![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I who i am...is always me and mythoughts
কবে হবে স্বাধীন স্বাবলম্বী শষ্য-সুফলা একটি স্বতন্ত্র বাংলাদেশ ?
যে দেশের জনগন একজন আরেকজনের পরিপূরক হিসাবে থাকবে, কোন বিভেদ নয়, নয় কোন ক্ষমতার অপব্যবহার । কর্মমুখর থাকবে সব জনগন, এগিয়ে নেবে এই জাতি পৃথিবীর বুকে। যে ভেদাভেদ শুরু করেছিল পাক হানাদার আমাদেরকে দেশের কর্নধার হওয়া থেকে বঞ্চিত করার মাধ্যমে ঠিক একই পদ্ধতিতে দেশ বিভাজনের যে খেলা শুরু হয়েছে সেই খেলা কবে শেষ হবে কে জানে !!
সুষ্ঠ রাজনীতি, সুষম রাজনৈতিক পরিবেশ কি কোনদিন আমরা দেখতে পাবো না !!
কবে আসবে সেই দিন আমরা নেতারা বক্তৃতার মঞ্চে উঠে নিজ দলের সমালোচনা করবো, বিরোধী দলগুলোর নয় ?
কতদুর সেই দিন! যে দিন আমরা নিজদল থেকে রাজাকার-কালো বিড়াল তাড়াবো?
কবে আমরা নিজ দল থেকে সেই লুটেরাদের চিন্হিত করে জনগনকে চিনিয়ে দেবো, যারা জনগনের ক্ষুদ্র সঞ্চয় ব্যাংক-শেয়ার মার্কেট লুট করে ।
কবে গরীব কৃষকের উন্নয়নে সঠিক ভাবে ভুর্তকী বিতরন করবে সরকার ! আর পারিবারিক উন্নতি নির্বাসনে দিয়ে জাতীয় উন্নয়নে মনোনিবেশ করবো ?
যারা দেমের মালিক বলে দাবী করে তারাই তো বেশী অন্যান করে, দলে চোরের খনি তো স্বয়ং জাতির পিতা রেখে গিযেছিলেন, তো চোরগুলো আজ কি জাতীয় চোর হয়ে রয়েছে আমাদের সাথে ? নাকি ডাকাত তারা শেয়ার মার্কেট, হলমার্ক, আরো কত ঘটনা ।
চোরের মা হোক আর চোরের দলের সদার্নী হোক সবই বন্ধ করুন । জনগন হিসাবে আমাদেরকে সুষ্ঠ জীবন ধারনের সুযোগ করে দিন । বিশ্বের উন্নত দেশগুলো এই নেতাদের জন্য সবসময় উন্মুক্ত তাই আপনারা সকলে ঐ দেশগুলোতে চলে গেলে আমরা জনগনরা একটু স্বস্তিতে বছরের সবগুলো দিন নিজ কাজে, জাতির প্রয়োজনে এবং পরিবারের উন্নয়নে নিয়োজিত করতে পারি সর্বপরি দেশের উন্নয়নে কিছু করতে পারি । ৪২ বয়সের এক দেশ যা আজ প্রাপ্ত বয়স্ক এক পিতা-মাতার মতো তথাপি দেশ তার সন্তানস্বরুপ নাগরিকদের কি দিতে পেরেছে আর পারছে ? নিম্ন আয়, সীমিত সম্পদ, দ্রব্যমুল্যের উর্ধমুল্য, অনিয়ন্ত্রিত প্রশাসন, দুর্নীতি আর নেতাদের সীমাহীন ব্যভীচার জাতির সন্তানদের কে দিনের পর দিন জিম্মি করে রেখেছে । জনগন একদিকে না খেয়ে অনাহারে দীন যাপন করছে আর নেতারা একবার এমপি, মন্ত্রী হতে পারলে ঢাকায় বিশাল বাড়ী-গাড়ী, দেশ বিদেশে ব্যবসার মালিক বনে যান ।
©somewhere in net ltd.