![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমেই আমার জীবনে ঘটে যাওয়া দু- একটি অভিজ্ঞতা উল্লেখ করছি।
তখন আমি ক্লাস টু কি থ্রি তে পড়ি। আমার বড় মামা ঢাকা থেকে আমার জন্য একটা শার্ট আর একটা জিন্সের প্যান্ট উপহার হিসেবে দিলেন। প্যান্টটা আমার ফিট হলেও শার্টটা বেশ ঢিলে-ঢালা হলো। আমি প্যান্ট পড়ে বাইরে বেরুতে রাজি হলেও শার্টটা পড়তে তেমন একটা আগ্রহ পোষণ করছিলাম না। কিন্তু মায়ের কড়া আদেশ- ভাই শখ করে কিনেছে, এই শার্ট পরের আজ বাইরে বেরুতে হবে! আমি অনিচ্ছা সত্ত্বেও রাজি হলাম। রাস্তায় বাবার এক কলিগের (মহিলা) সাথে দেখা। উনার সাথে আরো দু-তিনজন মহিলা ছিলেন। উনাকে সালাম দিলাম। উনি সালামের জবাব দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, "কি ব্যাপার? তোমার আব্বুর শার্ট পড়ে বেড়িয়েছ নাকি?"
শুনে উনার সাথে থাকা মহিলারা মুখ টিপে হাসতে লাগলেন।
আমার লজ্জায় "ধরনী দ্বিধা হও, আমি তন্মধ্যে প্রবেশ করি" দশা! ছোট হলেও আত্নমর্যাদাবোধ মোটামুটি ভালই ছিলো। মায়ের প্রতি অভিমানে চোখে জল এসে গেলো। কোনোমতে ঠোঁট কামড়ে সেখান থেকে পালালাম।
এর পরেও আমাকে আরো বছর দুয়েক কোথাও বেড়াতে গেলে অনিচ্ছাসত্ত্বেও আমাকে ঐ শার্টটি পড়তে হতো।
আরো বড় হয়েও এমন বিড়ম্বনায় কম পড়তে হয়নি। এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত বাবা আমার জন্য শার্ট বানাতে দিলে যতটা সম্ভব বড় আকারের শার্ট বানাতেন। উনার ধারণা ছিলো তুলনামূলক শর্ট শার্ট বাউন্ডুলে ছেলেপেলেরা পড়ে! এসব শার্ট পরে স্কুলে গেলে কিছু কিছু সহপাঠীরাও টিপ্পনি কাটতে ছাড়তো না!
এটা কেবল একটা বাস্তব উদাহরণ। একটু চেষ্টা-চরিত্র করলে এর চাইতে আরো শতগুণ ভয়াবহ উদাহরণও আমাদের সমাজে খুঁজে পাওয়া যাবে। আমাদের প্রজন্মের নিদেনপক্ষে ৬০-৭০% ছেলে-মেয়ের এ ধরনের "জেনারেশন গ্যাপজনিত" বিড়ম্বনার অভিজ্ঞতা রয়েছে। যদিও বর্তমানে এ হারটা সম্ভবত কমেছে কিন্তু সেটা যথেষ্ট নয়। আর এ জেনারেশন গ্যাপের কারণেই "টিন এজাররা" অনেক গোপনীয় কিংবা সেনসিটিভ ইস্যুতে অভিভাবকদের সাথে শেয়ার করতে না পারায় যথাযথ সল্যুশন পায় না। এতে করে সে যেমন একদিকে হিনস্মন্যতায় ভোগে তার উপর মাঝে-মধ্যে সে যথাযথ রাস্তা না পেয়ে ভুল পথে পা বাড়ায়। এর পরিপ্রেক্ষিতে টিন এজারদের মধ্যে মাদকের নেশা ও কিশোর অপরাধ এতোটা মহামারী আকারে ছড়াবার অবকাশ পেয়েছে।
তাছাড়া এর ফলে তাদের মধ্যে আত্নহত্যার প্রবণতাও আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।
এ জেনারেশন গ্যাপের ফলই হলো ঐশীরা। এ জেনারেশন গ্যাপের ফলেই পারিবারিক অশান্তিসহ প্রায় সব ধরনের পারিবারিক সমস্যার সৃষ্টি।
এভাবে চলতে থাকলে দেখা যাবে প্রায় ঘরে ঘরেই ঐশীরা জন্ম নিচ্ছে! পরে আমরে সেগুলো সামাল দিতে পারবো তো??
ইতিহাস কিন্তু বলে, "প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর…"
এখন আমার প্রশ্ন হলো এ গ্যাপ এর জন্য দায়ী কে?? আর এ গ্যাপ পূরণ করার উপায়ই বা কী??
©somewhere in net ltd.