![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I who i am...is always me and mythoughts
নিজের ঢোল আপনি বাজে !! এই সরকারের অবস্থা এই ঢোলের মতই । কেউ বলেনা নিজেই নিজ্ উন্নয়নের ফিরিস্তি দিয়ে যাচ্ছেন একের পর এক । সাথে সেই চেতনা নামধারী দালাল সম্প্রদায় ।
এই জনগন তো আর মুক্তিযুদ্ধ করেনি যে তারা চেতনার বুলি কথায় কথায় বলবে !! জনগন কে এই সরকার যে বাশ দিয়ে যাচ্ছে তাতে চেতনার সময় কোথায় ! দালালগুলোর মত যদি সময়ে সব চাহিদা মিটে যেত জনতার তবে সরকার বুঝে যেত কার চেতনা কত!!
যোগ্যতা না অযোগ্যতা সরকারে অলঙ্কার ?
বিগত সময়ের চারবার বোমা হামলা হয়েছে বর্তমান সরকার প্রধানকে নাকি হত্যার উদ্দেশ্যে , উদিচি, কোটালীপাড়া, রমনা বটমূল ও একুশে আগষ্ট, কোথায় এই সরকার !! একটি বার কি চেষ্টা করেছে এই হামলা গুলোর বিচার করার, একমাত্র বাবর কে অত্যাচার ছাড়া কি এমন করেছে ? না কোন চেষ্টা দেখা গেছে ? তারমানে এগুলো ছিল এই সরকারের বিরোধী দলে থাকার সময় আন্দোলন পাকানোর একটি খেল , সেই রেন্টু তত্ত্ব !! বলদ বাবে জনতাকে ?
ঠিক তেমনি রাজনীতি তে বিঞ্জ এই নেতা নিশ্চয়ই ১/১১ কে আরেকটি অস্ত্র বানিয়ে বারবার ক্ষমতা নেবার চেস্টাঈ করবেন ।
স্বাধীনতা দিবসে একটি দাবী জনতার রাজাকার রুপী এই সরকার পতন হোক চিরতরে । যারা দেশটাকে ব্যক্তিসম্পদ বানিয়ে ৪২ বছরে জনগনকে জিম্মি করে রেখেছে কারন এর মধ্যে যারাই দেশকে উন্নত করতে চেয়েছে তাদেরকেই দেশের মারিখ বলে দাবীকারী এই অপশক্তির দল বারবার রুখে দিয়েয়ছে কারন তারা ছাড়া কেউ জনগনকে উন্নয়নে সহায়তা করবে এটা কিভাবে হজম করে পৈত্রিক যোগ্যতায় প্রাপ্ত সম্পদ অর্জন করা এই ভারতীয় দালাল চক্র ।
©somewhere in net ltd.