নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে প্রতিনিয়তই অস্ত যায় কিন্তু সূর্যের ন্যায় অত লাল হতে পারেনা, হয়ে যায় নীল অথবা কালো অথবা বর্ণহীন।
বাবু বাবু বলে আর কয়দিন ডাকব! ব্লগার ভাই বোনদের কাছে চির কৃতজ্ঞ থাকব আমার ছেলের জন্য সুন্দর অর্থবহ একটি নাম সাজেশন করলে। আমার নামের প্রথম অক্ষর 'M' অার বাবুর মায়ের 'S' দিয়ে।
০৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৯
িত্রস্তান বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী । মুসলিম অর্থবহ, শ্রুতিমধুর হলে ভালো হয়।
২| ০৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৯
সেলিম৮৩ বলেছেন: অাপনার নামের প্রথম অক্ষর M,
অাবার, ব্লগের নামটা দিয়ে অাপনাকে চেনা যায়না।
কি বলতে চাইছি বুঝেছেন নিশ্চয়?
সুতরাং ক্লিয়ার করলে হয়তো সুবিধা হতো।
০৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০২
িত্রস্তান বলেছেন: মন্ত্বব্যের জন্য ধন্যবাদ সেলিম ভাই। ব্লগের নাম টা তো ছদ্মনাম। আমার নাম মাসুদ রানা। মুসলমান। ক্লিয়ার করতে পেরেছি কি?
৩| ০৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
প্রািন্ত বলেছেন: কোন পাল্টানোর দরকার নেই। এককথায় “এস এম বাবু”
৪| ০৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
সেলিম৮৩ বলেছেন: যেহেতু উনি মুসলিম, সুতরাং বাবু ডাকটা অাদরের হলেও ইসলামিক নয়।
নামের একটা অর্থ থাকা দরকার।
৫| ০৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
নীলাকাশ ২০১৬ বলেছেন: মাসুম। এম দিয়ে শুরু, মাঝে এস, শেষে আবার এম। বাবার আশ্রয়ে, মায়ের ভালোবাসায় বেড়ে উঠবে আপনার বাবু। 'সামা' মানে আকাশমন্ডলী। এখানে এস আর এম দুটোই আছে। 'সামী' মানে উচ্চ স্থানে আসীন। 'সৌম্য' অর্থ সুদর্শন। 'মুসা' একজন নবীর নাম। 'মনীষি' অর্থ অনুসরণীয়। 'মার্সি' অর্থ করুণা।
৬| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৬
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: সোহম
৭| ০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:১৭
সেলিম৮৩ বলেছেন: মাহিন / মুহতানিন রাখতে পারেন।
©somewhere in net ltd.
১| ০৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৯
চাঁদগাজী বলেছেন:
ধর্মীয়, সায়েন্টিফিক, বাংগালী, আন্তর্জাতিক, আধুনিক, বুনিয়াদী?