![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখের সামনে যা পরে তাই নিয়ে লেখি। খুব বেশি মাথা খাটায়ে বা অনেক গবেষনা করে লেখালিখি করিনা। তবে...........
আজ ১৮ জুলাই নেলসন ম্যান্ডেলার ৯৫ তম জন্মদিন।
শুভ জন্মদিন হে মহামানব।
ম্যান্ডেলা পৃথিবী ছেড়ে চলে গেছে কিন্তু রেখে গেছেন কি অমর বানী যা পৃথীবির শেষদিন পর্যন্ত অমর হয়ে থাকবে।
“মানুষ জাতি, ধর্ম বা বর্ণবিদ্বেষ নিয়ে জন্মায় না মানুষকে ঘৃণা করা শিখতে হয়। আর মানুষ যদি ঘৃণা করতে শিখতে পারে, তাহলে সে ভালবাসতেও শিখতে পারে, কেননা, মানুষের হৃদয়ে ভালবাসা স্বাভাবিকভাবেই জন্মায় । বেঁচে থাকাই জীবনের মূল উদ্দেশ্য নয়, আমাদের জীবনকালে অন্যদের জন্য আমরা কী করলাম সেটাই ঠিক করে বেঁচে থাকার তাৎপর্যকে। শিক্ষা হল দুনিয়া বদলের সবচেয়ে শক্তিশালী অস্ত্র । শুধু নিজের বন্ধনমুক্তিই স্বাধীনতা নয়। অন্যের সম্মান ও স্বাধীনতার জন্য কাজ করাতেই মুক্তি। বেঁচে থাকার সর্বশ্রেষ্ঠ গৌরব হল জীবনে পতনকে আটকানো নয় বরং প্রত্যেক বার পড়ার পরে উঠে দাঁড়ানো।“
শুভ জম্নদিন নেলসন ম্যান্ডেলা।
১৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৭
ভবঘুরে তৌহিদ বলেছেন: হা তাই। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫৪
আলম 1 বলেছেন: ফকির আলমগীরের গান মনে মনে গাইলাম
http://www.youtube.com/watch?v=IBKRDPzak0w