নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মস্তিষ্কের সাথে বসবাস

মুহাম্মদ তৌকির হোসেন

গভীর রাতের বুকচিরে ওঠা অদূরের ক্ষীপ্র তেজের থেকে থেকে ভেসে ওঠা আওয়াজে একটা কথাই আমার অন্তরে প্রতিধ্বনি তোলে, আমি আছি, এখানেই আছি। সামনের বইগুলো আমাকে বলতে থাকে, তুমি আছ, সত্যিই আছ, ঘুমিয়ে পড়তে পড়তে আজানের দীর্ঘায়িত স্বর বলতে থাকে, তুমি শুনছো, সত্যিই শুনছ। মেয়ে, তুমি তিনটি শব্দ বলতে থাকবে, আমি পালাতে থাকব। বুঝে নাও আমাকে।

মুহাম্মদ তৌকির হোসেন › বিস্তারিত পোস্টঃ

একটি মৃত্যু

২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫০




মৃত্যু আজ মৃতদেহরূপে আমার সামনে দাঁড়িয়ে আছে। মৃতদেহটা দেখে বিস্মিত হতে হয়। যেন একটা মাটির পুতুলের ঠোঁটদুটো অসমান্তরালভাবে ফাঁক হয়ে আছে। সেই পুতুলটার কোন মূল্যই নেই। কে বলবে এই পুতুলটা গতকালই তার ছোট্ট মেয়েটার সাথে হাসি ঠাট্টায় জম্পেশ করে তুলেছিলো না ভোলার মতো শেষ সময়গুলো? কে বলবে? কে জানতো?

মাটির পুতুলটা আমার খুব পরিচিত। আজ যখন সবাই এই রাতে কবরটার আশপাশে ভিড় জমিয়েছিলো তখন একের পর এক স্মৃতিগুলো চোখের পটে ভেসে আসছিলো।

এলাকাতে আসার পর একটা ঘটনা মনে আছে। সেটা বোধ করি দুই বছর আগের ঘটনা। সদ্যই আমরা নতুন বাড়িতে উঠবো। ক্লান্ত, পরিশ্রান্ত এই আমি তখন শীত দুপুরে বাড়িটার নিচে বসে অন্যমনস্ক চোখে যন্ত্রটার ওপর আঙ্গুল বোলাচ্ছিলাম। ভদ্রলোক তখন দুপুরের খাবারটা খেতে আসছেন। আমাকে দেখে বলে উঠলেন,

"আপনারা নতুন?"

"জি।"

"আমি আপনাদের বাসার পাশেই থাকি। তার মানে..."

"নেইবার, প্রতিবেশী। "

হেসে উত্তর দিলাম।

উনিও হাসতে লাগলেন।

"আগে আমি দুবাইতে থাকতাম। এখানে কয়দিনের জন্যে টেম্পোরারি আরকি!"

"ও আচ্ছা।"

"ঠিক আছে। পরে কথা হবে। এখন চলি?"

এ স্মৃতি মনে থাকার কথা না। থাকলো কেন? আমার ধারণা...
এ ভদ্রলোক 'আপনি' বলার মাধ্যমে আমাকে একটা বিষয় উপলদ্ধি করে দিয়েছিলেন। আমি এখন ছোট্টটি নই। বড় হয়ে গেছি। অন্যদের কাছে। নিজেরও কাছে।

সেই ভোরের সময় রাস্তাটাতে ভদ্রলোককে মনে পড়বে। রোজ সকালে নিত্য রুটিনে রোদের মধ্যে হেঁটে যাওয়ার সময় দেখতাম অসুস্থ, ধী, ক্লান্ত শরীরে এই মানুষটি কারো সাহায্যের প্রত্যাশা না করেই ছুটে যাচ্ছে। তখন আমি তাঁকে আগে আগে যেতে দিতাম। যদি অসম্মান দেখানো হয়!

ছোট্ট মেয়েটাকে জিজ্ঞেস করা হলো, তোমার আব্বু কোথায়?

সে কাঁপা কাঁপা আদুরে গলায় উত্তর দিলো, আমার আব্বু মাজারের পাশে কবরের ভেতর শুয়ে আছে। আমি আর ভাইয়া দেখতে যাব!

কি আর বুঝবে সে!

মেহমানে আনাগোনা বেড়ে গেছে ঘরটিতে। দুইদিন আগেও এদের কোন খবর ছিলো না। শোকে মূহ্যমান ঘরের মানুষগুলো যেখানে একটু ধাতস্থ হতে চায় সেখানে তাদের রান্নাঘরে ছুটতে হচ্ছে। কিচেনের টুংটাং শব্দ আর চায়ের গন্ধে আশপাশ নেশাতুর হয়ে যাচ্ছে। পায়ের ওপর পা তুলে মুরব্বিরা চা গলায় ঢালছে আর গল্প শুরু করছে এর ওর মৃত্যুর খবর।

"আরে এই হার্টের সমস্যা ঘরে ঘরে। আপনার শিমুলের কথাই ধরেন না। কে জানতো অর ভাইজির এরকম হবে!"

"আমার পাশের বাসার ভাবির মামারও একইরূপ অবস্থা। বয়স তো ছিল... "

"শোন মা, চিন্তা করবা না। চল্লিশ দিন কোন পরপুরুষ দেখবা না। আল্লাহর কাছে সাহায্য চাও। বেশী করে কোরআন শরীফ পড়বা।"

"এবার উঠি তাহলে..."

মৃত্যু মানে শোক নয়।

মৃত্যু মানে স্বার্থ মাথাচাড়া দিয়ে ওঠা।

মৃত্যু মানে গাল বেয়ে পড়া লবণাক্ত পানিবিন্দু নয়।

মৃত্যু মানে জিহ্বায় চায়ের স্পর্শ ঠেকানো।

আঙ্কেল এপারে তো হলো না, ওপারে ভালো থাকবেন।

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৪

মাঘের নীল আকাশ বলেছেন: চমৎকার!

২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩

মুহাম্মদ তৌকির হোসেন বলেছেন: ধন্যবাদ ভাই। ☺

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের অনেক বিষয়ে আরও কনশাস হতে হবে।

অবশ্য আমাদের গ্রামে দেখেছি- মৃত্যু বাড়ীতে ৪ দিন রান্নার প্রয়োজনই হতো না। আত্মীয় প্রতিবেশীরা একেক জন একেবেলার আয়োজন করতো স্ব-উদ্যোগেই!
অবশ্য এখন কর্পোরেট স্বার্থের কালচারে তেমন আছে কিনা দেখা হয় না বহুদিন।
শেষ মাকে স্থায়ী ঠিকানায় শুইয়ে এসেছি তাওতো ৯ বছর হল।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬

মুহাম্মদ তৌকির হোসেন বলেছেন: ঠিক বলেছেন ভৃগু ভ্রাতা। সেই রান্না করে বাড়িতে দেওয়ার প্রথাটা
এখনও আছে এই ইট কাঠের বিল্ডিংগুলোতে। এগিয়ে আসে প্রতিবেশীরাই বেশী। তাও যেন কেমন মেকি মেকি মনে হয়।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

টোকাই রাজা বলেছেন: আমরা সবাই জানি মৃত্যুতেই সমাপ্তি, |-)
তবুও অমরত্বর স্বাদ খুঁজি!
‪#‎হুদাই‬ :P

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৫

মুহাম্মদ তৌকির হোসেন বলেছেন: এক্কেরে ঠিক! ✌

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

ফেরদৌসা রুহী বলেছেন: সব কিছুই এখন কেমন হয়ে গেছে।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৬

মুহাম্মদ তৌকির হোসেন বলেছেন: মানুষ এখন মডার্ন হচ্ছে না? যান্ত্রিকতা না আনলে চলে?

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩১

সুমন কর বলেছেন: হুম !! ভালো হয়েছে।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৭

মুহাম্মদ তৌকির হোসেন বলেছেন: ধন্যবাদ ভাই। ☺

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৪

চাঁদগাজী বলেছেন:


প্রকৃতির নিয়ম

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৫

রক্তিম দিগন্ত বলেছেন: মৃত্যু মানে শোক নয়।

মৃত্যু মানে স্বার্থ মাথাচাড়া দিয়ে ওঠা।

মৃত্যু মানে গাল বেয়ে পড়া লবণাক্ত পানিবিন্দু নয়।

মৃত্যু মানে জিহ্বায় চায়ের স্পর্শ ঠেকানো।


বাহ! সুন্দর। ভাল লাগলো। :)

৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩০

মুহাম্মদ তৌকির হোসেন বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ☺

৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩০

মুহাম্মদ তৌকির হোসেন বলেছেন: প্রকৃতির নিয়ম তবু রেখে যায় স্মৃতি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.