নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলেলই অন্যপেক্ষর দালাল...........

আমি কি বাংলাদেশী না বাঙালী ....................

িট্রপ্ত

I who i am...is always me and mythoughts

িট্রপ্ত › বিস্তারিত পোস্টঃ

বাংলা সিনেমা ও নায়ক আলমগীর

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪১

নায়ক আলমগীরকে আমাদের সবারই কম বেশী মনে আছে তার অনবদ্য অভিনয় এর জন্য । এদেশের সিনেমার জগতে নায়ক আলমগীরে অবদান অনস্বীকার্য। ঠিক এসময়ে দেশের রাজনীতি নামক সিনেমায় আরেক নায়কের আবির্ভাব হয়েছে যিনি তার বক্তব্য প্রদানের মাধ্যমে প্রায়শ‍ জাতির কাছে ভিলেন হিসাবে আবির্ভূত হন । এই নায়করুপি ভিলেন আবার দেশের একজন হর্তা কর্তা । তার কথাবার্তায় সবসময় অতিরিক্ত বিশেষন সংযোজন একটি সাধারন ব্যাপার। তিনি আজ দেশের পুলিশ বাহিনীর পদক বিতরন অনুষ্ঠানে পদক প্রদান করেন এবং জনৈক পুলিশ কর্মকতাকে জাতীয় পদক প্রদান এবং উক্ত পুলিশ কর্মকর্তাকে বিশেষনে বিশেষায়িত করে আবারও ভিলেন চরিত্রে জাতির কাছে উপস্থাপন করলেন । দীর্ঘ কর্মজীবন আমলাগিরি করেছেন এবং শিক্ষাগত যোগ্যতা তার আছে তবুও উনার কথায় জাতি বিমর্ষ হয়, কস্ট পায় আবার ক্ষোভ প্রকাশ করতে চায় তবে তিনি ভিলেন বিধায় এই জনগনের সাহসে কুলায় না । যে পুলিশ কর্মকতা বিরোধী দলের চিফ হুইপকে রাস্তায় অর্ধ উলঙ্গ করে পিটিয়েছেন তাকে পুরস্কত করলেন অথচ তিনি স্বরাস্ট্র প্রধান হিসাবে এটাকে আইন নিজের হাতে তুলে নেয়ার অপরাধে অপরাধী করার বিচক্ষনতা দেখাতে পারলেন না । এরাই নাকি বিচক্ষন, জাতি পরিচালক। কোথায় আছি আমরা আর কাদের নিয়ে দেশের প্রশাসন ।

একটি বিষয় এক্ষেত্রে জাতি হিসাবে আমাদের বুঝতে খুব কস্ট হয়নি যে, কেন আজ ৪১ বছরে এ দেশ আজও বিভক্তি হয়ে আছে । এরকম আমলা রা যারা দেশের প্রশাসন চালিয়েছেন তাদের দ্বারা দেশের কি আর সমাধান হতে পারে । এরাই তো দেশের সব কিছুকেই অসমাপ্ত করে রেখেছে যা ৪১ বছরে সমাধান হয়নি বরং উন্নয়নের দৌড় প্রতিযোগীতায় অংশ না নিয়ে জাতি বিভক্তিতে আজও দলগুলো ব্যস্ত রয়েছে ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯

ফরিদ হাসান বলেছেন: অসাধারণ একটি সংগ্রহশালা (না দেখলে মিস করবেন)
সম্প্রতি প্রথম আলো পত্রিকায় দেশে ও দেশের বাইরে বাংলাদেশের মুখ উজ্জ্বলকারী ব্যক্তিদের নিয়ে নিয়মিত ”আমিই বাংলাদেশ” নামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করছে। যা কিনা ইতিমধ্যে পাঠকমহলে বেশ উৎসাহ সৃষ্টি করেছে। সেই প্রেরণায় আমরা এযাবত যতগুলো প্রতিবেদন প্রকাশিত হয়েছে সবগুলো প্রতিবেদন একসাথে জড়ো করে চলেছি। প্রতিদিনই পেজটি আপডেট করা হয়। অনবদ্য এই সংগ্রহশালাটি দেখতে এখানে ক্লিক করুন


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.