় তথাকথিত উন্নত জাতি আমেরিকায়।
ধর্ষনের ব্যাপারটা পুরাটাই ধর্ষকের মানসিকতার উপর নির্ভর করে ধর্মের উপর না।
তাই তথাকথিত সুশিল সমাজের কাছে আবেদন একটা কুলাঙ্গারের কারনে শান্তির ধর্ম ইসলামকে গালিগালাজ করবেন না।
২| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:১৯
ধুমধাম বলেছেন: ( ট্রোজান হর্স ) বলেছেন: অপরাধের সাথে অপরাধীর ধর্মকে জড়ানো সহজ কাজ নয়। তবে অপরাধী কখনো কখনো অপরাধের সাথে নিজেই তার ধর্মকে জড়িয়ে ফেলে। একজন ধর্ষক যখন ধর্ষনের আগে ধর্ষিতাকে জোর পূর্বক ধর্মান্তরিত করে তখন মানতেই হবে ধর্ষকের উপর তার ধর্মের প্রভাব আছে। ধর্ষকই ধর্মীও পন্থায় ধর্ষন করে তার ধর্মকে সমালোচিত করেছে, সমলোচোকরা নয়।
৩| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:২৩
( ট্রোজান হর্স ) বলেছেন: হুজুরেরা ওয়াজ করে বেড়াবেন বিধর্মীরে মুসলিম করতে পারলে সুন্নত, বেহেস্ত কনফার্ম, হিন্দু মাইয়া, বঊগো রসাইয়া রসাইয়া বর্ণনা দিবেন, গণিমতের মাল বলবেন, আর এখন ধর্ষণের সাথে ধর্ম টানলেই খুব লাগে? অবভিয়াসলি, রিলেজিয়ন ইজ মোস্ট ইম্পরটেন্ট এণ্ড সিগনিফিকেন্ট ইলিমেন্ট অব দা রিসেন্ট রেপ ইস্যু।
দিস ইজ নট সিমিলার টু ভিকারুন্নেসা কেইস। দা অ্যাবিউজ অব রিলেজিয়াস সেন্টিমেন্ট মাস্ট বি ডিসকাসড হেয়ার।
অনেকে চুশিল বন্ধু বলছে যে এই ধর্ষণের মাঝে ধর্মকে কেন টেনে আনা হচ্ছে ।
হ্যাঁ ধর্ম আসত না, যদি মেয়েটাকে ধরমান্তরিত করা না হত । কিন্তু ধরমান্তরিত করার মাধ্যমে যে ওই কাপুরুষ গুলা ধর্মের মাঝেই তাদের অপরাধ লুকানোর যে একটা চেষ্টা করছে তা কেন এই চুশিল রা বলছেন না ???
৪| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৪:৩৩
মাইন রানা বলেছেন: @( ট্রোজান হর্স ) অপনার মন্তব্য
একজন ধর্ষক যখন ধর্ষনের আগে ধর্ষিতাকে জোর পূর্বক ধর্মান্তরিত করে তখন মানতেই হবে ধর্ষকের উপর তার ধর্মের প্রভাব আছে
ধর্মের প্রভাবে সে ধর্ষক হয়েছে না ধর্ষন করার কৌশল হিসেবে ধর্মকে বেছে নিয়েছে? বন্দুক দিয়ে আমাদের দেশের পুলিশ, বিজিবি, আর্মি দেশ রক্ষা করে আর সেই বন্দুক দিয়ে অপরাধী কাউকে খুন করলে কি বন্ধুকের প্রভাব না খুনির দোষ?
হুজুরেরা ওয়াজ করে বেড়াবেন বিধর্মীরে মুসলিম করতে পারলে সুন্নত, বেহেস্ত কনফার্ম, হিন্দু মাইয়া, বঊগো রসাইয়া রসাইয়া বর্ণনা দিবেন, গণিমতের মাল বলবেন, আর এখন ধর্ষণের সাথে ধর্ম টানলেই খুব লাগে?
এইসব ওয়াজ অপনি কোথায় শুনেছেন ভাই? সত্যি করে বলুনতো কি জীবনে কখনো ওয়াজ শুনেছেন? এইরকম কোন ওয়াজের ক্যাসেট, সিডি বা রেকরডিং আপনার কাছে আছে?
জোর করে ধর্মান্তরিত করা ইসলামের দৃষ্টিতেও জগন্য অপরাধ এতে কাউকে ধরমান্তরিত করা যায় না। ধর্ম মনের বিশ্বাসের ব্যাপার।
ধর্মের মাঝেই তাদের অপরাধ লুকানোর যে একটা চেষ্টা এতে ধর্মের দোষ কোথায়? কোন বাংলাদেশী বিদেশে গিয়ে খুন করে যদি বলে আমি বাংলাদেশের নাগরিক এতে কি বাংলাদেশের দোষ?
দিস ইজ নট সিমিলার টু ভিকারুন্নেসা কেইস
সকল ধর্ষকই অপরাধী এবং তাঁদের পরিচয় একটাই তারা জগন্য অপরাধী ও আইনের দৃষ্টিতে তাঁদের কঠিন সাজা হওয়া উচিত। এখানে হিন্দু, মুসলিম পরিচয় বের করে পক্ষ-বিপক্ষ বিতর্ক করার কোন সুযোগ নেই।
ধর্ষণ সারা পৃথিবীতেই একটি মারাত্নক অপরাধ, ভারতে ধর্ষণের হার সবচেয়ে বেশী।
বিস্তারিতঃ http://www.somewhereinblog.net/blog/mayeenrana
৫| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৫:১৬
বৃক্ষ বলেছেন: ধুমধাম বলেছেন: ( ট্রোজান হর্স ) বলেছেন: অপরাধের সাথে অপরাধীর ধর্মকে জড়ানো সহজ কাজ নয়। তবে অপরাধী কখনো কখনো অপরাধের সাথে নিজেই তার ধর্মকে জড়িয়ে ফেলে। একজন ধর্ষক যখন ধর্ষনের আগে ধর্ষিতাকে জোর পূর্বক ধর্মান্তরিত করে তখন মানতেই হবে ধর্ষকের উপর তার ধর্মের প্রভাব আছে। ধর্ষকই ধর্মীও পন্থায় ধর্ষন করে তার ধর্মকে সমালোচিত করেছে, সমলোচোকরা নয়।
একমত
৬| ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
( ট্রোজান হর্স ) বলেছেন:
এইসব ওয়াজ অপনি কোথায় শুনেছেন ভাই? সত্যি করে বলুনতো কি জীবনে কখনো ওয়াজ শুনেছেন?
হা হা হা
আপনার কথাতে ধর্ষকানুভুতিতে আঘাত পাইলাম
৭| ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
( ট্রোজান হর্স ) বলেছেন:
নৈতিকতার অবক্ষয়ের শুরুটা গোঁড়াতেই__ যে ধর্মাবতারের নয় বছর বয়েসি বিবি থাকে, চৌদ্দ বিবিতে অতৃপ্ত যে ধর্মাবতার গনিমতের মাল ভোগে উন্মাদ হন; তার ধর্মানুসারীদের কাছে সুস্থ যৌনাচার প্রত্যাশা করা আর কুকুর হইতে মনুষ্য সন্তান কামনা সমান ব্যাপার!
৮| ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
মাইন রানা বলেছেন: যে ধর্মাবতারের নয় বছর বয়েসি বিবি থাকে, চৌদ্দ বিবিতে অতৃপ্ত যে ধর্মাবতার গনিমতের মাল ভোগে উন্মাদ হন; তার ধর্মানুসারীদের কাছে সুস্থ যৌনাচার প্রত্যাশা করা আর কুকুর হইতে মনুষ্য সন্তান কামনা সমান ব্যাপার!
আপনি যে একজন কঠিন ইসলাম বিরোধী বুজা গেল।
কুকুর হইতে মনুষ্য সন্তান হয় না তবে মানুষ হতে যে কুকুর পয়দা হয় সেটা আমাদের প্রিয় নবী (সঃ) এর প্রতি অপনার মন্তব্য দেখে বুজলাম।
৯| ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
অমিয় উজ্জ্বল বলেছেন: ‘ট্রোজান হর্স ‘ নিজেই যে মানসিক বিকার বয়ে বেড়াচ্ছেন সেটা সম্ভবত তিনি নিজেই বুঝতে পারছেন না। তিনি একটি অপরাধের প্রতি ঘৃণা জানাতে গিয়ে মুলত তার গোষ্ঠী ভাবনাকেই টেনে এনেছেন। ধর্ষকের অপরাধের চেয়ে বড় করে দেখছেন তার ধর্মীয় পরিচয়কে। এক্ষত্রে তিনিও ঐ ধর্ষকেরই অনুগামী। যে ওয়াজকারী ভন্ড হুজুরদের কথা তিনি বলেছেন, তিনি নিজেও তার থেকে আলাদা কিছু নন। তার পক্ষে মওকা পেলে একটামিুসলিম মেয়েকে ধর্ষণ করাও কঠিন কিছু হবেনা কারণ তিনি মূলত বিদ্বেষের চর্চা করেন। তাই তার কাছে ভিকারুননেসা আর এই ঘটনার ভেতরে অনেক পার্থক্য মনে হয়।
ধর্মাবতারদের চরিত্র নিয়ে কথা বলতে শুরু করলে যে কেউই রক্ষা পাবেন না সেটা বোধ করি উনিও জানেন। নোংরামী করে সময় আর নষ্ট করতে চাইনা। এই অসুস্থতা থেকে তিনি মুক্তি পান এই কামনা করি।
১০| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:০৬
অমিয় উজ্জ্বল বলেছেন: ট্রোজানের কথায় এটা মনে হতে পারে যে ‘মেয়েটি হিন্দু অবস্থায় ধর্ষিত হলে মেয়েটির কষ্টটা কম হতো। আর ধর্ষকের অপরাধটাও লঘু হতো’।
১১| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৯:৫০
অপরিপক্ক বলেছেন: ট্রোজান হর্স দের মত কিছু 'পশু' সমাজে বেচে আছে বলেই আজকে শান্তিপ্রিয় বাংলাদশে রামু'র মত ঘটনা ঘটে।
'আস হাবে রাসূলের জীবনকথা' এর ৫ম খন্ড রাসূল (সাঃ) এর স্ত্রীদের কাহিনি নিয়ে লেখা।
পড়লে অবাক লাগে, ট্রোজান হর্স এর মত একটা পশু সারা জীবন চেষ্টা করলেও এমন একটা স্বামী হতে পারবে না।
As-habe Rasuler jibonkotha 5
১২| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:৪০
( ট্রোজান হর্স ) বলেছেন: @মাইন রানা , মানলাম আপনার কথা ,
আমার কথার বিপরিতে কি যুক্তি দিতে পারবেন.........?
১৩| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:৪০
( ট্রোজান হর্স ) বলেছেন: @মাইন রানা , মানলাম আপনার কথা ,
আমার কথার বিপরিতে কি যুক্তি দিতে পারবেন.........?
১৪| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:৪০
( ট্রোজান হর্স ) বলেছেন: @অমিয় উজ্জ্বল
১৫| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:৪১
( ট্রোজান হর্স ) বলেছেন: @অমিয় উজ্জ্বল
১৬| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:৪১
( ট্রোজান হর্স ) বলেছেন: @অমিয় উজ্জ্বল
আমি বলি কি , হিন্দু মেয়ে ধর্ষণের বিচার করার দরকার নেই বরং দেশে প্রতিনিয়ত যে মুসলিম নারী গুলো ধর্ষণ হচ্ছে সেই বিচারগুলো তাৎক্ষনিক করেন তাহলে এরপর যে হিন্দু মেয়েটি ধর্ষিত হবে সে হইত বেঁচে যাবে।।
১৭| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:৪২
( ট্রোজান হর্স ) বলেছেন: @অমিয় উজ্জ্বল
আমি বলি কি , হিন্দু মেয়ে ধর্ষণের বিচার করার দরকার নেই বরং দেশে প্রতিনিয়ত যে মুসলিম নারী গুলো ধর্ষণ হচ্ছে সেই বিচারগুলো তাৎক্ষনিক করেন তাহলে এরপর যে হিন্দু মেয়েটি ধর্ষিত হবে সে হইত বেঁচে যাবে।।
১৮| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:০৮
( ট্রোজান হর্স ) বলেছেন: @অপরিপক্ক ,
ট্রোজান হর্স দের মত কিছু 'পশু' সমাজে বেচে আছে বলেই আজকে শান্তিপ্রিয় বাংলাদশে রামু'র মত ঘটনা ঘটে।
কিন্তু আপনাদের মত ভাল মানুস এতা ক্যাম্নে ঘটল ?
৬ এপ্রিল থেকে ৩ জুন কোন শিক্ষিত পশু কি ছিলোনা ঐ এলাকায় ? আর আজ সংবাদপত্রে আসার পর আমরা জেগে উঠলাম । এতদিন ঘটনাটা চেপে থাকলো কিভাবে ?
১৯| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৪৭
তানি জী... বলেছেন: মাইন রানা,অমিয় উজ্জ্বল,অপরিপক্ক ..সহমত । অসাধারণ বলেছেন । এরপর ও পশুটা কোন মুখে এখানে কথা বলতে আসে । পুলিশ আর ডাকাতের বন্ধুকের ব্যবহার এর উদাহরন দিয়া যাকে ব্যাপার টা বুজাতে হয় ।সেই আবাল কিভাবে আমাদের নবীজী আর ইসলামের মত এত বড় একটা জিনিস বুজবে বলেন । এইসব আবালদের যাই বুজান না ক্যান ।ওদের জ্ঞানের সীমা ওরা যা বুজে সেই টুকুতেই থাকবে । তাই এর সাথে কথা বলে সময় নষ্ট করেন না ।
২০| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৭
মাইন রানা বলেছেন: @ ( ট্রোজান হর্স )
যে ধর্মাবতারের নয় বছর বয়েসি বিবি থাকে, চৌদ্দ বিবিতে অতৃপ্ত যে ধর্মাবতার গনিমতের মাল ভোগে উন্মাদ হন
এই মন্তব্য করে একজন আল্লাহর রাসুল (সঃ) ও পৃথিবীর সমস্ত মুসলিমদের প্রিয় নবী (সঃ) কে ও তাঁর বিবিগনকে অপমান করেছেন তা কোন মানুষের কাজ হতে পারেনা। এটা স্পষ্ট ইবলিশ শয়তানের চেয়ে জগন্য নিকৃষ্ট কাজ।
আল্লাহর রাসুল (সঃ) তাঁর বিবি গনের সাথে যেরকম আচরণ করতেন এবং তাঁদের মধ্যে যে সম্পর্ক্য ছিল তা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আদর্শ ও অনুসরনীয়। আল্লাহর রাসুল (সঃ) এর সকল বিবিরা রাসুলের সাহাবী পর্যন্ত। তাঁদের প্রত্যেকের উপর আল্লাহ রাজি ও খুশি তাই তাঁদের ও নাম বলার সময় (রাঃ) বলতে হয়।
আর আপনি আল্লাহর রাসুল ও তারা বিবি সাহাবীদের নিয়ে কি কুরচীপূর্ণ মন্তব্য করেছেন তা কট্টর কাফির থেকে কাফিরও করবে কিনা সন্দেহ।
তাই এই রকম লোকের সাথে কথা বলতেও আমার প্রচন্ড খারাপ লাগছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত ও মাফ করুক।
২১| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৯
সৈয়দ রকিবুজ্জামান ডলার বলেছেন: ট্রোজান হর্স এর কমেন্টগুলো স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে পাঠাইয়া দিলাম.... এইবার দেখি ধর্ম অবমাননা করায় তার কি শাস্তি হয়.......
২২| ১১ ই জুন, ২০১৩ রাত ৯:৩১
অপরিপক্ক বলেছেন: @মাইন রানা: তাই এই রকম লোকের সাথে কথা বলতেও আমার প্রচন্ড খারাপ লাগছে
সহমত
ভাই, আমিও দুয়া করি আল্লাহ এই পশুগুলোকে ঞ্জান দিন
২৩| ১৫ ই জুন, ২০১৩ রাত ১০:৩৩
অপরিপক্ক বলেছেন: আমিও দিলাম পাঠিয়ে [email protected]
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:০৮
( ট্রোজান হর্স ) বলেছেন: অপরাধের সাথে অপরাধীর ধর্মকে জড়ানো সহজ কাজ নয়। তবে অপরাধী কখনো কখনো অপরাধের সাথে নিজেই তার ধর্মকে জড়িয়ে ফেলে। একজন ধর্ষক যখন ধর্ষনের আগে ধর্ষিতাকে জোর পূর্বক ধর্মান্তরিত করে তখন মানতেই হবে ধর্ষকের উপর তার ধর্মের প্রভাব আছে। ধর্ষকই ধর্মীও পন্থায় ধর্ষন করে তার ধর্মকে সমালোচিত করেছে, সমলোচোকরা নয়।