![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি প্রায় প্রায়ই হারিয়ে যাই, এর কারণ রোমান্টিকতা নয়, অলসতা। প্রবল আলস্যবোধের কারণে মাঝে মাঝে নিজেকেই নিজের খুঁজতে ইচ্ছে হয় না।
এবারের বইমেলায় অনেকটা অপ্রত্যাশিত ভাবেই আমার প্রথম বই আসছে, ছয়টি গল্প নিয়ে ‘ভৌতিকতা’। দীর্ঘদিন ব্লগ এবং লেখালেখি থেকে দূরে ছিলাম, তারপরেও ফেসবুকে সেদিন ঢুকে অনেকের মেসেজ দেখে আনন্দে চোখে জল এল। কেউ কেউ এখনো মনে রেখেছে যে ত্রিনিত্রি নামের এক নবীন ব্লগার কিছু সময়ের জন্য ব্লগে ছিলো। সামহোয়ার ইন ব্লগ দিয়েই আমার লেখালেখির যাত্রা শুরু, সামহোয়ার ইন ব্লগের ব্লগারদের দেখেই আমি প্রথম সাহস করেছিলাম কিছু একটা লেখার; আমার যা কিছু লেখা, সবই এই ব্লগের হাত ধরেই। ভূতের গল্প লেখা শুরুও করেছিলাম এই ব্লগের ব্লগারদের অণুপ্রেরনা পেয়েই। রেজোওয়ানা আপুর কমেন্টটা এখনো মনে আছে, “আপুরা নাকি কবিতা আর প্রেম ছাড়া কিছু লিখতেই পারে না, ত্রিনিত্রি তুমি ভূত নিয়েই লিখতে থাকো”।
লেখক মাত্রেই স্বপ্ন একুশে বইমেলায় একটা বই প্রকাশের। নিজেকে লেখক বলার ধৃষ্টতা করছি না, তবে “মেঘ না চাইতেই বৃষ্টি”র মত প্রথম বই একুশে বইমেলায় যে আসছে তার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। আর ধন্যবাদ জানাই ব্লগের সবাইকে যারা আধিভৌতিক অথবা পুরো ভৌতিক অথবা কল্পনার গাছপাথর মার্কা গল্প গুলো ভালোবাসার সাথে গ্রহন করে আমাকে আরো লেখার উৎসাহ দিয়েছে।
বইটা ইনশাল্লাহ কালকে থেকে ঐতিহ্যের স্টলে পাওয়া যাবে। কমিক বইএর রিভিউ লেখা আমার একটা প্রিয় বিষয় ছিলো। নিজের বইএর রিভিউ আর লিখছি না, তবে আশা করি গল্পগুলো সবার পছন্দ হবে। ব্লগের কিছু ছোট গল্পের সাথে নতুন কিছু গল্প নিয়েই আমার “ভৌতিকতা”।
.......................................................................................................
এক নজরে বইটিঃ
নামঃ ভৌতিকতা
বিষয়ঃ বরাবরের মতই ভূত আর না বিশ্বাস করলে কিছুই না।
কাদের জন্য?: যারা বিশ্বাস করুক আর না করুক, ভয় পাক আর না পাক, অদ্ভূত কান্ডকারখানা শুনতে ভালোবাসে এবং অপরকে জমিয়ে বলতেও ভালোবাসে।
প্রকাশনীঃ ঐতিহ্য (বইমেলা স্টল ৩৪৫, ৩৪৬, ৩৪৭)
প্রচ্ছদঃ ধ্রুব এষ
পৃষ্ঠাঃ ১১২
মূল্যঃ এমন কিছুই না, অতি নগণ্য।
......................................................................................................
বইমেলায় তো আপনারা যাবেন জানিই, আশা করি একবারের জন্য হলেও ঐতিহ্যের স্টুলে ঢুঁ মেরে আমার সন্তানতুল্য প্রথম বইটি দেখবেন।
যাদেরকে বিশেষ ধন্যবাদ না জানালে আমার এ লেখা অসম্পূর্নঃ
ব্লগার গাব্রিয়েল সুমনঃ যিনি প্রথম গুদামে গিয়ে আবিষ্কার করেন যে আমার বইটা সত্যি আসছে।
ব্লগার নীরবঃ এর মত একটা ছোট ভাই থাকলে আর মানুষের কিছু লাগে না।
ব্লগার কথক পলাশঃ হারানোর পরেও যার কারণে হারাতে পারিনি, বড় ভাই এর দায়িত্ব পালন করে নিয়মিত খুঁচিয়ে গেছেন কিছু একটা লেখার জন্য।
ব্লগার টিনটিনঃ যার ব্লগ পড়ে আমি ভৌতিক কিছু একটা লেখার উৎসাহ পাই।
ব্লগার ড্যানীঃ এখনো আমাকে খোঁচায় কেন আমি থাইল্যান্ড ভ্রমন কাহিনী লেখা শুরু করেও শেষ করতে পারিনি।
ব্লগার বোকা ছেলেঃ এক বিন্দু ভূত বিশ্বাস করে না এবং ভূত কেন আমার পছন্দ তা নিয়ে চরম বিরক্ত, কিন্তু সব গল্পের প্রথম পাঠক।
যারা চরম ধৈর্য নিয়ে আমার ভৌতিক লেখা পড়েছেন এবং যাদের উৎসাহে আমার কল্পনা ডালপালা মেলে গল্পে রূপ নিয়েছেঃ
ব্লগার রিয়েল ডেমোন
ব্লগার রেজোওয়ানা
ব্লগার সুরঞ্জনা
ব্লগার সরলতা
ব্লগার জুলভার্ণ
ব্লগার রোবট ভিশন
ব্লগার মেঘদূত
ব্লগার আকাশটালাল
ব্লগার মাহী ফ্লোরা
ব্লগার সায়েম মুন
ব্লগার খুশবু
ব্লগার মাহমুদা সোনিয়া
ব্লগার শশী হিমু
ব্লগার অণুজীব
ব্লগার ইনকগনিটো ( ওরও চমৎকার একটি বই আসছে এবার)
ব্লগার কালীদাস
ব্লগার নিয়ম ভাঙার কারিগর
ব্লগার আমিনুল ইসলাম
ব্লগার ইলুসন
ব্লগার মুহিব
ব্লগার স্মৃতির নদীগুলো এলোমেলো
ব্লগার ইষ্টিকুটুম
ব্লগার পুচকে ফড়িং
ব্লগার অভ্রমালা
ব্লগার কাউসার রুশো
ব্লগার রেজোয়ান মাহবুব তানিম
ব্লগার গোলাম কিবরিয়া রনি
ব্লগার সুদীপ্ত
ব্লগার নুপুরের রিনিঝিনি
ব্লগার সাকিন উল আলম ইভান
ব্লগার দি ফ্লাইং ডাচম্যান
ব্লগার অদৃশ্য সত্তার বাক্যালাপ
ব্লগার অহন ৮০
ব্লগার নষ্টালজিক
ব্লগার বিভ্রান্ত পথিক ২০১০
ব্লগার মুহম্মদ জহিরুল ইসলাম
ব্লগার তেরো
ব্লগার পটল
ব্লগার বুড়ি২০আমি
ব্লগার এ্যরন
ব্লগার সাধারণ মানুষ
ব্লগার ছোটভাই
ব্লগার শায়েরী
ব্লগার অচেনা রাজ্যের রাজা
ব্লগার দূরদ্বীপবাসিনী_
ব্লগার মধুমিতা
ব্লগার আহমাদ জাদী
ব্লগার পাহাড়ের কান্না
ব্লগার আবদুর রহমান রোমাস
ব্লগার নষ্ট কবি
ব্লগার রিমঝিম বর্ষা
ব্লগার শিশিরের বিন্দু
ব্লগার নিদাল
ব্লগার মহাবিশ্ব
ব্লগার অভ্রমালা
ব্লগার আহাদিল
ব্লগার সকাল রয়
ব্লগার আশরাফুল ইসলাম দূর্জয়
ব্লগার বিতর্কিত উন্মাদ মানব
ব্লগার কাদা মাটি জল
ব্লগার যাযাবরমন
এবং আর সবাইকে
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯
ত্রিনিত্রি বলেছেন: অনেক ধন্যবাদ
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩
অপূর্ণ রায়হান বলেছেন: অভিনন্দন +++++ যে গল্পগুল আছে তা কি আগে ব্লগে দিয়েছিলেন ?
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬
ত্রিনিত্রি বলেছেন: সব নেই, তবে কিছু আছে।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩
ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, চমৎকার তো ।
চট্টগ্রামে পাওয়া গেলে আমি কিনে নিবো ||
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪
ত্রিনিত্রি বলেছেন: অনেক ধন্যবাদ
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ব্লগে অনিয়মিত কিংবা ছেড়ে যাওয়াদের মধ্যে আপনার লেখা খুব মিস করি।
আপনার লেখা খুবই ভালো লাগতো।
আফসোস! আমাদের বঞ্চিত করতেছেন এসব মুগ্ধকরা লেখাগুলো থেকে।।
বই এর সংবাদে খুশি হইছি।
আপনি কাল থাকবেন?
কাল ই যাবো, আপনার বইটা আর কাফকা'র গল্প কিনতে।
আপনি থাকলে ফ্রিতে একটা অটোগ্রাফ মিলে যায়
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪
ত্রিনিত্রি বলেছেন: অনেক ধন্যবাদ। হ্যাঁ, ইনশাল্লাহ কালকে আমি বইমেলায় অনেকক্ষনই থাকবো
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৩
ডানামনি বলেছেন: ওয়াও।
ফেবু তে দেখে খুবই ভাল লাগলো । একবার গিয়েছি বইমেলায়। আবারও যাব , আর যদিও ভুতের গল্প ভাল লাগেনা তবুও আমার প্রিয় ব্লগার আপুর বইটা সংগ্রহ করব।
আবার নিয়মিত পোস্ট দিন। পোস্টে +++++++++++++++++
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
ত্রিনিত্রি বলেছেন: অনেক ধন্যবাদ ডানামনি। তোমাকেও মিস করি।
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২২
নীরব 009 বলেছেন:
আপু আর কিছু বলার নেই।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
ত্রিনিত্রি বলেছেন:
৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৫
টিনটিন` বলেছেন: পরের বইমেলায় ইনশাহআল্লাহ নিজেরও একটা বই বের করবো। (যদিও আগের বইমেলাতেও একই কথা বলেছিলাম। )
অনেক অনেক শুভেচ্ছা, ত্রিনিত্রি। অনেকদিন পর আপনাকে পেলাম। আশা করি আবার নিয়মিত হবেন।
বই ভালো হবে, আমি জানি।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬
ত্রিনিত্রি বলেছেন: অনেক ধন্যবাদ টিনটিন। আপনার বই ও অনেক ভালো হবে, আমিও নিশ্চিত!
৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪
আমি তুমি আমরা বলেছেন: অভিনন্দন।
৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
সায়েম মুন বলেছেন: আপনার ক্রিয়েটিভিটি অসাধারণ। আপনার গল্প বলার ধরণ দেখলে যে কেউ এক পড়াতেই পছন্দ করবে বলে আমার বিশ্বাস। অভিনন্দন রইলো। সেই সাথে সফলতা কামনা করছি। কিছুটা হলেও ব্লগে ফেরার আহবান থাকলো।
১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮
ঘুমের বড়ি বলেছেন: এইমাত্র এটিএন নিউজে দেখলাম :-)
১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৪
আমিভূত বলেছেন: আশা করি কেনা হবে বইটি ,শুভ কামনা
১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
প্রথম গিয়ে জানলাম, লেখক আসেনি।
পরে আবার যখন গেলাম, লেখক এসে চলে গেছেন।
অতএব, অটোগ্রাফবিহীন বই কিনতে হলো।
আফসোস!!
পড়লাম পৃষ্ঠা উলটে, বেশ লাগছে।
১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ওয়াও !! দারুণ খবর !!
বিরতি শেষে একেবারে চমক নিয়েই এসেছেন দেখা যায় !! অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন !
একটা বিষয় খুব ভাল লাগছে, এবার অনেক ব্লগারের বই বের হচ্ছে...
১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৬
যাযাবর৮১ বলেছেন:
গণদাবি একটাই
আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।
আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।
ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।
১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১
যাযাবর৮১ বলেছেন:
কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)
বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।
জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।
হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।
১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩
ডানামনি বলেছেন: নিয়ে এসেছি, পড়েও ফেলেছি। আপু আপনার লেখা পড়েই প্রথম ভুতের বই কিনলাম। আরও বই চাই। এরপর ভ্রমণ কাহিনীগুলো আশা করছি এবং জলদি জলদি। আর ব্লগ এ নিয়মিত না হলেও এভাবে হারিয়ে যাবেন না, মাঝে মাঝে উঁকিঝুঁকি দিয়েন।
০৯ ই জুন, ২০১৩ ভোর ৬:১৩
ত্রিনিত্রি বলেছেন: কেমন আছেন ডানামনি!!!! হু এই যে উঁকি ঝুঁকি দিতে এসেছি! অনেক ধন্যবাদ।
১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩
rashu905 বলেছেন: ব্লগে নিয়মিত দেখতে চাই । কোথায় যে হারালেন !! সিলেটে কথায় পাওা যাবে ?
০৯ ই জুন, ২০১৩ ভোর ৬:১৩
ত্রিনিত্রি বলেছেন: হায় যদি সিলেটে পাত্তা পাওয়া যেতো ভাই আমি একটু দেশে বাইরে এসে পড়েছি।
১৮| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৮
অহন_৮০ বলেছেন: আপনাকে পাওয়া যায় না কেন?????????????????????????????/
০৯ ই জুন, ২০১৩ ভোর ৬:১৬
ত্রিনিত্রি বলেছেন: এই যে আমি! হাহা।
ভালো আছেন তো?
১৯| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
মধুমিতা বলেছেন: অনেকদিন লিখছেন না। কারনটা কি? লেখা মিস করি। দেশে থাকলে বইটা কিনতাম।
০৯ ই জুন, ২০১৩ ভোর ৬:১৮
ত্রিনিত্রি বলেছেন: অনেক ধন্যবাদ
আসলে একটু ঝামেলায় ছিলাম, আর যদি মন ভালো না থাকে তখন কিছুই ভালো লাগে না। আগের কার দিনের মানুষ বেশী মেজাজ খারাপ থাকলে কাগজ ছিড়তো, এখন অনলাইন এসে মহা সুবিধা হয়েছে। যত যা কিছু সব ব্লগ আর ফেসবুকের উপর দিয়ে যায়। হাহাহা
ঢুকে আপনার কমেন্ট দেখে ভালো লাগলো।
২০| ১৭ ই মে, ২০১৩ রাত ১১:৩৯
পুচকে ফড়িং বলেছেন:
আপু, এত্তোদিন পর আসলেন শুধু নিজের বইয়ের বিজ্ঞাপন করার জন্য??!!!!!!!!!!!!!!!!!!
আপনার কাছ থেকে এটা আশা করিনি। পোস্টটা দেখে প্রথমে এতো খুশি হয়েছিলাম, কিন্তু .. . .
০৯ ই জুন, ২০১৩ ভোর ৬:১৬
ত্রিনিত্রি বলেছেন: আসলে বিজ্ঞাপন কেউই পছন্দ করে না, মুসিবত হচ্ছে বিজ্ঞাপন না করলে যে কেউ জানবেও না!!!
যা হোক, দীর্ঘ এক দেড় বছর পর গত রাতে আজগুবি আবোল তাবোল বিষয়হীন এক লেখা লিখেছি, সামুতে পোস্ট করবো ভাবিনি, ফেবুতে দিয়েই কাজ সেরেছি। এখন আপনার মন্তব্য দেখে মনে হচ্ছে সামুতেও পোস্ট করে দেই। ব্লগে আবার ঘুরে ফিরে আসি। সামু আসলেই অ্যাডিক্টিভ!
২১| ০৯ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৯
পুচকে ফড়িং বলেছেন:
আপু, ইদানিং টিভি চ্যানেলগুলোতে বিজ্ঞাপনের আধিক্য নিয়ে অনেক সমালোচনা হয়, এই চ্যানেলগুলোও বিজ্ঞাপনের ফাকে ফাকে একটু আধটু অনুষ্ঠান দেখায়। আপনি যদি তাদেরকেও হার মানিয়ে শুধু বিজ্ঞাপনই দেখান তাহলে রাগ করবোনা কেনো??
ফেবুতে আপনাকে একটা ম্যসেজ দিয়েছিলাম, দেখেছেন কিনা জানিনা।
ব্লগে লেখার সময় সুযোগ করতে না পারলে কিছু বলার নাই, শুধু মাঝে মাঝে এসে জানিয়ে দিয়েন যে আমার আপুটা ঠিকঠাক আছে
০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:৩২
ত্রিনিত্রি বলেছেন: আপনি বোধ করি ত্রিনিত্রি প্রোফাইলে মেসেজ রেখেছেন। আমি ঐ প্রোফাইলে ঢুকিনি হবে বছর খানিক! আসলে ব্লগ এবং ব্লগ রিলেটেড সবকিছু থেকেই অফ ছিলাম।
লিখি না লিখি ব্লগের পাঠক হিসেবে এবারে অবশ্যই থাকবো। হঠাৎ ভীষনই মিস করছিলাম!
২২| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:১২
পুচকে ফড়িং বলেছেন:
আপনের আর কোনো প্রোফাইল চিনিনা তো। আর আপনি ত্রিনিত্রি প্রোফাইলে মনেহয় ফেব্রুয়ারীতেই ঢুকেছিলেন, জী হ্যা, বইয়ের বিজ্ঞাপন দেয়ার জন্য।
যাই হোক, আপনে থাকলেই হইলো। শুধু মাঝে মাঝে জানিয়েন যে আছেন
১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:১১
ত্রিনিত্রি বলেছেন: :#> :#> :!> :!> :!>
২৩| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৩
অপর্ণা মম্ময় বলেছেন: ফেব্রুয়ারীতে এ ব্লগে নিয়মিত হলে নিশ্চয়ই আপনার বইয়ের সংবাদ তখনই পেতাম । ইনশাহাল্লাহ আগামী মেলায় আপনার এ বইয়ের খোঁজ করব , একই প্রকাশনীতে কি রাখবে বইটা , জানাবেন ? আর আমাদের ব্লগারদের লেখা বই আমাদের কিনে উৎসাহিত করা উচিত , পড়া উচিত ।
শুভ হোক আপনার প্রবাস জীবন। সম্ভব হলে ২০১৪ বই মেলায় চলে আসবেন ।
১১ ই জুন, ২০১৩ রাত ৯:০২
ত্রিনিত্রি বলেছেন: অনেক ধন্যবাদ আপু। হু রাখার তো কথা। আমি নিশ্চিত এমন কিছু বিক্রি হয়নি! হাহাহা।
আপনার জন্যও রইলো শুভকামনা।
ঠিক বলেছেন, আমি প্রতিবারই ব্লগারদের বেশ কিছু বই কিনি। প্রতিবারই মনে হয়েছে তাদের পরের বইটিও কিনতে হবে!
২৪| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৫
কথক পলাশ বলেছেন: ওহে ভৌতিক ডাক্তার! মেলবোর্নের ডায়েরীতে তো আবার ধুলো জমতে শুরু করলো!
১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৪
ত্রিনিত্রি বলেছেন: হাহাহা, ভাইয়া ধুলা ঝাড়াঝাড়ির মন মানসিকতা যে মিলছে না!!
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭
পারভেজ বলেছেন: খুব ভালো লাগলো জেনে