![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I who i am...is always me and mythoughts
এ কোন গারদ রে বাবা !!! এখানে তো শৃধু বাবা পাগলদের আতলামি আর কার বাবার কত জোর তার প্রদর্শন । তো বাবার সম্পদের বলে অধিকারী গারদের পাগলদ্ব কতিপয় আগত ডানহাতি পাগলদ্বারা নাকি ধর্ষিত !!! এখানে দেথি নারী পুরুষ নেই !! কত পুরুষ পাগলা আর নারী পাগলা রে ধর্ষিত হলো তা বলতে গেলে দুঃখ বাড়বে আপনাদের আমার সবার । তো ধর্ষিত এক পাগলী কার্দঁতে কাদঁতে গেলো তার বাবার কাছে যার ক্ষমতা অসীম দিন কে রাত করেন আর রাত কে দিন । তো বাবা বললেন কি হয়েছে আমার খুকী মামনির কে মেরেছে , তো পাগলী কি আর বলবে কেদেঁই অস্থির । তো বাবা যতই জিঞ্জাসা করেন পাগলী ততই কাদেঁ তো বাবা নিজেই ছুটলেন গারদে আর বুঝলেন আর কি হতে পারে যেখানে পাগলগুলো বাদ যায়নি তো পাগলি কে কিভাবে ..................।
পরক্ষনেই বাবার যাদুকরী খেলা শুরু হলো দেশ ময় , সংগে সংগে বাবাবর সোনার সন্তানরা ব্যস্ত হয়ে পড়লেন ধর্ষন খেলায় অংশ নিতে । যে যেভাবে পাড়লেন সেঞ্চুরিয়ান মানিককে টপকে যেতে উঠে পড়ে লাগলেন । টপকেও গেলেন আর একেকজন নামকরন শুরু করলেন সেই গারদের নব্য পাগলদের নামে (যারা পাগলীর সর্বনাশ ডেকে এনেছিল) । দিন যায় রাত যায় এই সংখ্যা বেড়েই যাচ্ছে দিন দিন আর হঠাৎ একদিন সবাই ভূলেই গেল সেই পাগলীর অত্যাচারিত সেই দিনগুলোর কথা কারন ইতিমধ্যেই প্রতিটি ঘর, সমাজের প্রতিটি পক্ষ আর খেটে খাওয়া সব কলুর বলদ এর মাঝে হাজারো সংথ্যায় দাড়িয়ে গেলো ধর্ষিতের সংখ্যা । তাই সবাই ভিষন কষ্ট আর যন্ত্রনার মধ্যে দিন পার করতে লাগলো পাশের ধর্ষিত মানুষটির বেদনা কে সঙ্গী করে । কোথায় পাগলীর সেই বিষন্ন মুখ আজ হাসিতে মুক্ত ঝড়া যেন দাতের মাজনের কোন বিঞ্জাপন ........................................................।
*****************************************************************************************************
বেচে থাকুন ভালো থাকুন রামুর সেই অত্যাচারিত মহান বৌদ্ধ পুরহিতগন যারা একরাতের আগুনে এই সমাজেই হয়েছিল ধর্ষিত ।
******************************************************************************************************
©somewhere in net ltd.