![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখের সামনে যা পরে তাই নিয়ে লেখি। খুব বেশি মাথা খাটায়ে বা অনেক গবেষনা করে লেখালিখি করিনা। তবে...........
আজকাল ভালবাসার সঙ্গে সঙ্গমটাও জরুরী
দেহের বিলাপের জন্য নয়, বিশ্বস্থতার সনদ
কারন অবিশ্বাস আজ উচু দড়ের উচু ঘরে বাসকরে।
প্রতেকটি চাওয়ার ভেতরে ক্ষুধারাম বাস করে
ক্ষুধার মধ্যে অসংখ্য জীবন,
দূভিক্ষের থাবায় অন্যপথ অন্যমন
তবে কেন একের সাথে অনেক্ষন।
তাই- সত্যি লজ্জা পাক
যতদিন ভালবাসা ততদিন সংগম,
সহজ সুখ সরল বিশ্বাস।
এরপর ঠুনকো অভিযোগে স্বস্তা ছাড়াছাড়ি
যেমন হচ্ছে, হয়, অহরহ পরকীয়া পর্যন্ত বাড়াবাড়ি।
আজকাল ক্ষুধার পূর্ণতায় বিশ্বাস বেঁচে থাক
অবেলায় বিকৃত মনের অসুখ থেকে সুন্দর রেহাই পাক,
তাই বলছি-
আজকাল ভালবাসার সঙ্গে সঙ্গমটাও জরুরী।
১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৫
ভবঘুরে তৌহিদ বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৫
নোমান নমি বলেছেন: