![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখের সামনে যা পরে তাই নিয়ে লেখি। খুব বেশি মাথা খাটায়ে বা অনেক গবেষনা করে লেখালিখি করিনা। তবে...........
আজ ৩১ মে । আমাদের ক্রিকেটের ইতিহাসের এক বিশেষ দিন। হ্যা, ঠিকই ধরেছেন, আজ থেকে ১৫ বছর আগের ১৯৯৯ বিশ্বকাপের কথাই বলছি । পাকিস্তানের বিপক্ষে সেই জয়ের হাত ধরেই রচিত হয়েছিল আমাদের নতুন দিনের পথচলা । অবাক বিশ্ব কেপে উঠলো বাঘের গর্জনে, জেনে গেল আগমনী বার্তা । । চলুন না হয় সবাই মিলে আবার ঘুরে আসি ইংল্যন্ডের নর্দাম্পটন মাঠ থেকে আরেকবার । ক্ষণিকের জন্য হারিয়ে যাই রোমাঞ্চকর সেই মুহুর্তগুলোতে । অনেক না পাওয়ার মাঝেও এই প্রাপ্তিগুলো হয়ে থাকবে চির স্বরনীয় ।
বলুনতো, জয়ের ঠিক ওই মুহুর্তে আপনারা কে কি করছিলেন ? মনে আছে ?
১১ ই জুন, ২০১৪ বিকাল ৫:১০
ভবঘুরে তৌহিদ বলেছেন: এগিয়ে যাও বাংলাদেশ
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৪ ভোর ৫:০০
সকাল হাসান বলেছেন: ৯৯ সালে খেলাটা দেখি নাই কারন খুবই ছোট ছিলাম - বয়স সবে ছয় ছিল। খেলার বুঝতামও না কিছু।
এখন বুঝি খেলাটা কি - আর বুঝি বলেই সব সময় বলি, 'এগিয়ে যাও বাংলাদেশ। ৩১ মে, ১৯৯৯ সালে যেটা শুরু করেছ - ঐটা সব সময় অব্যাহত রাখ।'