![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I who i am...is always me and mythoughts
আজকে দেশের অর্থনৈতিক সমস্যার মধ্যে জনগনের ঘারে সুদ আর লোনের বোঝা চাপিয়ে দিয়ে এত টাকার অস্ত্র কেনার গোপন রহস্য কি আছে ? যে খানে মিগ কেনার জন্য অর্থ আত্বস্বাত এর কোন সুরাহা হয়নি আজও ।
বিনিয়োগ বেশী প্রয়োজন না অশ্ত্র ? দেশের আর্থ সামাজিক উন্নয়নে কোনটি বেশী দরকার ??
আসলে নেতারা যে দেশের চিন্তা, জনগনের উন্নয়নের চিন্তা করে না তার আরেকটি প্রমান দিলেন অশ্ত্র কেনার মাধ্যমে ।
একটি ইগো হচ্ছে , যে দেশ যে জনগন পুরো পরিবার শেষ করেছে তাদের কে অথ্যনৈতিক মুক্তি দেবার চেয়ে তাদের অর্থ দিয়ে বৈদেশিক বন্ধূদের কাছ থেকে সাহায্য আর সহায়তা আশা করাটাই যক্তিযুক্ত একজন মানুষের জন্য । আর রাজনীতির ভাষায় মঞ্চে উঠে যা বলে নেতারা তা শূধূ মিডিয়া , নিউজ আর জনগনের মধ্যে আলোচনার জন্য । প্রকৃত কথা মনেই থেকে যায় এই নেতাদের যারা কথার সাথে কাজে মিল রাখেন না বা রাখতে জানেন না (অভ্যাসের কারনে) ।
নিজের ভালো পাগলেও বোঝে , তো নিজের ভালোর জন্য অনেক কিছুই করতে হচ্ছে আর হবে ........................ব্যক্তিগত সম্পদ বলে কথা ।
©somewhere in net ltd.