![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I who i am...is always me and mythoughts
গত রাতে দুটি বেসরকারী চ্যানেল এ সরাসরি টক শো তে এসেছিলেন খান বেটা ম.আ। বেটার নামের সাথে তো খান সেনাদের খান পদবী ঠিকই রেখেছেন পূর্বপুরুষ !! আবার দুই দেশের আমলাগিরি করে নিয়েছেন, বাকী রাখেননি কোন সরকারী টাকা কামানো । গত রাতের টক শো তে যে ভাবে কথা বললেন তাতে কোন ভদ্র পরিবারের পরিচয় বহন করেন না । নিজেকে মহামানব ভাবেন বলে এভাবে কথা !!! বেটার বয়স হয়েছে, অনেক পড়ালেখা, অনেক বিদ্যা বুদ্ধি তারপরও যেন কোথায় একটা কিন্তু রয়ে গেছে। বাচাল প্রকৃতির, নিজের কথাই জাহির করে, উপস্থাপক এর কথার পরিপূর্ণ উত্তর না দিয়ে বেহুদা পেচাল পারেন। দুটি টক শোর একটি আজকের বাংলাদেশ, ইন্ডিপেন্ড টিভি এবং অন্যটি চ্যানেল ২৪ এ মান্না সাহেব এর উপস্থাপনায়। দুটি অনুষ্ঠানের একটি কমন বিষয় ছিল বর্তমান সহিংসতা এবং পুলিশ এর কর্মকান্ড। তো উনি পুলিশ কে নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেন তা অবশ্য এরকম একজন মানুষরূপী শয়তানের কাছে স্বাভাবিক মনে হতে পারে, তাছাড়া তিনি নিজে প্রশাসনিক আইন ভঙ্গকারী হিসাবে কোন সাজা ভোগ না করেই আবার স্বরাস্ট্র মন্ত্রী পদে বসে আছেন আর পুলিশ তা সহজেই মেনে নিয়ে তাকে জামাই আদর করছে তো উনি ভাল থাকবেন না তো জনগন ভালো থাকবেন !!
আইনী ভাষায় যতই বড় বড় কথা বলে জনগনকে ধোকা দেয়ার কথা বলেন না কেন নিস্তার পাবেন না !! আপনার বিচার আল্লাহ করবে কারন ইবলিসের বিচার মানুষ করতে পারে না আর আপনি একজন জ্ঞ্যান পাপী । শিক্ষিত মানুষ বদ চরিত্রের হলে সমাজের বড় কস্ট যা তিনি জনগনকে দিচ্ছেন । আজ মুজিব নেই তাই বলে দিলেন উনার কথামত পাকিস্তানি সিএসপিতে যোগদান করেছেন দেশের জন্য অবদান রাখার জন্য, যা উনি করেছেন ডিসি থাকা অবস্থায় ১৯৭১ সালে আলবদর কমিটি গঠন এর মাধ্যমে । কে উনার কথার প্রতিউত্তর দেবে !! ধূর্ত শেয়াল ?
কবরে যাবার আগে ভা্লো হন নয়তো পার পাবেন না পরকালে । আর বয়স হলেও জানেন না জনগনের সামনে যতই বুড়ো বয়স আর অভিজ্ঞ হন অপরকে হেয় করে যে কথা বলে তার বংশে সমস্যা অথবা পারিবারিক
আদব শেখান নি, এত অভিজ্ঞ হলেও উনি জানেন না জনগনের সামনে কথা বলার সময় উনি নিজেকে শিশু ভেবেই আদবের সাথে কথা বলতে হয়, তিনি মান্না ভাই আর আজকের বাংলাদেশ এর খালেদ এর সাথে যে ভাষায় কথা বললেন তাতে বোঝা গেল উনি জনগনকেও বোকাই ভাবেন মনে হয়, নয়তো তিনি মান্না ভাইকে এভাবে অপমানের চেষ্টা করতেন না , অথচ তিনি নিজের অপকর্মকান্ড করার জন্য একটুও লজ্জিত নন । তিনি নিজ্ওে জানেন না তিনি কি ?? নইলে সন্ত্রাসী বিকাশের মুক্তির সময় উক্তি করেছেন যথাযথ আইনী প্রক্রিয়ার মাধ্যমে তাকে মুক্তি দেয়া হয়েছে, তবে স্বরাস্ট্র মন্ত্রী হলেও তিনি জানেন না কোন কোন বিষয় সমূহ বিবেচনা না করা হলে কোন স্বন্ত্রাসীকে মুক্তি দেয়া যায় না !!! আমলাগিরি করার কারনে চলিত ভাষায় পটু এই অবসরপ্রাপ্ত বদ মানষিকতার আমলা সদা বিজ্ঞ তাহার কথা্বার্তায় যেমন পটু তেমনি চতুর ও ধূর্ত কর্মকান্ডের বেলায়। কথায় আছে না !, অতি চালাতকর গলায় দড়ি । তো এই ধূর্ত চতুর স্বার্থবাদী অধম, মেহরান রুনী মামলায বলে ফেললেন "ভাড়াটে খুনী দিয়ে সাংবাদিক দম্পত্তিকে খুন করা হয়েছে, তাহার কথায় এটা স্পষ্ট কে ভাড়াটে খুনী ভাড়া করেছেন সেটা তিনি জানেন !!! অথচ তিনি তাকে ধরছেন না কেন , নাকি তিনি নিজেও জড়িত!! তেমনি জনতার মঞ্চ যে কোন প্রজাতন্ত্রের কর্মচারি রাজনৈতিক উদ্দেশ্যে এবং ক্ষমতার জন্য আফয়াজন করতে পারে না তা তিনি জানেন না !!যা পাবলিক সার্ভিস বিধিমালা ভঙ্গ করার সামিল এবং এর জন্য রাস্ট্রদ্রোহী মামলা হবার কথা !! এটা কোন মার্শল ল নয় যে, সফল ক্যু সার্থক বিদ্রোহ !!!! জানেন না তাই বোঝেন না । আর ১৯৭১ এর কাহিনী তো কাদের সিদ্দিকি বলে দিলেন !!
নিজেকে এত বাহবা দেবার মত তেল কোথায় পান !! এতই সুফী যে, কোন পা নেই শুধূ অপরের ভুল ধরার খেলা। হাদারাম যোগাযোগ কে দেখেও শিখতে পারে না, নিজেকে দোষী বলে জনগনের কাছে উপস্খপন করলে জনগন ক্ষমা করে দেয় আর সামান্য ভালো কাজে বাহবা দেয়।
অবশ্য পালের গোদায় সবই এক ! লাঙলের আগা যেদিকে যায় পাছাও সেদিকে যায়। তারাপরে মানুষর সৃস্টির সেরা , পৃথক মন, পৃথক ভাবনা তবে এদের যে নিজ কে চেনা এখনও অনেক বাকি, তো আমরা জনগন কিভাবে এদর চিনি ?????
২| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৭
টকঝালমিষ্টি বলেছেন: আপনার লেখার সাথে একমত পোষন করছি।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৪
ইউরো-বাংলা বলেছেন: আপনার লেখার সাথে একমত পোষন করছি।