নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেমন ইচ্ছে লেখার আমার ভার্চুয়াল খাতা!

দিতে পারো একশ ফানুস এনে...আজন্ম সালজ্জ সাধ একদিন আকাশে কিছু ফানুস উড়াই...

ত্রিনিত্রি

আমি প্রায় প্রায়ই হারিয়ে যাই, এর কারণ রোমান্টিকতা নয়, অলসতা। প্রবল আলস্যবোধের কারণে মাঝে মাঝে নিজেকেই নিজের খুঁজতে ইচ্ছে হয় না।

ত্রিনিত্রি › বিস্তারিত পোস্টঃ

কমিকস রিভিউঃ লাইলী

১৫ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:৫৪



ছোট বেলায় আমার একটা ধারনা ছিলো যে বড়রা কমিকস পড়ে না। তাই এখনি সব পড়ে ফেলতে হবে। সে মতবাদ অনু্যায়ী সেই আমলের চাচা চৌধরী আর বিল্লু-পিঙ্কি থেকে শুরু করে বাহাদুর বিল্লি আর বাঁটুল দি গ্রেট- যা পাই সব পড়ে ফেলার চেষ্টা করতে থাকি। কিন্তু আমার বন্ধুরা যখন ক্লাস সেভেন-এইটে কমিকস পড়া ছেড়ে দিলো; আমি আবিস্কার করলাম যে আমার তখনো কমিকস পড়তে ভালো লাগছে। বড় আর আমি এই জীবনে হতে পারলামনা; কারণ এখনো যে কমিকস যেখানে পাই সাথে সাথে তা আমার বুক শেলফে ঢোকে। আর না পারলে অবশ্যই মাথার ভিতরে।





চরিত্রের মাঝে আমার প্রিয় হচ্ছে অ্যাসটেরিক্স, টিনটিন আর স্পাইডারম্যান। যদিও ফ্যান্টম, হিম্যান, ব্যাটম্যান মায় অগ্নিপুত্র-অভয় আর লম্বু-মোটুর সব কমিকস আমার কালেকশনে আছে। তা সেসব তো বিদেশী লেখকদের। খুঁজতে শুরু করলাম দেশী কার্টুনিস্ট। বাসায় আমার জন্য কিশোর তারকালোক, শিশু আর টইটুম্বুর রাখা হতো। কিশোর তারকালোকের মাধ্যমে আমার পরিচয় হলো আহসান হাবিব আর তারিকুল ইসলাম শান্তর সাথে। পটলা ক্যাবলা আর পটকা ভাইয়ের চরম ফ্যান ছিলাম। কিন্তু আর যা পড়তাম সবই ছিলো পশ্চিম বঙ্গের। প্রায় দেড় বছর ধরে নতুন একটি চরিত্র প্রথম আলোর স্ট্রিপ কার্টুন ন্যান্সির উপরে শোভা পাচ্ছে; তা হলো বেসিক আলী। সবাই নিয়মিত পড়েন কিনা জানি না, তবে আমার বেশ লাগে। বলবো না প্রতিদিন মজার হয়, তবে দেশের সাম্প্রতিক কারনামা আর ডিজুস আমলের হালখাতা ভালোই আঁকেন কার্টুনিস্ট শাহরিয়ার।





শাহরিয়ারের সাথে আমার প্রথম পরিচয় রাইজিং স্টারের পিছনের পাতার কমিকস বাবু দিয়ে। তিনি ডেইলী স্টারের কার্টুনিস্ট। বাবু পড়ে আমার শাহরিয়ারের বাকি কাজ গুলি দেখার ইচ্ছা জাগে। পরে দেখলাম সামাজিক এবং রাজনৈতিক ছাড়াও তিনি প্রচুর আজাইরা কার্টুন আঁকেন। এই আজাইরা কার্টুনগুলি দেখতে দেখতে আবিস্কার করলাম তার রসবোধের কোন তুলনা নেই। খালেদা হাসিনার ঝগড়া থেকে শুরু করে ভ্যাম্পায়ার-এলিয়েন আর পাড়ার প্রেম-সবেতেই শাহরিয়ারের অবাধ বিচরন। তাই লাইলী যখন আমার হাতে আসে; কিনতে এক সেকেন্ডও দেরী করিনি। লাইলীর প্রকাশকাল ফেব্রুয়ারী ২০০৭। আর লেখকের মতে লাইলী খুব সম্ভবত ভাংলা ভাষায় প্রথম গ্রাফিক নভেল।





লাইলী কে?

লাইলী হচ্ছে ঢাকার এক মধ্যবিত্ত পাড়ার ২৪ বছরের এক মারদাঙ্গা, হুমায়ূন আহমেদের নায়িকা টাইপ সুন্দরী ব্যাংকার। বাবার বদলীর চাকরীর জন্য ১০ বছর ঢাকার বাইরে বসবাস করে আবার সে ঐ পাড়াতেই ফিরে আসে। এসে দেখতে পায় যে পাড়ায় এখন ভোতন মাস্তানের তান্ডব। লাইলীর বৈশিষ্ট্য হচ্ছে যে তাকে দেখা মাত্রই সবাই প্রেমে পড়ে যায়। সে ভোতন গুন্ডাই হোক আর পাড়ার মজনু মঞ্জুই হোক। কিন্তু ১০ বছর আগে আর পরের লাইলীতে বিশাল তফাৎ। এখনকার লাইলীর আছে কারাটে ব্ল্যাক বেল্ট আর জাপান থেকে শিখেছে টাইকন্ড। সুতরাং গুন্ডা-বদমাস সাবধান!!



পুরো গল্পে বার বার এসেছে ঢাকার বর্তমান আইন শৃংখলার অবস্থা। আর তাই গল্পের ভিলেন ভোতন ১০ মামলার আসামী আর ওয়ান্টেড লিস্টে থাকা সত্বেও এমপি পদের জন্য মনোনিত। শুরুতেই ভোতন গুন্ডার ডান হাত রফিক মনের ভুলে ভোতনের বাবাকেই ছিনতাই করতে বসে। গল্পে লাইলী বেশ কয়েকবার ইভ টিজিং এর শিকার হয়। তবে শাহরিয়ার এখানে লাইলীকে সিমি কিংবা তৃষা হতে দেননি। বরং পিটিয়ে গুন্ডাদের নাশ করেছে সে।





ঘটনা সংক্ষেপঃ

লাইলীকে বিয়ে করার জন্য অস্থির তোতলা ভোতন গুন্ডা। লাইলীকে চায় মামা-ভাগ্নে আরিফ-মঞ্জু আর তার ব্যাংকের কলিগ মিঃ হোৎকাও। এমনকি ভোতনের নজরের আড়ালে তার ডান হাত রফিকও লাইলীকে পাবার ইচ্ছা পোষন করে। অবশ্য লাইলীর পছন্দ সফটওয়ার ইঞ্জিনিয়ার আরিফকে। আরিফ লাইলীর বাসায় মঞ্জুর বিয়ের প্রস্তাব নিয়ে গিয়ে নিজেই লাইলীর প্রেমে পড়ে। কিন্তু লাইলীর মারদাঙ্গা মূর্তি দেখে ভয়েই আরিফ কিছু বলতে পারেনা। নিজের মামার এমন বিশ্বাসঘাতকতা সইতে না পেরে ৪৯টা ছ্যাঁকা আর ৫০টা প্রেমের ইতিহাস নিয়ে মঞ্জু যায় আত্মহত্যা করতে। কিন্তু সে ডিজুস জেনারেশন। আর তাই ২ দিনে সব ভুলে গিয়ে প্রেম করা শুরু করে লাইলীর বোন শীবার সাথে। ভোতন নিত্য নতুন চাল চালতে থাকে। একবার বাসায় প্রস্তাব নিয়ে গিয়ে দাবড়ানি খায়; আরেকবার লাইলীকে তুলে আনতে গিয়ে চোরনি লায়লাকে তুলে এনে বিয়ে করে বসে। শেষ পর্যন্ত ভোতন চায় লাইলী আর আর তার বোন শীবা দুইজনকেই বিয়ে করতে। ক্লাইমেক্সটা বাদ রাখলাম! মারামারিতে হিরোর চাইতে হিরোইন বেশী পারদর্শী। পুরো কমিক্সে ডায়ালগ আর ছবিতে রসের ছড়াছড়ি। যদি কেউ ডায়ালগ নাও পড়েন, ছবি দেখেই মুখে হাসি ফোটার কথা।





বইটি সম্পর্কে লেখক বলেছেনঃ

এই গল্পে কোনো প্লট নেই। তবে আছে বিভিন্ন উদ্ভট চরিত্র যাদের মনে হবে কোথায় যেন দেখেছি। কারণ এর পটভূমি বর্তমান ঢাকা।

এই বইয়ের কুফলঃ এটা পড়ে কিছু বিটলা বুদ্ধি ছাড়া কিছুই শিখতে পারবেন না।;)

এই বইয়ের সুফলঃ এটা পড়লে ব্লাড প্রেশার বাড়বে না। বার বার ঘুমিয়ে পড়বেন এবং এতে স্বাস্থ্যের উন্নতি হবে।:)



আমার কথাঃ

বইটা একবার অবশ্যই চোখ বুলানো উচিত। বিশেষ করে বিটলা বুদ্ধি যাদের মাথায় কচকচায়। তবে আদর করে ছোট ভাই বোনদের যেন কিনে দিতে যাবেন না। কমিকস হলেও আমার মনে হয়েছে এটা ১৪+।



****************************

এক নজরে বইটিঃ

লাইলী বাই শাহরিয়ার

ধরনঃ রঙিন গ্রাফিক্স নভেল।

পৃষ্ঠা সংখ্যাঃ ৯৬

প্রকাশকঃ পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড

মূল্যঃ ১২০টাকা।

****************************



পুনশ্চঃ এটা আমার লেখা প্রথম কমিক্স/বুক রিভিউ। অনেক খুঁজেও লিঙ্ক পেলাম না। সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। কেউ এটার লিঙ্ক পেলে প্লিজ শেয়ার করেন।



শাহরিয়ারের আঁকা দুইটা কার্টুনঃ









মন্তব্য ১৬২ টি রেটিং +২৫/-০

মন্তব্য (১৬২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:৫৮

মারভিন বলেছেন: Click This Link

১৫ ই জুন, ২০১১ রাত ৮:০০

ত্রিনিত্রি বলেছেন: ভাই এইটা কি দিলেন :-* :-* :-* আমি তো ভাবলাম আপনি লাইলীর লিঙ্ক দিলেন। :| :|

২| ১৫ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:৫৮

মারভিন বলেছেন: Click This Link

১৫ ই জুন, ২০১১ রাত ৮:০১

ত্রিনিত্রি বলেছেন: /:) /:)

৩| ১৫ ই জুন, ২০১১ রাত ৮:০১

অরিত্রো বলেছেন: ডেস্টিনির শুয়াররা এবার স্কুল শিক্ষকদের উপর হামলা করল

Click This Link

১৫ ই জুন, ২০১১ রাত ৮:১৩

ত্রিনিত্রি বলেছেন: ভাই কিছু মনে করবেন না। যে যেটা পড়ার, নিজ আগ্রহেই খুঁজে পড়ে। এভাবে গিয়ে লিঙ্ক পোস্টানোর কোন মানে হয় না।

ধন্যবাদ।

৪| ১৫ ই জুন, ২০১১ রাত ৮:০৪

পাহাড়ের কান্না বলেছেন: আমিই মনে হয় একমাত্র মানুষ যে জীবনেও কোন কমিকস পড়িনাই :||

১৫ ই জুন, ২০১১ রাত ৮:০৮

ত্রিনিত্রি বলেছেন: বলেন কি? এমনকি চাচা চৌধরীও না?

লাইলী পড়ে দেখেন। :P :P

৫| ১৫ ই জুন, ২০১১ রাত ৮:১১

টিনটিন` বলেছেন: চরিত্রের মাঝে আমার প্রিয় হচ্ছে অ্যাসটেরিক্স, টিনটিন :#) :D :) B-) :!> :#> :P আর স্পাইডারম্যান।

ছোটবেলায় আমিও প্রচুর কিশোর তারকালোক (শেষের পাতাগুলোয় একটা হরর কার্টুন থাকতোই), কিশোর পত্রিকা পড়তাম।

আমার কথাঃ
বইটা একবার অবশ্যই চোখ বুলানো উচিত।

@
এই কাটুন পবো কোথায়? আপনার গুলো ধার দিবেস কিনা বলেন। X(

রিভিউ সুন্দর হয়েছে। এগিয়ে যান। পরেরবার আপনার প্রিয় চরিত্র টিনটিন :#> কে নিয়ে রিভিউ চাই। :)

১৫ ই জুন, ২০১১ রাত ৮:১৮

ত্রিনিত্রি বলেছেন: হাহাহা, হু সে তো বুঝতেই পারছি। আপনারো প্রিয় চরিত্র টিনটিন। আমি কিন্তু আগেই বলেছি, আমাকে অনেকেই টিনটিন ডাকে। এমনকি আমি যখন ব্লগে রেজিঃ করি, প্রথমে টিনটিন নামেই করতে চেয়েছিলাম, কিন্তু শুধু টিনটিন না পাওয়ায় আমার পুরানো নিকে ফেরত গিয়েছি। 8-| 8-|

লাইলী আমি নিজ দায়িত্বে আমার তিনজন ফ্রেন্ডকে উপহার দিয়ে পড়াইছিলাম, কারণ পরীক্ষার মাথা নষ্ট পড়াশোনার সময় এই বই ব্যাপক উপকারী। :P :P সুতরাং কিনে ফেলুন। সবার কাজে আসবে। =p~ =p~

হু, তা ধার দিতে পারি। কিন্তু আপনার আবার মার্ক টোয়েনের মত সমস্যা নেই তো? :P :P

টিনটিনের তো হাজার খানেক রিভিউ আছে। ;) ;) একারনেই দেশী কার্টুনের রিভিউ লিখছি। অনেক ধন্যবাদ। :)

৬| ১৫ ই জুন, ২০১১ রাত ৮:১৩

টিনটিন` বলেছেন: আমার পছন্দ:
১. টিনটিন
২. ফ্যান্টম
৩. ব্যাটম্যান
৪. চাচা চেীধুরী
৫. বাটুল দ্যা গ্রেট
৬. নন্টে ফন্টে

আপনি কিন্তু আহসান হাবীবের কমিক্স গুলো পড়তে পারেন। অসাধারন।

১৫ ই জুন, ২০১১ রাত ৮:২৪

ত্রিনিত্রি বলেছেন: আমার হচ্ছেঃ
১। টিনটিন
২। অ্যাসটেরিক্স
৩।স্পাইডারম্যান
৪। আর্চি
৫। বিল্লু
৬। নন্টে ফন্টে।

হু পড়েছি বেশ কিছু, পটলা ক্যাবলা বেশী পছন্দ ছিলো। উনার কৌতুকের কমিকস ও কিনেছি। আমি আসলে যা কমিকস পাই সবই পড়ি। :)

৭| ১৫ ই জুন, ২০১১ রাত ৮:২৩

মানুষ হীন কেউ বলেছেন: ছোট কালে দেখতাম বাসায় মাঝে মাঝেই চাচা বা বিল্লু নতুন নতুন কমিক্স। হাতের কাছে পেতাম তাই পড়তাম। ঐটা সেই টু তে উঠার আগের কাহিনি। টুতে উঠে কমিক্স থেকে ডিরেক্ট উপন্যাসে চলে যাই। :#>

১৫ ই জুন, ২০১১ রাত ৮:৪২

ত্রিনিত্রি বলেছেন: ক্লাস টু??? :-* :-* :-* কি সর্বনাশ! আমি তো ইন্টারেও চাচা চৌধরী কিনেছি।

এখন আবার নতুন করে পড়ে দেখেন তো কেমন লাগে! :) :)

৮| ১৫ ই জুন, ২০১১ রাত ৮:২৭

জনদরদী বলেছেন: @ পাহাড়ের কান্নাঃ একা একা দুঃখ কইরেন না । আমিও আপনার সাথে আছি । :(( :(( :((

কান্তে কান্তে আমার চোখের পানি শেষ আপনার তো পানি শেষ হবে না । ;) ;)

১৫ ই জুন, ২০১১ রাত ৮:৫৩

ত্রিনিত্রি বলেছেন: আপনারো একই অবস্থা?

(মাথা চুলকানোর ইমো) খালি কি আমি একাই কমিক্সের ভক্ত নাকি? :||

৯| ১৫ ই জুন, ২০১১ রাত ৮:২৮

সায়েম মুন বলেছেন: কমিকস পড়তে গেলে আমার ঘুম পায়। পড়তে গিয়া মাঝে মাঝে ইচ্ছে করে হাসার চেষ্ঠা করি। তাও হাসি আসে না। তবে ঘুমের মহৌষধ হিসেবে ব্যবহৃত হতে পারে। :P

লাইলী কাহিনী পড়ে তো বখাইট্টা লেডী ছবির কাহিনী মনে পড়লো। B-))

১৫ ই জুন, ২০১১ রাত ৮:৫৫

ত্রিনিত্রি বলেছেন: কমিকস পড়তে গেলে ঘুম পায়??? :-* :-* মারা গেলাম। :(

হু, এই কমিক্সে তো লেখক নিজেই বলছেন ঘুমের ওষুধ।

তা একটু বখাইট্টাই বটে। B-)) B-))

১০| ১৫ ই জুন, ২০১১ রাত ৮:৩০

পাহাড়ের কান্না বলেছেন: চাচা ভাতিজা কোনটাই না :((

১৫ ই জুন, ২০১১ রাত ৮:৫৮

ত্রিনিত্রি বলেছেন: :| :| কিছু বুঝিনাই।

১১| ১৫ ই জুন, ২০১১ রাত ৮:৩৫

জিসান শা ইকরাম বলেছেন:
কমিকস রভিউ কি সামুতে আর কেউ লিখেছেন ? আমি তো আর দেখিনাই।

লেখাটা পড়ে বেশ মজা পেলাম। ব্লাক বেল্ট সাবধান:)
ব্লগারেরও ব্লাক বেল্ট আছে নাকি ? :)

১৫ ই জুন, ২০১১ রাত ৯:০০

ত্রিনিত্রি বলেছেন: আমি তো আরো একটা লিখবো বলে ঠিক করেছি। কমিকসেরো রিভিউ দরকার। :) :)

আমার তো ব্লাক, ব্রাউন, ব্লু, হোয়াইট সওওওওওওওওব বেল্ট আছে। =p~ =p~ =p~

১২| ১৫ ই জুন, ২০১১ রাত ৮:৪১

চশমখোর বলেছেন: আমি ছুডুবেলায় অনেক কমিকস্ পড়তাম। দিন দুনিয়া আন্ধার বানাইয়া ফেলতাম কমিকস্ পইড়া।

পোষ্ট ভালো লাগছে। :)

১৫ ই জুন, ২০১১ রাত ৯:০১

ত্রিনিত্রি বলেছেন: অনেক ধন্যবাদ!

এখন আর পড়েন না কেন? এখনো আন্ধার করে ফেলেন! :) :)

১৩| ১৫ ই জুন, ২০১১ রাত ৮:৪৬

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: পড়া হতো তবে অনিয়মিত। মানে সামনে পাইলেই পড়া আরকি।




দারুন পোষ্ট। ভিন্নমাত্রার পোষ্ট।

১৫ ই জুন, ২০১১ রাত ৯:০৫

ত্রিনিত্রি বলেছেন: এখন তো আর আগের মত কিনতেও পারিনা। কমিক্সের দাম বেড়ে মাথার ১০ হাত উপরে উঠছে। একেকটা আর্চি ডাবল এখন ২১০টাকা। :(( :((

ভালো লাগার জন্য ধন্যবাদ।

১৪| ১৫ ই জুন, ২০১১ রাত ৮:৪৭

মাইশাআক্তার বলেছেন: কমিকস পড়ে নাই এমন কোনো মানুষ আছে নাকি? সবগুলোই পড়েছি :D

মারভিন ভাইয়ের মাথা এখনও ঠিক হয়নাই, আফসোস :(

১৫ ই জুন, ২০১১ রাত ৯:০৭

ত্রিনিত্রি বলেছেন: যাক, একজনকে পাইলাম আমার মত কমিক্স ভক্ত!!!! :) :) :)

মারভিন ভাইএর কি হয়েছে? :|

১৫| ১৫ ই জুন, ২০১১ রাত ৮:৪৯

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: শাহারিয়ারের কার্টুন প্রায়ই রস-আলোতে দেখি....
এক সময় এই শাহারিয়ারের সাথে আর.জে শাহারিয়ার শরীফকে মিলিয়ে ফেলেছিলাম ....পরে অবশ্য ভূল ভাঙ্গে....

তাছাড়া ছোট বেলায় ডায়মন্ড কমিকস্‌ এ পোকা ছিলাম বলতে পারেন, ডাইজেস্ট থেকে শুরু করে ছোট কমিকস বুক কোনটাই বাদ রাখতাম না....
বিশেষ করে

☢ চাচা চৌধুরী আর সাবু(চাচা চৌধুরীর বুদ্ধি কম্পিউটারের থেকেও প্রখর!!!) =p~ =p~ =p~
☢ ফ্যান্টম ☠
☢বিল্লু
☢পিঙ্কি ∞
☢ রমন
☢টিনটিন
☢অগ্নিপুত্র....আরো অনেক ...সবগুলো নাম মনে করতে পারছি না...


এই যেমন...




নস্টালজিক করে দিলেন





আফটপিক:লাইলি কি আপনার প্রিয় কার্টুন চরিত্র???

১৫ ই জুন, ২০১১ রাত ৯:১৪

ত্রিনিত্রি বলেছেন: আগে অঃটঃ এর উত্তর দিই। লাইলী পড়ে আমার খুবই মজা লাগছে এবং আমি বইটা না হলেও ৪০/৫০ বার পড়েছি কিন্তু লাইলী আমার অবশ্যই প্রিয় না। আমার প্রিয় হচ্ছে, টিনটিন, অ্যাসটেরিক্স আর স্পাইডি। আরো অবশ্য সবই পড়ি।

হু, আমি তো আরো সব কিনতাম।
*চান্নী চাচী
*শ্রীমতিজী
*হি-ম্যান
*অগ্নিপুত্র-অভয়
*লম্বু-মোটু
*চিম্পু
আরো কয়েকটা আবজাবের নাম ভুলেছি।

লাইলী নিয়ে লেখার কারণ হচ্ছে আমরা বাংলা কমিক্স যা পড়তাম সবই কিন্তু ছিলো পশ্চিম বঙ্গের। এক তারিকুল ইসলাম শান্তর পটকা ভাই আর আহসান হাবিবের পটলা-ক্যাবলা ছাড়া তেমন কিছু পেতাম না। একারনেই লিখা। :) :)

আপনার কমিকসের জন্য অনেক অনেক ধইন্যা। পড়ে আবার মজা পাইলাম! :) :)

১৬| ১৫ ই জুন, ২০১১ রাত ৮:৫০

রিয়েল ডেমোন বলেছেন: কমেন্টে সবাই লিন্কু মারতেসে, ভাবতেসি আমিও একটা মারবো কি না :P :P :P


পড়লাম, ভালো রিভিও লিখেছেন, আমি চাচা চৌধুরি ছারা অন্য কোন কমিকস পড়ি নাই। আসলে তেমন একটা ইনটেরেস্ট ছিলো না।

১৫ ই জুন, ২০১১ রাত ৯:১৭

ত্রিনিত্রি বলেছেন: অনেক ধন্যবাদ লিঙ্কু না মারার জন্য। :P :P প্রথম টা দেখে ভাবসি লাইলী। দৌড়ে গেলাম, গিয়ে দেখি কিস সফটওয়ার। /:) /:) /:)
ইশ, লাইলীর লিঙ্ক পেলে আপনাকে দিতাম। এইটা কিন্তু ফান পোস্টের মতই।
:P :P

১৭| ১৫ ই জুন, ২০১১ রাত ৮:৫২

মেঘলা মানুষ বলেছেন: শাহরিয়ারের হিউমার আমার কাছে অসাধারণ লাগে।
আমি ই-প্রথম আলোতে ঢুকে বেসিক আলি পড়ে, আর কিছু না পড়েই ঐ ট্যাব বন্ধ করে দিয়েছি- এটা প্রায়ই করি।

আপনাকে ধন্যবাদ, শেয়ার করার জন্য।

১৫ ই জুন, ২০১১ রাত ৯:১৮

ত্রিনিত্রি বলেছেন: আমার কাছেও!!!! আরেকজন শাহরিয়ারের ফ্যান পেয়ে খুবই ভালো লাগলো। আমি তো শাহরিয়ারের সব বই কিনে ফেলেছি। আর বেসিক আলি নিজেই পেপার থেকে কেটে কেটে প্রথম ১ বছরের সব গুলি নিয়ে তিনটা বই বানিয়েছি। :) :) :) এখন অবশ্য বেসিক আলি কিনতে পাওয়া যায়। তাই আর কাটি না পেপার থেকে।

আপনাকেও অনেক ধন্যবাদ!

১৮| ১৫ ই জুন, ২০১১ রাত ৮:৫৫

আধ্যাত্মিক Babu বলেছেন: কমিকসে সেরা হল জাপানী কমিকস। সাধারনত মাঙ্গা বলে তাদের। চাইলে পরতে পারেন। দেখবেন শুরু করার পর আর থামতে চাবেন না। এখানে http://mangastream.com/ প্রতি সপ্তাহে নতুন পর্ব বের হয়। তবে আগের গুলো না পরলে কোন কাহিনী কিছুই বুঝবেন না

১৫ ই জুন, ২০১১ রাত ৯:১৯

ত্রিনিত্রি বলেছেন: মাঙ্গা পড়েছি বেশ কিছু। তবে রেগুলার না। অনেক ধন্যবাদ লিঙ্ক দেয়ার জন্য। এখনি যাচ্ছি! :)

১৯| ১৫ ই জুন, ২০১১ রাত ৯:০২

আধ্যাত্মিক Babu বলেছেন: আগের পর্ব সহ পড়তে http://www.mangakong.com এ যেতে পারেন।

১৫ ই জুন, ২০১১ রাত ৯:৪৮

ত্রিনিত্রি বলেছেন: ভাই, অনেক অনেক ধন্যবাদ। সেরাম সাইট!!! :) :)

২০| ১৫ ই জুন, ২০১১ রাত ৯:২৩

মেঘলা মানুষ বলেছেন: @আধ্যাত্মিক Babu: একটা প্রশ্ন ছিল: এই manga থেকেই কি anime ধারাটা এসেছে?

১৫ ই জুন, ২০১১ রাত ৯:৪৬

ত্রিনিত্রি বলেছেন: আমার মনে হয় তাই। অ্যানিম চ্যানেল তো পুরাটাই মাঙ্গা কার্টুনের উপরে। তবে বাবু ভাই কি বলেন দেখি।

২১| ১৫ ই জুন, ২০১১ রাত ৯:৩৯

আহমেদ আরিফ বলেছেন: ঘটনা সংক্ষেপে তে =p~ =p~ =p~ =p~ =p~

১৫ ই জুন, ২০১১ রাত ১০:১৬

ত্রিনিত্রি বলেছেন: বইটা পড়ে ফেলেন! পুরোটাতেই =p~ =p~ =p~

২২| ১৫ ই জুন, ২০১১ রাত ৯:৪৫

মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: লাইলীকে কেমনে পামু?? আমার এলাকার লাইব্রেরীতে খুজলাম পাইলাম না।

১৫ ই জুন, ২০১১ রাত ১০:১৯

ত্রিনিত্রি বলেছেন: সে কি!!! লাইলী তো সবখানেই পাওয়ার কথা। আমি অবশ্য কিনেছিলাম আজিজ সুপার থেকে। কিন্তু সিলেট গিয়ে ঐখানের এক লাইব্রেরীতেও দেখছি। পাঞ্জেরী প্রকাশনির তো; আপনি নরমাল গাইড বই আর পড়ার বই এর দোকানেও পেতে পারেন।

না পাওয়া গেলে পাঞ্জেরী কে মাইনাস! X(

২৩| ১৫ ই জুন, ২০১১ রাত ১০:০১

সাধারণী বলেছেন: গতকালই পড়লাম টিনটিনের একটা পর্ব। :)

তবে আমার প্রিয় কমিকসগুলোর মধ্যে যেটার নাম এখানে দেখলাম না তাহলো লরেল-হার্ডি

১৫ ই জুন, ২০১১ রাত ১০:১৮

ত্রিনিত্রি বলেছেন: লরেল-হার্ডি যে পড়িনি। এই জন্য নাই। :( কার লিখা বলুন তো। যদি আপনার কাছে কোন জাতীয় লিঙ্ক থাকে প্লিজ এখানে একটু দেন। আমি অবশ্যই একটা অন্তত পড়ে দেখতে চাই।

অনেক ধন্যবাদ। :)

২৪| ১৫ ই জুন, ২০১১ রাত ১০:১৬

ইলুসন বলেছেন: আপু তোমার পোস্টে ঢুকতে এখন ভয় লাগে, এত ফ্যান তোমার! আমাগো আর বেইল নাইগা! :((

আমার চাচা চৌধুরী, ফ্যান্টম, বিল্লু, পিঙ্কী, হী ম্যান, ডায়নামাইটের সব বই আমার খালাত ভাইরে গিফট করছি। :|

১৫ ই জুন, ২০১১ রাত ১০:২৩

ত্রিনিত্রি বলেছেন: কি যে বলো তুমি কোনো ঠিক নাই! ফ্যান??? :|| :||

তা হাসপাতালে আসো, দেখি বেইল দেয়া যায় নাকি :P :P

:-/ :-/ :-/ সব গিফট করে দিছো? ইশ, দুঃখ পাইলাম। আমি আমারগুলা কাউরে দেই নাই। সব বান্ধায়ে রেখে দিছি।

হু, আরেকটার নাম মনে করিয়ে দেয়ার জন্য ধইন্যা।

ডায়নামাইট। যদিও খুব একটা ভালো না।

২৫| ১৫ ই জুন, ২০১১ রাত ১০:২০

আধ্যাত্মিক Babu বলেছেন: @ মেঘলা মানুষ, হ্যা মাঙ্গা থেকেই বেশীর ভাগ এনিমে তৈরী হয়। তবে বিদেশী কাহিনী থেকেও এনিমে তৈরী হয় । যেমন, Fullmetal Alchemist

১৫ ই জুন, ২০১১ রাত ১০:২৪

ত্রিনিত্রি বলেছেন: আমার অবশ্য এই পোকেমন আর ড্রাগন বল জি খুব বেশী ভালো লাগে না। :||

২৬| ১৫ ই জুন, ২০১১ রাত ১০:২৩

শায়মা বলেছেন: বিললু মিললু এ্যসটেরিক্স চাচা চৌধুরী সবই পড়েছি শুধু লাইলী পড়িনি কোনোদিন। এইবার পড়বো।:)

১৫ ই জুন, ২০১১ রাত ১০:৩২

ত্রিনিত্রি বলেছেন: পড়ে আপু বইলেন কেমন লাগলো!! :) :) :)

২৭| ১৫ ই জুন, ২০১১ রাত ১০:৩২

সাধারণী বলেছেন: দুঃখিত, লরেল-হর্ডির কোন লিঙ্ক নেই। তবে এটা বিদেশী কমিক, এটা মনে আছে।

http://thepiratebay.org/search/tintin/0/99/0 এই লিঙ্ক থেকে টিনটিন ডাউনলোড করতে পারেন। মনে হয় সবকটি পর্বই পাবেন। বাড়তি সুবিধা হল ইলেক্ট্রিসিটি চলে গেলেও সমস্যা নেই, যেটুকু ডাউনলোড হয়েছে তারপর থেকে আবার ডাউনলোড শুরু হবে।

১৫ ই জুন, ২০১১ রাত ১১:০৭

ত্রিনিত্রি বলেছেন: টিনটিন তো সব কিনেই ফেলেছি। আর ডাউনলোডের দরকার নেই। :)

তবে লিঙ্কুর জন্য ধইন্যা। যদি দরকার হয়!

২৮| ১৫ ই জুন, ২০১১ রাত ১০:৩৭

ইলুসন বলেছেন: লেখক বলেছেন:

তা হাসপাতালে আসো, দেখি বেইল দেয়া যায় নাকি


কোন ওয়ার্ডে ডিউটি? চিনব কিভাবে? :(

লেখক বলেছেন:

ডায়নামাইট। যদিও খুব একটা ভালো না।


এটা একটু বড় হবার পরে ভাল লাগত। মারদাঙ্গা টাইপ কমিক তো। সুপারম্যান, হী-ম্যান বা স্পাইডারম্যানের মত কোন সুপার পাওয়ার বা ব্যাট-ম্যানের মত টেকনোলজি ছিল না, তারপরেও সে কিভাবে সবাইকে কুপোকাত করত এটা ভাল লেগেছিল। গোলাগুলি, রক্তারক্তি ছিল, বাস্তব মনে হত বেশি। তবে কাহিনীটা বাংলা সিনেমার মত একটু, নায়কের ফেমেলীর সবাই মারা যায় আর নায়ক তার প্রতিশোধ নেয়! :P

১৫ ই জুন, ২০১১ রাত ১১:০৯

ত্রিনিত্রি বলেছেন: সেটা অবশ্য একটা সমস্যা। আমিও বা তোমারে চিনবো কি করে! আর ৬ মাস তো শেষ। এখন নতুন ওয়ার্ডে যাবো। :)

হু, সেজন্যই একটু বিরক্ত লাগতো। সিনেমা টাইপ। আর বেশ হিংস্রও ছিলো কিন্তু। বন্দুক পিস্তল তো বটেই; ঘাড় ভাঙ্গা চোখে আঙ্গুল দেয়া সহ বিশ্রী মারামারি করতো। ঐজন্যই আমার ভালো লাগতো না।

২৯| ১৫ ই জুন, ২০১১ রাত ১০:৪০

কাউসার রুশো বলেছেন: ছোটবেলায় হরেক রকম দেশী-বিদেশী কমিকস পড়লেও লাইলী পড়া হয়নি।
পরিচয় করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ :)

১৫ ই জুন, ২০১১ রাত ১১:১১

ত্রিনিত্রি বলেছেন: পড়ে দেখুন বাংলা সিনেমা টাইপ! মজার! :)

৩০| ১৫ ই জুন, ২০১১ রাত ১০:৪৯

আধ্যাত্মিক Babu বলেছেন: @ লেখক, পোকেমন আর ড্রাগন বল জি বাচ্চাদের জিনিষ, বড়োদের জন্যও বহু কাহিনী নির্ভর মাঙ্গা আছে। খুজে দেখলেই পাবেন। তবে ফ্যান্টাসি টাইপের মাঙ্গাই বেশী।

১৫ ই জুন, ২০১১ রাত ১১:১২

ত্রিনিত্রি বলেছেন: আপনার দেয়া সাইটটা খুবই জটিল। অলরেডি একটা পড়তে শুরু করেছি।

অনেক ধন্যবাদ।

৩১| ১৫ ই জুন, ২০১১ রাত ১০:৫২

মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: অবশেষে খোজ পেলাম লাইলীর। শাহরিয়ার ভাইয়ের বেশ কিছু কার্টুন দেখলেও লাইলীর কথা আজকেই শুনলাম প্রথম। সেজন্য আপনাকে ধন্যবাদ। আপনার ইন্ট্রোটা অসাধারণ, আমিও মাঝে মাঝে কোথায় যাব জানিনা ভাব নিয়ে হাটতেই থাকি এবং কিছুক্ষন পরে পা ব্যাথা নিয়ে রিকশায় করে বাসায় ফেরত আসি :!>

১৫ ই জুন, ২০১১ রাত ১১:১৫

ত্রিনিত্রি বলেছেন: আমিও মাঝে মাঝে কোথায় যাব জানিনা ভাব নিয়ে হাটতেই থাকি এবং কিছুক্ষন পরে পা ব্যাথা নিয়ে রিকশায় করে বাসায় ফেরত আস

হাহাহা, মজা পাইলাম। আমি হাঁটি কিন্তু কিছুদূর গিয়েই বিচ্ছিরি লাগতে থাকে। আকাশ বাতাস কে ফিল করবো কি। ছন্নছাড়া ভাবে হাটলে সবাই তাকায়ে থাকে। তাই হাঁটাহাঁটির ইতি। :( :(

বাহ, এরি মাঝে খোঁজ পেয়ে গেছেন? জোস!

৩২| ১৫ ই জুন, ২০১১ রাত ১১:০৭

সুস্ময় পাল বলেছেন: আমার বাবা আগে পটুয়াখালী চাকরি করত। সেখান থেকে দেড় দুই মাসে একবার আসত। বাবা আসলেই আমি পাড়ার লাইব্রেরী থেকে ১০ টাকার ১০/১২ টা বই একসাথে কিনে ফেলতাম। আমার খুবই প্রিয় ছিল সেগুলো।

তখন পড়তাম 'চাচা চৌধুরী', 'বিল্লু', পিঙ্কি', 'রমনীকান্ত" (এর নামটা ভুলে গেছি! :()। মাসে একবার আসত "কমিক ওয়ার্ল্ড"। সেখানে সব কমিকের একটা একটা গল্প থাকত। তবে বেশি মজা পেতাম সিঙ্গেলগুলো পড়ে। :)

পরে 'ফ্যান্টম', 'ব্যাটম্যান', 'স্পাইডারম্যান', 'মিকি মাউস', 'ডাক বেলি' - এগুলো পড়া হয়েছিল। পাশাপাশি 'নন্টে ফন্টে' পড়তাম; খুব মজা লাগত এটা। আর 'টিনটিন' এর ত কথাই ছিল না ... এক কথায় অসাধারণ কমিক চরিত্র এটি!


কয়েকদিন আগে বইমেলা থেকে "বাবু" সিরিজের সবগুলো কিনেছিলাম। এক কথায় দারুণ লেগেছে! অনেক সময় এমনও হয়েছে যে হাসি আমি আটকাতে পারছি না!!

বি: দ্র: :: শাহরিয়ারের সাথে আমার পরিচয় প্রথম আলোতে "বেসিক আলী" দিয়ে। এখনো 'প্রথম আলো' নিলে আমার প্রধান কাজগুলোর মধ্যে একটা থাকে এই কমিকের খোঁজ নেয়া। :D

১৫ ই জুন, ২০১১ রাত ১১:৩০

ত্রিনিত্রি বলেছেন: বাহ, আপনি যদি শাহরিয়ার ভালোবাসেন, তবে অবশ্যই উনার একটা স্টার টুনস নামে একটা সংকলন বই আছে। কিনবেন। আমি যে বইটা কতবার পড়েছি ঠিক নাই। অলস মূহুর্তে সবসময়ই বইটা উল্টাতে ভালো লাগে। :) আমিও বাংলা বাবু সব কিনেছি। কিন্তু বাংলা বাবুর চেয়ে ইংলিশ গুলি আরো মজার। আর ইংলিশে অনেক বাবু আছে, বাংলায় অনুবাদ এত করেনি সে। :( :(

আর রমনীকান্ত না, মনে হয় রমন। হু আমিও কিছু কমিক ওয়ার্ল্ড পড়েছি। কিন্তু কমিকসের সাথে আবজাব লেখাও থাকতো, ভালো লাগতো না।

লাইলী পড়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। তবে শাহরিয়ারের কিন্তু আরো দুইটা গ্রাফিক নভেল বেড়িয়েছে। সোমো-ভবিষ্যতের মানুষ আরেকটার নাম ভুলে গেছি। সোমো টা কিনেছি। বেশী একটা ভালো না।

অনেক ধন্যবাদ।

৩৩| ১৫ ই জুন, ২০১১ রাত ১১:৫১

পাহাড়ের কান্না বলেছেন: লেখক বলেছেন: বলেন কি? এমনকি চাচা চৌধরীও না

এখনও কি বুঝেননাই?? /:)

১৫ ই জুন, ২০১১ রাত ১১:৫৮

ত্রিনিত্রি বলেছেন: :#> :#> :#> টিউব লাইট হওয়ার জন্য সরি! :#> :#>

৩৪| ১৫ ই জুন, ২০১১ রাত ১১:৫৩

িনদাল বলেছেন: আমার কাসে শাহরিয়ার এর যেসব কমিকস আসে:

বাবু ১-৫

বেসিক আলী ১,২ (৩ ও মনে হয় বের হইসে)

লাইলী

কিউব( সাই ফাই টাইপ কমিকস, এবং এই প্রথম শাহরিয়ার দেখলাম
একটু বড়দের জিনিসপত্র আমদানী করসেন)



সবাই টিনটিন এর কথা বললেন, হার্জ এর কিন্তু আরেকটা কমিকস আসে, জো জেট আর জোকো। এর ডায়মন্ড কমিকস এর আরেকটা ছিল হি ম্যান, ছোট সাইজ, খুব কম পাওয়া যেত


টিনটিন ভাই: রাশিয়ায় টিনটিন পড়সেন ?

১৬ ই জুন, ২০১১ রাত ১২:০৬

ত্রিনিত্রি বলেছেন: আমার কাছেও আছে সব। কিন্তু কিউব টা কিনি নাই। শাহরিয়ারের সোমো-ভবিষ্যতের মানুষ পড়ে বেশ বিরক্ত হয়েছিলাম, তাই কিনিনাই।

জো জেট আর জোকো পড়েছি; মাত্র একটা। ভালোই। তবে টিনটিনের কিনা তুলনা নাই! :)

হু পড়েছি তো। সোভিয়েত দেশে টিনটিন। বেশ আগের বই; তখন টিনটিন দেখতেও একটু অন্যরকম ছিলো। :)

৩৫| ১৬ ই জুন, ২০১১ রাত ১২:০২

টিনটিন` বলেছেন: টিনটিন তো যা দেখেছি সবই পড়েছি প্রায়। রাশিয়ান টিনটিনটা আবার কি? লিংক আছে আপনার কাছে?জো, জেট আর জেকো পড়েছি। @ নিদাল।

১৬ ই জুন, ২০১১ রাত ১২:১১

ত্রিনিত্রি বলেছেন: ওটাও পড়েছেন আপনি। সোভিয়েত দেশে টিনটিন।

আর লিঙ্ক দেখেন ২৭ নং কমেন্টে আছে।

৩৬| ১৬ ই জুন, ২০১১ রাত ১২:১৬

কবির চৌধুরী বলেছেন: আমি কমিকস এর চরম পোকা।
বেসিক আলী বেশি জোস। শাহারিয়ার একজন জটিল সেন্স অফ হিউমার আলা পাবলিক।

আমার লিস্টি:
১। বেসিক আলী
২। অ্যাসটেরিক্স
৩।নন্টে ফন্টে
৪। আর্চি
৫। টিনটিন
৬। বেতাল

@ধন্যবাদ িনদাল। শাহরিয়ারের সব কয়টা কমিক বই সংগ্রহ করতে হবে।

১৬ ই জুন, ২০১১ রাত ১:০৭

ত্রিনিত্রি বলেছেন: বেতালের কি অনেক গুলি পর্ব নাকি? আমি তো একখান পড়েছি।

হু, শাহরিয়ার চরম হিউমার আলা পাবলিক। আমি তো বিশাল ফ্যান। কিন্তু সোমো-ভবিষ্যতের মানুষ ভালো লাগে নি। কিউব টা কিনে ফেলতে হবে।

৩৭| ১৬ ই জুন, ২০১১ রাত ১২:২২

বাদ দেন বলেছেন: লেখক বলেছেন: আমার হচ্ছেঃ
১। টিনটিন
২। অ্যাসটেরিক্স
৩।স্পাইডারম্যান
৪। আর্চি
৫। বিল্লু
৬। নন্টে ফন্টে।

আমার সাথে মিলে গেল, এখন অবশ্য জাপানী মাঙ্গাই বেশি পড়ি।
সেগুলো কিন্তু ডান থেকে বাম দিকে পড়তে হয় :-0
কয়েকটি সুপারিশ করি
১.one piece
2. bleaach
3. darkar than black
4. baccano
5. naruto
6. full metal alchemist
7. guntama


শাহারিয়ারের কার্টুন প্রথম আলোতে পড়ি ভালোই লাগে, লাইলী পাইলে পড়ুম।

১৬ ই জুন, ২০১১ রাত ১:০৯

ত্রিনিত্রি বলেছেন: অনেক ধন্যবাদ। হু বাবু ভাই এর লিঙ্ক থেকে পড়া শুরু করেছিলাম ওয়ান পিস।

অনেক ধন্যবাদ সাজেশন দেবার জন্য। মাঙ্গা আমি খুব বেশী পড়িনাই। সুতরাং আপনার সাজেশন দিয়েই শুরু করবো পড়া।

৩৮| ১৬ ই জুন, ২০১১ রাত ১২:২৫

টিনটিন` বলেছেন: মার্ক টোয়েনের মতো সামান্য সমস্যা আছে তো বটেই। তবে আপনারগুলো ফেরত দেব, কথা দিলাম। :P

১৬ ই জুন, ২০১১ রাত ১:০৯

ত্রিনিত্রি বলেছেন: ;) ;) :P :P

৩৯| ১৬ ই জুন, ২০১১ রাত ১২:৪৩

টিনটিন` বলেছেন: ২৭ নং এর লিংক ওপেন হচ্ছেনা। "সোভিয়েত দেশে টিনটিন"- ঠিক মনে পড়ছেনা। ওটোকারের রাজদন্ড না তো?

১৬ ই জুন, ২০১১ রাত ১:১০

ত্রিনিত্রি বলেছেন: উমম, এই বইটা অনেক পুরনো। সাদা-কালো টিনটিন। উহু, ওটোকরের রাজদন্ড আরেকটা বই। সোভিয়েত দেশে টিনটিনটা হচ্ছে সব চাইতে মোটা টিনটিন। আর কোথাও লিঙ্ক পেলে দিবোনি।

তবে একটু আগে আমি ওই লিঙ্ক ওপেন করে সব দেখেছি যে আছে। এখন আবার কি হলো লিঙ্কের? /:) /:)

৪০| ১৬ ই জুন, ২০১১ রাত ১:৫৪

নীরব 009 বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~


ভাল লাগাতো থাকলোই, তারপরও +++++++++++++++++ দিলাম, কেন, বলেন তো!!!



পোস্ট খুব একটা বড় হয়নি তাই। ;)

১৬ ই জুন, ২০১১ দুপুর ১২:০৯

ত্রিনিত্রি বলেছেন: ধইন্যা ধইন্যা।

কিন্তু খুশী হইও না কইলাম! আমার মাথার ক্যাড়া কিন্তু ওমনই আছে, নেক্সট পোস্ট যে আবার দুই পাতায় রাখতে পারবো এমন ভরসা নাই! :P :P :P

প্লাসের আকাল, তাই এত্ত গুলা পাইলেও কাউরে দিবো না!

৪১| ১৬ ই জুন, ২০১১ রাত ১:৫৯

টিনটিন` বলেছেন: ওই লিংকটা তোমার ওপেন হচ্ছে, এখন?

১৬ ই জুন, ২০১১ দুপুর ১২:১০

ত্রিনিত্রি বলেছেন: হাহাহা, বন্ধুদের আমরা তুমি করেই বলি। সুতরাং পরের দুইটা কমেন্ট ডেল মারলাম।

আর দেখো নীচে সাধারনী ভাই আবার লিঙ্ক দিয়েছেন।

আমি এইসব লিঙ্কের ব্যাপারে একটু অজ্ঞ। কিচ্ছু খুঁজে পাইনা। আর গুগল মামু তো এক্কেবারে আমারে দেখতারে না! :(( :(( :((

৪২| ১৬ ই জুন, ২০১১ রাত ২:০৫

শাহরিয়ার কবির ড্যানি বলেছেন: tintin, astrx, cha cho , billu, pinky porsi,
soviet ar dese te communist der pochaise tai sudhu oi boi tare minus,
baki sob tin tin ar boi re plus
akhn naruto manga portasi,

১৬ ই জুন, ২০১১ দুপুর ১২:১২

ত্রিনিত্রি বলেছেন: না না, সোভিয়েত টাও অনেক মজার। টিনটিনকে মাইনাস দেয়া যাবে না। :P :P

আমিও মাঙ্গা শুরু করেছি! :) :)

৪৩| ১৬ ই জুন, ২০১১ রাত ২:১৫

ইহতিশাম আহমদ বলেছেন: নন্টে ফন্টে আর বাঁটুল দি গ্রেট সম্ভবত আমার পড়া প্রথম কমিকস। এর পরে যেটা প্রচুর পড়েছি তা হল টিন টিন।

১৬ ই জুন, ২০১১ দুপুর ১২:৩৩

ত্রিনিত্রি বলেছেন: আমার প্রথম কমিক্স হচ্ছে পিঙ্কি। এরপরে আর বাকি সওওওওওওওওওওওওব। আর আনন্দমেলাতে আরো মজার মজার কিছু কমিক্স থাকতো অ্যাডভেঞ্চারের, ময়ূখ চৌধুরীর।

৪৪| ১৬ ই জুন, ২০১১ রাত ২:২৩

অভ্রমালা বলেছেন: শাহারিয়ারের বেসিক আলী পড়েছি। লাইলীও পড়ে ফেলব। কমিকস খুব ভালো লাগে।

১৬ ই জুন, ২০১১ দুপুর ১২:৩৮

ত্রিনিত্রি বলেছেন: হু আপু পড়ে ফেলেন। নিশ্চিত ভালো লাগবে।

৪৫| ১৬ ই জুন, ২০১১ রাত ৩:০৯

শাহরিয়ার কবির ড্যানি বলেছেন: বিললি

১৬ ই জুন, ২০১১ দুপুর ১২:৪৩

ত্রিনিত্রি বলেছেন: দেখলাম!!! আমি এই পদ্ধতি জানি! নিজে নিজে বের করছিলাম হোস্টেলে থাকতে। আমি আবার বিল্লি পছন্দ করিনা তো, ওরা কাছে আসলেই আমি এইভাবে পানি দিতাম। খেক খেক খেক।

৪৬| ১৬ ই জুন, ২০১১ রাত ৩:১৮

কামরুল হাসান শািহ বলেছেন: কমিকস ভালা পাই
লাইলী পড়ে চাই

১৬ ই জুন, ২০১১ দুপুর ১২:৪৪

ত্রিনিত্রি বলেছেন: আমিও ভালু পাই!

৪৭| ১৬ ই জুন, ২০১১ সকাল ৮:৪২

মে ঘ দূ ত বলেছেন: ব্লগে কমিকস রিভিউ এর আগে পড়েছি বলে মনে হয় না। মজা লাগলো পড়ে। আপনার সব লেখায় মজা লাগে :P। ভুতের গুলো বাদে অবশ্য। ওগুলো পড়া শেষ হয় নি এখনো। রাতে কেন যেন ভুতের কাহিনী পড়তে মন সায় দেয় না :P

কমিকস আমারও পড়তে দারুণ লাগে। আপনার রিভিউ পড়ে ইচ্ছে করছে এখুনি পড়ে, কিন্তু পাবো কই :(

শেষের ছবি দুটো অনন্য :)। শুভেচ্ছা রইলো লেখক এবং শাহরিয়ার এর জন্য

১৬ ই জুন, ২০১১ দুপুর ১২:৪৮

ত্রিনিত্রি বলেছেন: হু, দেশের বাইরে পাওয়া তো একটু মুসিবত। কিন্তু অনেক সার্চ দিয়েও কোন লিঙ্ক পেলাম না। পাওয়া সম্ভবও না মনে হয়। কারণ লাইলী নিয়ে কোন রিভিউ পর্যন্ত নাই।

ভূত কিন্তু রাতেই পড়বেন। দিনে পড়লে আর ভূত রইলো কোথায়? :P :P

আপনি নেটে বৃহঃস্পতিবার করে ডেইলী স্টারের রাইজিং স্টারে শাহরিয়ারের কার্টুন পড়তে পারেন। আমি শুধু শাহরিয়ারের জন্য আগে বৃহঃস্পতিবার করে বাসায় ডেইলী স্টার রাখতাম। দেড় বছর হলো বন্ধ। :(( :((

৪৮| ১৬ ই জুন, ২০১১ সকাল ১১:২৯

সাধারণী বলেছেন: টিনটিন` বলেছেন: ২৭ নং এর লিংক ওপেন হচ্ছেনা। "সোভিয়েত দেশে টিনটিন"- ঠিক মনে পড়ছেনা। ওটোকারের রাজদন্ড না তো?

ভাই এই লিঙ্ক ওপেন হয় কিনা দেখেন, টিনটিনের আঠারোটা পর্ব পাবেন বাংলাতে।

http://thepiratebay.org/search/banglay tintin/0/99/0


আর বেসিক আলী আর ফ্যান্টমের কোন লিঙ্ক কারো কাছে থাকলে কষ্ট করে দিয়েন।

লেখককে ধন্যবাদ লাইলীর কথা জানানোর জন্য। :)

১৬ ই জুন, ২০১১ দুপুর ১২:৪৯

ত্রিনিত্রি বলেছেন: শাহরিয়ারের কমিক্সের কোন লিঙ্ক নাই মনে হয় নেটে। কিন্তু ফ্যান্টম পাওয়া যেতে পারে। পেলে অবশ্যই পোস্ট করবো।

৪৯| ১৬ ই জুন, ২০১১ দুপুর ১২:০৪

রেজওয়ান তানিম বলেছেন: খুব ভাল লাগল আপনার রিভিউ । কিন্তু লিঙ্ক কই ?? না পাইলে পড়াই মাটি । /:) /:)

১৬ ই জুন, ২০১১ দুপুর ২:৫৫

ত্রিনিত্রি বলেছেন: লিঙ্ক তো নাই। কেউ মনে হয় দেশী কমিকস পড়তে চায় না। :( :( লিঙ্ক তো দূরের কথা, লাইলী সার্চ দিলে খালি এক ব্লগারের নাম আসে। :| :|

৫০| ১৬ ই জুন, ২০১১ দুপুর ১:৩০

টিনটিন` বলেছেন: ধন্যবাদ @ সাধারণী @ লিংকটা কষ্ট করে দেওয়ার জন্য। :)

ত্রিনিত্রি @ এই লিংকের সবগুলোই পড়া। :), মনে হয় এক সোভিয়েত দেশে টিনটিন বাদ দিয়ে আর সবই পড়া হয়ে গেছে।

১৬ ই জুন, ২০১১ দুপুর ২:৫৭

ত্রিনিত্রি বলেছেন: সোভিয়েত দেশটার দামও অনেক ছিলো। একারণে এইটা আমিও বেশ পরে পড়েছি।

আমি আবার ইবুক পড়তে পারতাম না। এখন অবশ্য দারিদ্রতার কবলে পড়ে ইবুক আর অনলাইন বুক, সবই পারি। :|| :||

৫১| ১৬ ই জুন, ২০১১ দুপুর ২:১৫

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: হেঃ হেঃ হেঃ
পইড়া ফেলসি। :)

@নীরব সাহেব: + [সহমত]

ত্রিনিত্রি: এইখানে আমার জ্ঞানটা ভাসা ভাসা। চাচা চৌধুরী আর দুই একটা ফ্যান্টম ছাড়া আমার কোন কমিক পড়া হয়নি। সংগ্রহ করা দুস্কর ছিল। কিন্ত এই জিনিসের জন্য প্রেম ছিল। প্রেমটা সম্ভবত তিন গোয়েন্দার দিকে ধাবিত হয়।

চাচা চৌধুরী কি অনলাইনে পড়া যায়?

১৬ ই জুন, ২০১১ বিকাল ৩:০১

ত্রিনিত্রি বলেছেন: বাহ, কমিকস না পড়েই লাইলী পড়ে ফেলেছেন? ভালু ভালু। :) :) :)

চাচা চৌধরী অনলাইনে দেখিনি। তবে অসামাজিক ভাই একটা পোস্ট করেছেন, সেটা দেখে রাতে একটু খুঁজা খুঁজি করেছিলাম।
সাইট টা লোড হতে সময় নিচ্ছে। কিন্তু চাচা চৌধরী আর ফ্যান্টম দুইই আছে।
Click This Link

তিন গোয়েন্দা আলাদা জিনিস। ও না পড়লে আবার মানুষ তার কৈশোর কাটায় কেমনে? :) :)

৫২| ১৬ ই জুন, ২০১১ দুপুর ২:৪২

ভুত. বলেছেন: আমি জীবনে অনেক বই পড়েছি, কিন্তু কোনদিন কমিকস পড়ি নাই :| :|

১৬ ই জুন, ২০১১ বিকাল ৩:০৪

ত্রিনিত্রি বলেছেন: :( :(
এখন শুরু করে দেখবেন নাকি কেমন লাগে? :)

৫৩| ১৬ ই জুন, ২০১১ বিকাল ৩:৪৪

বোকা ছেলে বলেছেন: এডগার রাইজ বারোজের টারজানের কথা কেউ কইলো না। /:) ছোটবেলা শুধু টারজানের জন্য ইত্তেফাক পড়তাম।

আর যেটা না বল্লেই না তা হলো, সনাতন বই/মুভি রিভিউ দেয়ার ধারা ভেঙে ত্রিনিত্রির এই কালোত্তীর্ণ কমিকস রিভিউ বাংলা সাহিত্যে নতুন ধারার সূচনা করলো। ;) :P

১৬ ই জুন, ২০১১ বিকাল ৩:৫৬

ত্রিনিত্রি বলেছেন: আই হায়, পুরাই ভুইলা গেছি! :-/ :-/ কি অবস্থা!!! মেমোরি তো লস হচ্ছে। অবশ্যই এডগার রাইজের টারজান!! শুধু যে প্রতিদিন পড়তাম তা না, আমি আমার স্বভাব সুলভ প্রতিদিন কেটে কেটে বইও বানাইছিলাম। তা সে ক্লাস টুএর কথা। সেই বই বদলী হইতে নিয়ে হারাইছে। :(( :(( এখন খালি বেসিক আলি বই আছে।

আইচ্ছা, আমি যে ডেইলী স্টার কেটে স্পাইডারম্যানের বই বানাইছিলাম ঐডা কই?? :(( :(( :(( কি মনে করাইলা তুমি এখন আমার সিলেট যাইতে ইচ্ছা হচ্ছে ওই প্যাড খুঁজতে! তোমারে চ্রম মাইনাস! X(

আর টিজ করার লিগা আরো চাইরখান মাইনাস নিয়া যাও :P :P :P

৫৪| ১৬ ই জুন, ২০১১ রাত ৯:৪২

কথক পলাশ বলেছেন: অপারেশন ব্লাড দিয়ে শুরু করেছিলাম। পরে এসটেরিক্স, টিনটিন, চাচা চৌধুরী, নন্টেফন্টে আরো কতকিছু!
ভালো লাগতো ইত্তেফাক পত্রিকায় দেয়া টারজান।

১৬ ই জুন, ২০১১ রাত ১০:৪৬

ত্রিনিত্রি বলেছেন: :) :) :) সহমত!

৫৫| ১৬ ই জুন, ২০১১ রাত ১০:০৮

বড় বিলাই বলেছেন: কমিকস পড়ার আসলেই কোন বয়স নেই। নন্টে ফন্টে তো এখনও পেলে পড়ি। যদিও প্রায় সবগুলোই পড়া, এখন শুধু রিভিশন দিই, সেটাই ভালো লাগে।

বাংলাদেশের কমিকের মধ্যে টুটু পুটু কুটু পড়তাম এক সময়। কমিক রিভিউ ভালো লাগল। বেসিক আলী আমারও খুব প্রিয়।

১৬ ই জুন, ২০১১ রাত ১০:৫০

ত্রিনিত্রি বলেছেন: টুটু পুটু কুটু তো পড়িনাই আপু! কোথায় প্রকাশ হইতো?

অনেক অনেক ধন্যবাদ। :)

৫৬| ১৬ ই জুন, ২০১১ রাত ১১:১৫

শশী হিমু বলেছেন: লাইলি এক সময়ে ডেইলি স্টারে নিওমিত দেখা হত। কিন্তু এটা বই আকারে বের হয়েছে জানতাম না।

ধন্যবাদ রিভিউ এর জন্য। সংগ্রহ করতে হবে।

আমার মতে কমিকস পড়লে টেনশন কমে।

১৬ ই জুন, ২০১১ রাত ১১:২৬

ত্রিনিত্রি বলেছেন: তাই?? ডেইলী স্টারে যে দিত, তা জানতাম না!

আমার মতে কমিকস পড়লে টেনশন কমে

কঠিন ভাবে সহমত! :) :)

৫৭| ১৬ ই জুন, ২০১১ রাত ১১:৪৮

রুদ্রপ্রতাপ বলেছেন: http://comicsbangladesh.blogspot.com/

এই লিংকে অনেকগুলি কমিকস পাবেন, বেসিক আলী সহ।

কিংবা ফেসবুকের এই পেজটাও দেখতে পারেন- Click This Link

১৭ ই জুন, ২০১১ রাত ১২:১৫

ত্রিনিত্রি বলেছেন: লাইলী অবশ্য নেই, কিন্তু চমৎকার সব কমিকস আছে!! অনেক অনেক ধন্যবাদ! :) :) :)

৫৮| ১৬ ই জুন, ২০১১ রাত ১১:৫৫

রুদ্রপ্রতাপ বলেছেন: কিংবা এইখানে- Click This Link

১৭ ই জুন, ২০১১ রাত ১২:১৫

ত্রিনিত্রি বলেছেন: ধন্যবাদ! :)

৫৯| ১৭ ই জুন, ২০১১ রাত ১২:১২

শশী হিমু বলেছেন: হা, ডেইলি স্টারের কোন একটা সাপ্তাহিক ম্যাগাজিনে দিতো। এখন দেয় কিনা জানিনা।

সহমত পেয়ে খুশি হলাম।

১৭ ই জুন, ২০১১ রাত ১২:১৯

ত্রিনিত্রি বলেছেন: :) :) :)

৬০| ১৭ ই জুন, ২০১১ রাত ১:৪১

নিয়ম ভাঙার কারিগর বলেছেন: কমিকস খুব বেশি পড়ি নাই। শুধু টিনটিন আর চাচা চৌধুরীই পড়া হয়েছে।


প্রথম আলোতে শাহরিয়ারের বেসিক আলী কার্টুনের আমি বিরাট ফ্যান! পেপারে আর কিছু পড়ি আর না পড়ি বেসিক আলী ঠিকই পড়ি! :P


কমিকস নিয়ে আপনার এই অভিনব রিভ্যিউ ভাল লাগল! :-B

১৭ ই জুন, ২০১১ দুপুর ২:২৬

ত্রিনিত্রি বলেছেন: আমিও! আর কিছু পড়ি না পড়ি বেসিক আলী ঠিকই পড়ি!

ধইন্যা পাতা নিয়া যাও!

৬১| ১৭ ই জুন, ২০১১ রাত ১:৫১

শূণ্য উপত্যকা বলেছেন: তুমি কি জাননা ব্লগে প্রথম বুক রিভিউ দিলে ঐ বই এর একটা করে কপি পাঠকদের দিতে হয়? যাই হোক অন্যরা না পেলে নাই আমার কপিটা পাঠিয়ে দিও। :P

তোমার বুক রিভিউ খুব ভাল লাগল। নিয়মিত দিও।শুধু কমিকস না অন্য বইগুলোও।

১৭ ই জুন, ২০১১ দুপুর ২:৩৩

ত্রিনিত্রি বলেছেন: তাই নিকি? :P :P :P তা তোমার কপি নিয়া যাইও যদি নেটে খুঁজে পাই। হাহাহা।

অনেক ধইন্যা। কিন্তু আমি কমিক্স বেশী ভালু পাই।

৬২| ১৭ ই জুন, ২০১১ সকাল ১১:০৮

িনদাল বলেছেন: মুহম্মদ জাফর ইকবাল কিন্তু একসময় কমিক স্ট্রিপ লিখতেন, মহাকাশে মহাত্রাস

১৭ ই জুন, ২০১১ দুপুর ২:৪২

ত্রিনিত্রি বলেছেন: তাই?? দেখিনি!

৬৩| ১৭ ই জুন, ২০১১ বিকাল ৩:২১

যাযাবর৮১ বলেছেন:
আহারে বহুদিন পরে সেই সব দিনের কথা মনে পড়ে গেলো যখন কমিকস পড়ে হাসতে হাসতে লুটুপুটি খেতাম।আমি হাসি থামাতেই পাড়তাম না।আর এখনো কার্টুন দেখে আমি এতো হাসি যে আমার ভাইগ্না ভাগ্নি আমাকে নিয়ে কি যে মজা পায়।দুষ্টু দুটো ওর মাকে ডেকে বলবে দেখছো মানি বড় মামা কি হাসা হাসে।
তবে আমার প্রিয় ছিল বাটুল দ্যা গ্রেট এবং নন্টে ফন্টে।
লেখাটার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা।

১৭ ই জুন, ২০১১ বিকাল ৪:৩০

ত্রিনিত্রি বলেছেন: যাক, লেখাটার একটা উদ্দেশ্য অবশ্যই আমার সফল হইছে। সেটা হচ্ছে, ব্লগে অনেকেই যে কমিক্স পড়ে, তা জানা হয়েছে। আমি নিজে যাবতীয় কমিকস, অ্যানিমেশন মুভি আর কার্টুনের অন্ধভক্ত। :) :)

দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে দেশী কমিক্সকে জনপ্রিয় করা। কারণ আমাদের দেশেও আজকাল চমৎকার সব কমিক লেখা হচ্ছে। কিন্তু আমরা না জানার কারণে এখনো বাংলা কমিক বলতে পশ্চিম বঙ্গের লেখকদের কমিক্সই বুঝি। আমারো প্রিয় নন্টে ফন্টে। নারায়ন দেবনাথের জবাব নেই! :)

৫৭ নং কমেন্টের সাইটে যেতে পারেন। নন্টে ফন্টের দেখলাম ৫০টার মত কমিক্স রয়েছে। চরম সাইট।

লাইলী আর শাহরিয়ারের কমিকস কে একটু ট্রাই দিয়ে দেখতে পারেন। :)

অনেক ধন্যবাদ।

৬৪| ১৭ ই জুন, ২০১১ বিকাল ৩:২৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ছোট বেলা বাটুল দ্য গ্রেট জটিল লাগত !! :-B :-B

আরো ভাল লাগত নন্টে আর ফন্টের নানান কীর্তি আর প্রাণ চাচা চৌধুরী। আর বেশী কমিক পড়তে পারিনি কারণ কেনার টাকা ছিল না, আম্মুও টাকা দিতে চাইত না, যা কিনতাম লুকিয়ে লুকিয়ে... :-B :-B :-B

১৭ ই জুন, ২০১১ বিকাল ৪:৩৩

ত্রিনিত্রি বলেছেন: হু, বাঁটুল অনেক পড়েছি। হাহাহা, মজার কমিক।

যাক বাবা, আমার আম্মু আব্বু ভাগ্যিস চ্যাও ম্যাও করতো না। নাইলে আমার কমিক পড়ার সেখানেই ইতি হতো। কিন্তু তাও অই আমলে যা ছিলো, হাল আমলে কমিক্সের দাম এত বেড়ে গেছে যে আসলেই বাবা-মারা টাকা দেবেন না কিনতে।

বাংলা অ্যাসটেরিক্স ২৮০টাকা, যেখানে আমি ইংলিশ গুলি ২০০টাকায় কিনেছি গত বছরেও। এরকম হইলে কিকরে বেশী কেনা সম্ভব?? :(

অনেক ধন্যবাদ।

৬৫| ১৭ ই জুন, ২০১১ বিকাল ৪:৪১

ছোট ভাই বলেছেন: রিভিউ অনেক ভাল লাগল ত্রিনিত্রি আপু। পোস্টটা অবশ্য গতকালই পড়েছিলাম। আজকে কমেন্ট করলাম। :)

১৭ ই জুন, ২০১১ বিকাল ৪:৫৫

ত্রিনিত্রি বলেছেন: ধন্যবাদ ছোট ভাই! :) :)

৬৬| ১৭ ই জুন, ২০১১ রাত ৯:২৮

মাহী ফ্লোরা বলেছেন: রিভিউ পড়ে মজা পেয়েছি আপু।সুযোগ পেলেই কিনে ফেলব।:D

১৭ ই জুন, ২০১১ রাত ১০:৪৪

ত্রিনিত্রি বলেছেন: পড়ে জানাইয়েন আপু কেমন লাগলো! :)

৬৭| ১৭ ই জুন, ২০১১ রাত ১০:০৯

সুফি বলেছেন: ভাল লিখেছেন !

কিছু আজাইরা কথা !:#P :

www.comicz.co.cc সাইটটি নিয়ে কিছু কথা... বাংলায় প্রকাশিত সকল কমিকসকে একসাথে করার জন্য আমরা একটি উদ্যোগ নিয়েছি। এরই মধ্যে অনেক অনেক জনপ্রিয় বাংলা কমিকস সাইটটিতে দেয়া হয়েছে।প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে। তাই তিনিত্রি আপনার কাছে অনুরোধ রইল সাইটটি সবার মাঝে ছড়িয়ে দিতে আপনি সাইটটি নিয়ে একটি রিভিউ লেখবেন।কমিক্স পাগলদের জন্য ডেডিকেটেড সাইট :D

বর্তমানে যেসব কমিকস আছে ;) :

1.চাচা চৌধুরী :#)
২। নন্টে ফন্টে
৩। বাটুল দি গ্রেট !:#P
৪। হাঁদা ভোঁদা
৫। বেসিক আলি
৬। রস আলো
৭। টিনটিন
৮। ফেন্টম
৯।ফেলুদা কমিকস
১০। উন্মাদ সহ আরও অনেক কমিকস

সাইটটির এড্রেস !:#P : www.comicz.co.cc

১৭ ই জুন, ২০১১ রাত ১০:৪৮

ত্রিনিত্রি বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

আমি আপনাদের সাইটটিতে কাল গিয়েছি। মানে, এখানে অসামাজিক ভাই আপনাদের সাইট থেক একটা চাচা চৌধরী পোস্ট করেছেন, সেখানে সাইটের অ্যাড্রেস পেয়ে চেক করতে যাই। কমিকসে আমার ব্যাপক আগ্রহ।

আপনাদের সাইটটি অবশ্যই খুবই ভালো। ইনশাল্লাহ আমি লিখবো। কারন বাংলা কমিকস আসলেই খুঁজে পাওয়া অন্তত অনেক টাফ। আমি লাইলী লেখার আগে সার্চ করে দেখলাম যে নেটে লাইলীর অস্তিত্ব শুধুমাত্র ফেসবুকের একটা গ্রুপে, যেই গ্রুপে সদস্য দুইজন এবং নাম ছাড়া গ্রুপের আর কিচ্ছুই নেই। দেখে মারাত্বক হতাশ হয়েছিলাম।

ধন্যবাদ।

৬৮| ১৮ ই জুন, ২০১১ সকাল ১১:০৯

মুহিব বলেছেন: এককালে বড় হয়েছি ভাব দেখানোর জন্য কার্টুন দেখা এবং কমিকস পড়া ছেড়ে দিয়েছিলাম। যদিও তখন ভালই লাগত। বেশ কয়েক বছর পর এই ঢংটা বাদ দিয়ে আবার পড়া শুরু করলাম কমিকস। চাচা চৌধুরী তো আছেই। সেদিনই কমিকসের ২টা বই কিনলাম। আপনি নন্টে ফন্টের কথা বললেন না?

১৮ ই জুন, ২০১১ সকাল ১১:২১

ত্রিনিত্রি বলেছেন: আমি তো আসলে রিভিউটা করেছি লাইলী আর শাহরিয়ারের উপর, তাই আর অন্য কারো কথা বলা হয় নি। নন্টে ফন্টে অবশ্যই আসবে, কমিকের নাম বললেই আসবে!!!! এটা মনে হয় সবার প্রিয়!! :) :)

অনেক ধন্যবাদ।

৬৯| ১৮ ই জুন, ২০১১ বিকাল ৫:৩০

বিভ্রান্ত পথিক ২০১০ বলেছেন: লাইলি................

১৮ ই জুন, ২০১১ বিকাল ৫:৩৮

ত্রিনিত্রি বলেছেন: কাকে ডাকেন? :) :) :) :)

৭০| ১৮ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:৫৩

বড় বিলাই বলেছেন: তারিকুল ইসলাম শান্ত'র কয়েকটা কমিক ছিল ঐ সময়, তার মধ্যে একটা ছিল টুটু পুটু কুটু, তিন ভাইয়ের গল্প।

১৮ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:৫৮

ত্রিনিত্রি বলেছেন: তাই? আপু আমি টুটু পুটু পড়িনি। :( :( শুধু পটকা ভাই পড়েছি।

অনেক ধন্যবাদ।

৭১| ১৮ ই জুন, ২০১১ রাত ১০:৫২

বিভ্রান্ত পথিক ২০১০ বলেছেন: লাইলিকে...........

১৮ ই জুন, ২০১১ রাত ১১:১২

ত্রিনিত্রি বলেছেন: ওর ভাই বিয়ে হয়ে গেছে আরিফের সাথে! ডাইকা লাভ নাই :P :P

৭২| ১৮ ই জুন, ২০১১ রাত ১১:২৩

চশমখোর বলেছেন:
ভার্সিটি থাকে এর উপর টিউশনি।

আমি প্রচুর মুভি খাওয়া দাওয়া করি।

এখন সময় পাই না। পড়মু কখন?

১৮ ই জুন, ২০১১ রাত ১১:৪২

ত্রিনিত্রি বলেছেন: অনেক জটিল প্রশ্ন! তদন্ত কমিটি ছাড়া উত্তর দেয়া যাবে না তো ভাই। ততদিন/বছর ধৈর্য নিয়ে অপেক্ষা করুন। :P :P ;) ;)

৭৩| ১৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:০৮

বিদ্রোহ_বাবু বলেছেন: কমিক বই ছাড়া আর কিছু কিনেন না আপনি?

১৯ শে জুন, ২০১১ রাত ১১:৫১

ত্রিনিত্রি বলেছেন: আমাদের দেশে একটা সূত্র আছে, জানেন তো? যারা কমিক পড়ে তারা সকল জাতীয় বইই পড়ার চেষ্টা করে, কিন্তু সব জাতীয় বই যারা পড়ে, তাদের প্রত্যেকে কমিকসে আগ্রহী নয়। :)

সুতরাং, সবই কিনি। :)

৭৪| ২০ শে জুন, ২০১১ রাত ৮:৩৮

বিভ্রান্ত পথিক ২০১০ বলেছেন: ভালো মানুষ তো আপনি!!! বিয়ে করা কাওকে কি ডাকা যায় না??? :P

২০ শে জুন, ২০১১ রাত ১০:০০

ত্রিনিত্রি বলেছেন: ভাই, যেভাবে করুন স্বরে ডাকাডাকি করছেন, লাইলী পড়লে টের পেতেন, সে কি রকম মারদাঙ্গা!!! কোন ছেলে তাকে এমনিও ডেকেছে তো আর রক্ষা নাই, পিটিয়ে তুলোধুনো! :P :P :P

আপনার ভালোর জন্যই তো বললাম! =p~ =p~ =p~

৭৫| ২১ শে জুন, ২০১১ দুপুর ১২:৪৬

বিভ্রান্ত পথিক ২০১০ বলেছেন: ধুর!! আপনার লাইলী কে কে ডাকছে?? আমি তো ডাকসি লাইলিকে !!!!!

২১ শে জুন, ২০১১ বিকাল ৩:০৬

ত্রিনিত্রি বলেছেন: এ্যা?? লাইলি টা আবার কে?? এই পোস্টে কুই তারে পাইলেন! :-* :-* :|| :||

৭৬| ২১ শে জুন, ২০১১ বিকাল ৩:৩২

বিভ্রান্ত পথিক ২০১০ বলেছেন: :P

২১ শে জুন, ২০১১ বিকাল ৩:৪৫

ত্রিনিত্রি বলেছেন: :|| :||

৭৭| ২৬ শে জুন, ২০১১ দুপুর ১২:১১

আকাশটালাল বলেছেন: লাইলীর বৈশিষ্ট্য হচ্ছে যে তাকে দেখা মাত্রই সবাই প্রেমে পড়ে যায়। সে ভোতন গুন্ডাই হোক আর পাড়ার মজনু মঞ্জুই হোক।

ইয়ে মানে, আমিও পড়ে গেসি :!> :!> :!>

২৬ শে জুন, ২০১১ দুপুর ১২:৫৪

ত্রিনিত্রি বলেছেন: :P :P রিভিউ পড়েছেন তো? জান হাতে নিয়ে কিন্তু প্রেমে পড়তে হবে লাইলীর!! আপনার জন্য শুভকামনা রইলো। =p~ =p~ :P :P ;) ;)

৭৮| ২৬ শে জুন, ২০১১ দুপুর ১:৫৭

আকাশটালাল বলেছেন: কিন্তু ১০ বছর আগে আর পরের লাইলীতে বিশাল তফাৎ। এখনকার লাইলীর আছে কারাটে ব্ল্যাক বেল্ট আর জাপান থেকে শিখেছে টাইকন্ড। সুতরাং গুন্ডা-বদমাস সাবধান!!

জ্বি, পড়েছি আপনার রিভিউ। আসল কথা হচ্ছে - To Laili,

If you are RICH, I am SINGLE :P :P :P

২৬ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৩৭

ত্রিনিত্রি বলেছেন: হাহাহাহাহা, লাইলী ভালোই রিচ, কম খারাপ না। :P :P :P

৭৯| ২৮ শে জুন, ২০১১ সকাল ১১:২৩

আধাঁরি অপ্সরা বলেছেন: ইয়েেেেেেেেেেে!!! আমি একা বাবু না!! আরেকটা বাবু পাইছি!!! ত্রিনিত্রি আপু!!! :D :D :D :D :D


আপু আমিও তোমার মত। যা পাই সব পড়ে ফেলি। সব সব সব খাই!!! :D

আমিও অনেক অনেক কমিকস পড়েছি। কারো বাসায় বেড়াতে গেলে মানুষের চোখ থাকত চা নাস্তার দিকে। আমার চোখ থাকত পেপার ম্যাগাজিন কমিকস কিংবা বইয়ের দিকে। আমার বাবা বই পড়া পছন্দ করতেন না। তাই বাসায়/স্কুলে কত কষ্ট করে যে বই পড়তাম। :( :(

তারপরও আমি অনেক অনেক কমিকস পড়েছি। চাচা চৌধুরি, বিল্ল-পিংকি, শ্রিমতী, রমন, লম্বু মটু, অশরীরী ফ্যান্টম,হী ম্যান, উন্মাদ, আলপিন, বিচ্ছু, টিনটিন.... কোনটাই বাদ নাই। সব পড়ছি। আহ! কি সব দিন ছিল!!! :-B :-B :D :D


আপি তোমার রিভিউ অনেক চমৎকার হৈছে। শাহরিয়ারের আঁকা ও লেখা আসলেই ভালো। আমি ওর যা-ই পাই পড়ে ফেলি। তবে আমি লাইলি সম্পর্কে আজ প্রথম জানলাম! :-*
পেলে পড়ব!:)

আর শেষে যে দুটো কার্টুন দিছ না... দেখে আমি তো হাস্তেই আছি আর হাস্তেই আছি!!! B-) B-) =p~ =p~

২৮ শে জুন, ২০১১ দুপুর ১:১১

ত্রিনিত্রি বলেছেন: ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।

রিভিউ এর আরেকটা উদ্দেশ্য পূরণ হলো। কমিক্সপ্রেমী যারা এখনো দেশী কমিক্স এর খোঁজ জানে না, তাদের জানানো। এটা পড়ে ফেলো। আমার মনে হয় ভালোই লাগবে। :) :) আরেকটা রিভিউ আছে আমার, গোয়েন্দা ঝাকানাকা। কমিক্সটা না পড়লে সেটাও পড়ে ফেলতে পারো। ঐটাও অনেক ভালো।

আমি আগে থেকেই কমিক্সের অন্ধ ভক্ত। এই পোস্টে অনেকের সাজেশন অনু্যায়ী এখন মাঙ্গা পড়া শুরু করেছি। এখন মাঙ্গারো প্রেমে পড়ে যাচ্ছি। অসাম কমিক।

হ্যাপী কমিক রিডিং! :) :)

৮০| ২৮ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:১৫

আধাঁরি অপ্সরা বলেছেন:
না গোয়েন্দা রিভিউ দেখি নাই। দেখব। ঐটা মাত্রই খেয়াল করলাম। ঐটা সবার আগে পড়ার দরকার ছিল! B-)

২৮ শে জুন, ২০১১ রাত ১০:৫৩

ত্রিনিত্রি বলেছেন: হাহাহা, ঐটা একদম নতুন কমিক। এই বই মেলাতে বেড়িয়েছে। :)

৮১| ১৩ ই মার্চ, ২০১২ রাত ৯:৫৩

আহমাদ জাদীদ বলেছেন: ২০০১ সালের জানুয়ারি মাসে সিদ্ধান্ত নিসিলাম আব্বুরে দিয়া প্রতি মাসে ৫টা কমিক্স কিনাব......১২ মাসে ৬০টা হওয়ার কথা......কিন্তু এই প্ল্যান পরবর্তীতে সফল হয়নাই......... :( :( :(

রিভিউ অনেক ভাল লাগল । কমিক্সগুলো পড়তে হবে......... :) :) :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭

ত্রিনিত্রি বলেছেন: আব্বু আম্মু দিয়ে কাজ হবে নারে ভাই!! আমার আম্মু তো আমাকে ছোটবেলায় দোকানে বসিয়ে চলে যেন, দোকানে বসে বসে আমি কমিক পড়তাম। কারন কমিক কিনে দিতে সবার এলার্জি।

নিজ দায়িত্বে ঘ্যান ঘ্যান করে টাকা আদায় করে কেনা শুরু করেন.। নতুবা কালেকশন হবে না। :P :P

অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.