নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গাদ্দার

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, যুক্তি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

গাদ্দার

গাদ্দার › বিস্তারিত পোস্টঃ

আওয়ামীলীগ-বিএনপির ক্ষমতাকেন্দ্রিক বর্তমান বিপরীতমুখি অনড় অবস্থানে তৈরী হওয়া সংঘাতময় পরিস্থিতির সুযোগ নিচ্ছে কারা?

১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১

* বাংলাদেশের প্রধান দুই বুর্জোয়া দল আওয়ামীলীগ-বিএনপির ক্ষমতাকেন্দ্রিক বর্তমান বিপরীতমুখি অনড় অবস্থানে তৈরী হওয়া সংঘাতময় পরিস্থিতির সুযোগ নিচ্ছে কারা?



* জামাতে ইসলাম কি এর সুযোগে নাশকতা চালিয়ে সর্বোচ্চ নৈরাজ্যকর পরিস্থিতি তৈরীর চেষ্টা করছে না?

* যুদ্ধাপরাধের বিচারে দন্ডপ্রাপ্ত নেতাদের মুক্ত করতে ও বিচারকে বানচালে কি তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে না?

* দুই দলকে সর্বোচ্চ সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দিয়ে মার্কিন সাম্রাজ্যবাদ ও দুই দলে বিদ্যমান তার দোসররা এদেশে সরাসরি সামরিক হস্তক্ষেপ এবং স্থায়ীভাবে সামরিক ঘাঁটি স্থাপনের পাঁয়তারা করছে না? (মধ্যপ্রাচ্যে মার্কিনী সামরিক হস্তক্ষেপের নমুনাগুলো কি আমরা জানি না?)

* এর পূর্বেও কি তারা বিভিন্ন অজুহাতে বঙ্গোপসাগরে নৌবহর পাঠানোর চেষ্টা চালায়নি? সেন্ট মার্টিন ও চট্টগ্রাম বন্দর কিনতে চায়নি?

* এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তার ৬০ ভাগ রণতরী মোতায়েনের ঘোষণা থেকে কি সে সরে এসেছে?

* পার্বত্য অঞ্চলের উত্তেজনা এবং রোহিঙ্গা ইস্যুকে কাজে লাগিয়ে পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার ও মিয়ানমারের কতক অঞ্চল নিয়ে মার্কিনের আজ্ঞাবহ ইজরায়েলের মতো কৃত্রিম রাষ্ট্র বানিয়ে এ অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধির চক্রান্ত থেকে কি মার্কিনীরা সরে এসেছে?

* জামাত ইসলামের পক্ষ নিয়ে মার্কিনীরা তাকে মডারেট ইসলামিক পার্টি হিসেবে কি ঘোষণা দেয়নি?

* হেফাজত নিয়ন্ত্রিত মাদ্রাসায় যেয়ে অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূত কি গোপন বৈঠক করেনি?



* বাংলাদেশের রাজনীতিতে বর্তমান অস্থিরতা ও নৈরাজ্যের প্রধানতম সুফলভোগি কি ফ্যাসিবাদি জামাতে ইসলাম ও মার্কিন সাম্রাজ্যবাদ সহ বিদেশিরা নয়?

* সকল বামপন্থীরা এ দুই প্রধান শত্রুর বিরুদ্ধে সমানভাবে সরব নয় কেনো? এমনকি আমার অনেক সহযোদ্ধাদের ভেতর এ নিয়ে এত দোদুল্যমানতা দেখছি, কিন্তু কেনো?

* দ্বিদলীয় বৃত্তের বাইরে বিকল্প রাজনৈতিক শক্তি বলয় গড়ে তোলার এটাই কি মোক্ষম সময় নয়? সিপিবি-বাসদের বিকল্প রাজনৈতিক শক্তি গড়ার উদ্যোগ কি সময়োপযোগি নয়?

* আওয়ামীলীগের ভেতর ঢুকে যাওয়া বামরা একে বলছেন বিএনপি ঘরানার জোট। আবার জামাত ইস্যুতে কিছুটা নিস্প্রভ কয়েকটি বাম দল বলছে আওয়ামী ঘরানার জোট। কিসে প্রমাণ হবে এটি প্রকৃত বিকল্প রাজনৈতিক জোট?

* বাংলাদেশের এ দু প্রকৃতির বামরা একপক্ষ আওয়ামী বিরোধীতা আবার আরেক পক্ষ বিএনপি বিরোধীতার নাম করে বাম বিকল্প করার ক্ষেত্রে অন্তরায় তৈরী করছেন কেনো? বাম গণতান্ত্রিক বিকল্প রাজনৈতিক শক্তির বলয় তৈরী না করে এরা কি আখেরে দ্বি দলীয় রাজনীতিরই এজেন্ডা বাস্তবায়ন করছেন না?



বামপন্থী প্রগতিশীল গণতন্ত্রমণা বন্ধুদের নিকট আবেদন, আসুন বিবদমান পরিস্থিতিতে দেশ রক্ষায় একে অপরের বিরুদ্ধে কাঁদা না ছুঁড়ে সকল দূর্নাম ঘুচিয়ে এক হই। ঐতিহাসিক সুযোগ সবসময় আসে না। ভুল করলে ইতিহাস কি আমাদের ক্ষমা করবে?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫

উড়োজাহাজ বলেছেন: শেষ কথাগুলোর উত্তর হচ্ছে বামদের হালে পানি নাই। বামদের বাজার শেষ। নতুন কিছু বলুন।

২| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

বিজন শররমা বলেছেন: জামাতকে নিয়ে হয়েছে এখন মহা সমস্যা । তাদের ভোটার সংখ্যা বেশী নয় । বি এন পির যে জনসমর্থন আছে তাতে জামাতের ভোট ছাড়াই তারা আওয়ামী লীগের বিরুদ্ধে জিতে যাবে । তবে জামাতের আছে জঙ্গী কর্মী, যারা কোন কোন কাজে লাগে । আবার জামাত বি এন পির জন্য যা করেছে তাতে তাদের ছেড়ে দেয়াও বি এন পির জন্য হবে অমানবিক । কিন্তু তার চেয়েও বড় কথা হলো, বি এন পি জামাতকে বাদ দেবার সাথে সাথে আওয়ামী লীগ লিখিত বা অলিখিত ভাবে তাদের সাথে নিয়ে নেবে । তিন বছর কোন দলের সদস্য থাকার বাধ্য বাধকতা বাদ দেবার এটিও অন্যতম উদ্দেশ্য ।

বিষ বৃক্ষের ফল কোন দিন ভালো হতে পারে না । আওয়ামী লীগ যে এদেশের অমুসলিমদেরকে নিশ্চয়তা দেবার মতন শক্তি বা ইচ্ছে রাখে না তারা তাদের কাজের মাধ্যমে প্রকাশ করেছে । এবার যদি বি এন পি নির্বাচন বর্জন করে তাহলে ২০০১ সালের কথা মনে রেখে কোন অমুসলিমের ভোট কেন্দ্রে যাওয়া উচিত হবে না ।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে এই নির্বাচনে বি এন পির জেতার সম্ভাবনা । এরপর বি এন পি জামাতকে নিয়ে কি করবে সেটা তাদের বিবেক । তবে জামাতের উপর আন্তর্জাতিক চাপ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে । বি এন পি জিতলে (০১) বাংলার মানুষ আগামীতে নতুন দলকে নির্বাচনের সুযোগ পাবে, আওয়ামী লীগ দলীয় ভাবে নির্বাচন করলে আর তা পাবে না । (০২) আওয়ামী লীগ এদেশে বিষবৃক্ষ রোপন করেছে দেশ তার অভিশাপ থেকে মুক্ত হতে পারবে, আওয়ামী লীগ জিতলে তা আর হবে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.