![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখের সামনে যা পরে তাই নিয়ে লেখি। খুব বেশি মাথা খাটায়ে বা অনেক গবেষনা করে লেখালিখি করিনা। তবে...........
বাংলা লিখতে সবচেয়ে অহরহ আমরা যে ভুলটি করি, তা হল 'কী' এবং 'কি' এর ব্যবহার ।
ব্যাপারটি ব্যাখ্যা করতে আমাকে একটু ইংরেজির উপমা দিতে হবে ।
আমরা জানি, ইংরেজিতে প্রশ্নের দুইটি ধরন আছে, wh question এবং yes/no question ।
yes/no question এর উত্তরগুলো হয় কেবল 'হ্যাঁ' অথবা 'না' দিয়ে ।
যেমন : Will you go to school?
Ans: Yes, I will./ No, I won't.
অনুরূপ, বাংলাতেও 'হ্যাঁ' অথবা 'না' উত্তর পেতে আমরা 'কি' দিয়ে প্রশ্ন করি ।
অর্থাত্, "তুমি কি স্কুলে যাবে ?"
কিংবা, "স্কুলে যাবে কি ?"
আবার, wh question এর উত্তরগুলো হয় পূর্ণ বাক্যে ।
যেমন : where are you going now?
Ans: I'm going to school.
বাংলাতে এইরকম পূর্ণ উত্তর পেতে প্রশ্ন করতে হয় 'কী' দিয়ে ।
অর্থাত্ তুমি কী করছ ?
এছাড়া, কী ব্যবহৃত হয় আবেগ, বিস্ময় ইত্যাদি বিশেষণবাচক ইঙ্গিত বোঝাতে ।
যেমন : কী সুন্দর রূপ !
অথবা, তোমার জন্যে আমি কী না করেছি !
আমরা এক কথায় 'কি' কে 'হ্যাঁ' অথবা 'না' অর্থে ব্যবহার করে বাকি ক্ষেত্রে 'কী' ব্যবহার করতে পারি ।
অবশ্য এপ্রসঙ্গে আরো ব্যাখ্যা রয়েছে।
০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
ভবঘুরে তৌহিদ বলেছেন: সহমত সহ ধন্যবাদ।।।।
২| ০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
মুহামমদ মিনহাজ বলেছেন:
০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
ভবঘুরে তৌহিদ বলেছেন:
৩| ০৬ ই জুন, ২০১৩ রাত ৮:১৩
চুক্কা বাঙ্গী বলেছেন: কোথায় যেন শুনেছিলাম যে, বাংলায় ী কার এর প্রোয়োগ উঠে গেছে। যেমন, বিজয় সরণী না লিখে লিখা হয় বিজয় সরণি।
০৮ ই জুন, ২০১৩ রাত ৮:৪১
ভবঘুরে তৌহিদ বলেছেন: জি,
বাংলা একাডেমী নিয়ম করছে।তবে নিয়ম আছে এখনও প্রয়োগ নাই।।।
৪| ০৬ ই জুন, ২০১৩ রাত ৮:১৫
মো: আতিকুর রহমান বলেছেন: কি লিখেছেন এসব?
০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
ভবঘুরে তৌহিদ বলেছেন: কী লিখছি পড়ে বুঝেননি?
৫| ০৬ ই জুন, ২০১৩ রাত ৮:১৭
বিপুল কুমার বিশ্বাস বলেছেন: আমি বেশকিছু দিন আগে ইহা জানতে পেরেছি আমার এক বন্ধুর কাছ থেকে যে বাংলাতে পড়ে ।
ধন্যবাদ
০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০১
ভবঘুরে তৌহিদ বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৬| ০৬ ই জুন, ২০১৩ রাত ৯:০২
মামুন রশিদ বলেছেন: ভালো জিনিস জানলাম । সাথে লিংক বা রেফারেন্স দিলে আরো ভালো হত ।
০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
ভবঘুরে তৌহিদ বলেছেন: ধন্যবাদ। মুখে শোনা তাই লিংক দিতে পারলাম না।
৭| ০৬ ই জুন, ২০১৩ রাত ১১:১১
বাংলাদেশী দালাল বলেছেন:
বিষয়টা শেয়ার করায় কৃতজ্ঞ ।
++++++
০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
ভবঘুরে তৌহিদ বলেছেন: ধন্যবাদ।
৮| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কী = আপনি কী খাবেন ? ( জানতে চাওয়া হচ্ছে কোন ধরনের খাবার খাবেন )
কি = আপনি কি খাবেন ? ( জানতে চাওয়া হচ্ছে আদৌ খাবেন কিনা )
মজার না ?
৯| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৬
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো একটা বিষয় তুলে ধরেছেন। কী এবং কি সংক্রান্ত নিয়ে বেশ জটিলতা সৃষ্টি হয়। আশা করি অনেকের কাজে লাগবে।