![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I who i am...is always me and mythoughts
দলের মূখশপাত্র হাতিম সাহেব যে ভাষায় কথা বলেন , তাতে মনে হয় উনার জন্মের সময় মুখে মধু পাওয়া যায়নি বলে এরকম তিক্ত।
আর ছাত্রলীগ বা জাতির শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে যেভাবে কথা বললেন, তাতে একটি কথার সম্ভাবনা আরো প্রবল হলো তা হছ্ছে উনিই এই শ্রেষ্ঠ সন্তানদের পরিচালিত করেন । যত কুকাম সব উনার নির্দেশে হয় নয়তো যে সব সন্তানরা অপরাধী হয়ে প্রকাশ পেয়েছেন তাদের কে বিচার না করে এরকম বড় গলায় বক্তব্য প্রদান বার বার উনার দলেরন রাজনৈতিক চরিত্রের কথা মনে করিয়ে দেয়। শব্দ প্রয়োগে জোর আর বিশেষন উনারা তখনই প্রদান করেন যেখানে উনার অপরাধী হয়ে থাকেন । এই জোর শব্দ প্রয়োগ দেশের রাজনীতির একটি পদ্দতি নিজেকে সাধু হিসাবে প্রকাশ করার জন্য ।
আসলে আমরা জনগন দেখতে পাছ্ছি দিন পরিবর্তন হয়েছে আর ভালো কাজে নয় খারাপ কাজে আপনাদের রাজনীতি যার শ্রেষ্ঠ উদাহরন আপনি হাতিম...................
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮
ফরিদ হাসান বলেছেন: অসাধারণ একটি সংগ্রহশালা (না দেখলে মিস করবেন)

সম্প্রতি প্রথম আলো পত্রিকায় দেশে ও দেশের বাইরে বাংলাদেশের মুখ উজ্জ্বলকারী ব্যক্তিদের নিয়ে নিয়মিত ”আমিই বাংলাদেশ” নামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করছে। যা কিনা ইতিমধ্যে পাঠকমহলে বেশ উৎসাহ সৃষ্টি করেছে। সেই প্রেরণায় আমরা এযাবত যতগুলো প্রতিবেদন প্রকাশিত হয়েছে সবগুলো প্রতিবেদন একসাথে জড়ো করে চলেছি। প্রতিদিনই পেজটি আপডেট করা হয়। অনবদ্য এই সংগ্রহশালাটি দেখতে এখানে ক্লিক করুন