নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তৌহিদের বাংলা ব্লগ

চোখের সামনে যা পরে তাই নিয়ে লেখি।

ভবঘুরে তৌহিদ

চোখের সামনে যা পরে তাই নিয়ে লেখি। খুব বেশি মাথা খাটায়ে বা অনেক গবেষনা করে লেখালিখি করিনা। তবে...........

ভবঘুরে তৌহিদ › বিস্তারিত পোস্টঃ

এখনই সময় রুখে দাড়ানোর।।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭

বাংলাদেশী হিসেবে আমরা দু:খিত ও লজ্জিত

আমরা একটি অন্ধ, অনুভূতিহীন ও বিশেষ সময়ে মুখে ললিপপ নিয়ে বসে থাকা একটি মানবধিকার কমিশন পেয়েছি।



ফেলানি হত্যাকাণ্ড

কি নির্মম!! কি পরিহাস দায়মুক্তি.!! সেদিন কাঁটাতারে ঝুলে ছিল কি শুধুই ফেলানি না সেদিন ফেলানীর সাথে ঝুলে ছিল পুরো বাংলাদেশ।

আর সেটাকে ‘জায়েজ’ করে নিল ভারত। বলল, সীমান্তরক্ষী বিএসএসএফ সদস্য অমিয় ঘোষ ‘নির্দোষ। কী পরিহাস। কী তামাশা। কী নির্মম দায়মুক্তি!

এরমধ্য দিয়ে কি সীমান্তে হত্যার বৈধতা দিল ভারত সরকার? জানান দিল, বাংলাদেশের মানুষের জীবনের কোনো মূল্য নেই।

কবে সোচ্চার হব আমরা? আর কত ফেলানী ঝুলবে?

আমরা সত্যিই এত ভীতু নাকি কোন অদৃশ্য শক্তি আমাদের প্রতিবাদ বন্ধ রেখেছে?

এখনই সময় রুখে দাড়ানোর

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি নির্মম!! কি পরিহাস দায়মুক্তি.!! সেদিন কাঁটাতারে ঝুলে ছিল কি শুধুই ফেলানি না সেদিন ফেলানীর সাথে ঝুলে ছিল পুরো বাংলাদেশ।

মিজানতো ব্যস্তা ঐশির নাবালিকাত্ব নিয়ে!!!! ফেলানির জন্য তার সময় কই????

ক্ষমতাসীনরা ব্যাস্ত মাথা নত করতে করতে ভূমিতে সেধীয়ে হলৈও আনুগত্যের পরীক্ষঅ পাশে!!!! বিডিআরের অফিসাররাই যেখানে বলির পাঠা!!!!শত ফেলানী সেখঅনে তুচ্ছ!!!

বিরোধীরা ব্যাস্ত পরাশক্তি পদলেহনে-যেনতেন ক্ষমতায় যেতে!! ফেলানীদের জন্য প্রেম নিয়ে আগুনঝড়া আন্দোলনে ক্ষমতা লাভে যে মহত্ব তা প্রয়োজন নেই!!!তারা চায় কর্পোরেট ক্ষমতারোহন!!!!!

আর বাকী রইল কে?

আপনি আমি!!! ক্ষমতাহীন আমজনতা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.