![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] http://trivuz.com ব্লগিং করে সমাজ পরিবর্তনের ফ্যান্টাসি আর নাই
BTCL অনলাইনে বিল দেখার সিস্টেম তৈরি করেছে। শুনে ভাবলাম বাহঃ আমরা এগিয়ে যাচ্ছি। BTCL মত দূর্নীতিগ্রস্থ একটা প্রতিষ্ঠানে অটোমেশন হলে দূর্নীতি কমবে সন্দেহ নাই। তাছাড়া সরকার তথ্যপ্রযুক্তি গ্রহন করতে শুরু করেছে এটাও একটা আশাদায়ক বিষয়...
কিন্তু তাদের সিস্টেম দেখে শুধু হতাশই নয়, আতংকগ্রস্থ হলাম। BTCL একজন গ্রাহক হিসেবে আমার নূন্যতম নিরাপত্তার ব্যবস্থা করতে পারেনি এই সিস্টেম। সিস্টেমটায় এত বিশাল একটা ও বাজে রকম একটা ফাঁক আছে যে যেকোন গ্রাহকের একাউন্টে ঢুকে তার বাড়ির ঠিকানা পর্যন্ত সংগ্রহ করে ফেলা সম্ভব।
এইসব দেখে মনে হলো BTCL আমাদের সাথে মশকরা করছে! এখানে আরেকটা জিনিষও হতে পারে। অভিজ্ঞতা থেকে দেখেছি দূর্নীতিগ্রস্থ প্রতিষ্ঠানগুলো অটোমেশনে যেতে চায় না সহজে। কারণ অটোমেশন হলে দূর্নীতির পথ বন্ধ হয়ে যায়। BTCL এর এই ফালতু সিস্টেম জনগণের নিরাপত্তা বিঘ্নিত করবে সন্দেহ নাই। বিষয়টি যখন চারিদিকে ছড়িয়ে যাবে, তখন আমাদের মাথামোটা নীতিনির্ধারকরা মাথা ব্যাথার ঔষধ হিসেবে মাথা কেটে ফেলার প্রেসক্রিপশন দিবে কোন সন্দেহ নাই। মানে অটোমেশনের দরকার নাই, এমনি এমনি চলুক। ইতিমধ্যে আমার দেখা অনেক সরকারী প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটেছে... আমাদের তথ্যপ্রযুক্তির ভবিষ্যত যে আসলো কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই এখন ভাববার বিষয় হয়ে দাঁড়িয়েছে....
--
কম্পিউটার গ্রুপে প্রকাশিত।
২| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:২৯
ত্রিভুজ বলেছেন: http://203.112.222.42/
৩| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৩২
রাগিব বলেছেন: "System : ASP ' Author : M. Mohsin Khan ' Author : Mahadi Hasan ' Company : Flora Systems Limited"
১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৩৬
ত্রিভুজ বলেছেন: এত বড় একটা প্রতিষ্ঠানের সাইটের উপরে এভাবে নিজেদের নাম লিখতে রাখার বিষয়ে মন্তব্য করতেও আমার অস্বস্তি বোধ হচ্ছে... কি অবস্থা!!!
৪| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৩৩
অ্যামাটার বলেছেন: অনভিজ্ঞতার কারণে-ও শুরুতে সিকিউরিটির ব্যাপারে ফাঁক-ফোকর গুলো হয়ত এখনও বন্ধ করতে পারে নি, ওদের আরেকটু সময় দেওয়া যেতে পারে।
আর দুর্নীতির ব্যাপারে কি আর বলব, আমার পরিচিত একজন বিটিসিএল কর্মকর্তা, ডি.ই. পদমর্যদার; উনি একটা প্রজেক্টে আছেন, তো সেপটেম্বর মাসে কেবলমাত্র জ্বালানীখাতেই তিনি পুড়িয়েছেন ৫৬হাজার টাকার অকটেন(!), এটাতো কেবল উনার ড্রাইভারের কাছথেকে জানলাম, আর বাদবাকি দুর্নীতি হয়ত অজানা-ই থেকে যাবে...
১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৩৯
ত্রিভুজ বলেছেন: বিষয়টা আসলো শুধু সিকিউরিটির না, ওদের বিলিং সিস্টেমটাই আসলে একটা সিকিউরিটি হোল।
আর দূর্নীতির কথা নাই বা বললাম... ....
৫| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৩৩
রিজওয়ানুল ইসলাম রুদ্র বলেছেন: এরা তো অরিজিনাল প্যাকেজ সফটওয়্যারও ইউজ করে না মে বি !
১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪৪
ত্রিভুজ বলেছেন: প্রতিষ্ঠানে যাই করুক, অনলাইনে নিজেদের ডাটাবেস রাখার জন্য অনেক কিছু মাথায় রাখতে হয়। যে স্টুপিডগুলো এই সিস্টেম ডেভেলপিং-এ জড়িত, সেগুলোর নামে মামলা করা দরকার।
৬| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৩৪
হাসিন বলেছেন: হ আমিও দেখছি ব্যাপারটা - দুঃখজনক
১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪৫
ত্রিভুজ বলেছেন: খুবই দুঃখজনক... আপনি লিখে রাখেন, ওরা অটোমেশন থেকে ম্যানুয়াল সিস্টেমে ফেরৎ গেল বলে... কত বিশাল বিশাল প্রতিষ্ঠান দেখলাম.. এই দেশে তথ্যপ্রযুক্তির ভবিষ্যত কি?
৭| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৩৬
বিস্কুট পাগলা বলেছেন: আমি কেমনে আমার বিল দেখুম ত্রিভুজ ভাই বলেন..........
আমি রংপুর থাকি
৮| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪১
ত্রিভুজ বলেছেন:
@বিস্কুট পাগলা
ওদেরকে ফোন করে জিজ্ঞেস করেন.. আর আপনার ফোন নাম্বার মেইল করে দিন, আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারবো....
৯| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪২
লংকার রাজা বলেছেন: Powered by: Flora Systems Limited........ ফ্লোরা কি তাদের ফ্রি ওয়েব সাইট বানায় দিছে না কি,যে এভাবে ফ্লোরার নাম হোম পেইজে লেখা আছে।ছাগলের দল কোনখানের।
১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪৮
ত্রিভুজ বলেছেন: Powered by না হয় দিয়েছে, সাইটের উপরে দেখুন একটা বাগ (অথবা ইচ্ছে করেই করেছে)। ডেভেলপারদের নাম দেখা যাচ্ছে... হাউ ফানি!
১০| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪৯
নিঃসঙ্গ বলেছেন: একটা ডমেইন পর্যন্ত নিতে পারে নাই ফকির গুলা
চিন্তা করতেছি ওদেরকে একটা ডমেইন ডোনেট করবো কিনা
১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৫৬
ত্রিভুজ বলেছেন: আমিও তাই ভাবছি... খোঁজ নিয়ে দেখুন, জানতে পারবেন এই ভূয়া সিস্টেম তৈরি করার জন্য লাখ লাখ টাকা বিল করেছে!
১১| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪৯
শয়তান বলেছেন: পুরান ঘটনা ।
যতদুর শুনছি বিটিটিবি পুরা বিল পে করে নাই ফ্লোরা কে । আর তাই ......
১২| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৫৪
ত্রিভুজ বলেছেন: এটা কেমন যুক্তি? বিল পে না করলে যদি ফ্লোরা সিস্টেমের বারোটা বাজিয়ে রাখে, তাহলে মূল সাইটে লিংক রেখেছে কেন?
১৩| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ২:০০
রাগিব বলেছেন: ফ্লোরা সিস্টেমের ঐ (বেকুব) প্রোগ্রামার কমেন্টের মধ্যে নিজের নাম লিখতে গিয়ে সেই কাজটাও ঠিকমত করতে পারেনি!!
বাংলাদেশে সরকারী কম্পিউটিং সিস্টেমের ক্ষেত্রে অধিকাংশ ভেন্ডর সরকারের মাথায় কাঠাল ভাংছে। এক সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে কম্পিউটার সফটওয়ার ফার্মদের ১০ বছর বিনাশর্তে ঋণ দেয়ার কাজ শুরু হয়েছিলো। রাতারাতি সব ভুয়া কম্পিউটার ফার্ম বানিয়ে বিপুল মানুষ টাকা নিয়ে কেটে পড়েছে।
আমি নিশ্চিত ফ্লোরা সিস্টেমস এর জন্য কম হলেও ১০ থেকে ৫০ লাখ টাকা বাগিয়েছে।
১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ২:১৯
ত্রিভুজ বলেছেন: এটা বাগ না হয়ে ইচ্ছে করে করা বলে মনে হচ্ছে আমার কাছে। কেউ যখন কিছু বলছে না, তখন চলছে আরকি..... তবে এতে ঐ ডেভেলপার দুজনের সুনাম হচ্ছে না দুর্নাম হচ্ছে সেটা বুঝার মত ঘিলু যে তাদের মাথায় নাই এটা পরিষ্কার।
ঋণ নিয়ে কেটে পড়ার তালিকায় আমার পরিচিত কয়েকজনও আছে... সত্যিই দু:খজনক! আর ফ্লোরা কম করে হলেও এর জন্য ২০-৫০ লাখ নিয়েছে... জনগণের ট্যাক্সের টাকার কি বিপুল অপচয়...!
১৪| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ২:০২
শয়তান বলেছেন: ৬০ লাখে ২০ লাখ এরকম কিছু জানি । আর বিটিটিবি তে কিছু মাথামোটা আছে এটাও পুরান খবর । এরা হয়ত ভাবছে সবকিছুই তো পাইয়া গেছে ।
খিকজ ।
১৫| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ২:২৭
ত্রিভুজ বলেছেন: বুয়েট থেকে ওখানে বেশ কিছু ইঞ্জিনিয়ার নেয়া হয়েছে.. ওরা কি করে? আর কোন প্রজেক্ট করার কিছু সিস্টেম আছে.. বিটিসিএল চাইলেই কাউকে বাদ দিয়ে অর্ধেক জিনিষ ঝুলিয়ে রাখতে পারে? আর ফ্লোরাও কি এধরনের একটি ফালতু সিস্টেমের বিনিময়ে ২০ লাখ টাকা নিতে পারে? এটা কেমন ধরনের কথা?
১৬| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৩৪
রাগিব বলেছেন: আমার জানা মতে বুয়েটের আইআইসিটি বেশ কিছু সরকারী প্রজেক্ট বেশ ভালোভাবে এবং অল্প খরচে সম্পন্ন করেছে, হয়তোবা তাদের দিয়ে করালে টেন্ডারের পার্সেন্টেজ থাকবে না, তাই ফ্লোরাই কাজটা পেয়েছে।
১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫৭
ত্রিভুজ বলেছেন: তাই হবে হয়তো.... আবার অটোমেশন ঠেকানোও একটা উদ্দেশ্য হতে পারে...
আমরা যে প্রজেক্টে কাজ করছি, এটাও নূন্যতম খরচে করা হচ্ছে। এর জন্য নতুন ডিপার্টমেন্ট খোলা হয়েছে। কাজটা ওদের কাছে হ্যান্ড ওভার করার পর কি অবস্থা হবে কে জানে... এই ডাটাবেস ঠিক মত ব্যবহার করলে তো দূর্নীতিবাজদের সমস্যা হওয়ার কথা... এর ভবিষ্যত নিয়েও তাই চিন্তিত!
১৭| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৩৬
আরিফুর রেজা বলেছেন: ভাই আমার টেলিফোন লাইন আছে, কিন্তু নেট কানেক্ট করার জন্য Username এবং Password জানি না। টেলিফোন এর সকল লাইনে নেট সাভিস দিছে।
নেট কানেক্ট কিভাবে করবো বলবেন কি।
১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫৮
ত্রিভুজ বলেছেন: ওদেরকে ফোন করুন অথবা মেইল করুন, সিস্টেম বলে দেব। (এখানে দিতে চাচ্ছি না কারণ অনেকেই জানে না বিষয়টা.. তাদের ভেতরে ভাল-খারাপ মানুষজন আছে...
১৮| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৩৭
রাজামশাই বলেছেন:
১৯| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫৯
ত্রিভুজ বলেছেন:
রাজামশাই, হাসেন কেন? এইটা একটা স্যাড নিউজ...
আপনার রাজ্যে দূর্নীতি কেমন হয়?
২০| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৫৭
মইন বলেছেন: হে হে, আমরা গব্বিত ভাঙ্গালী ঝাতি।
১৯ শে অক্টোবর, ২০০৮ ভোর ৫:৪৫
ত্রিভুজ বলেছেন: গর্বিত হওয়ার মত আমাদের অনেক কিছুই আছে.. শুধু মাত্র এক মূর্খতন্ত্র আমাদের বারোটা বাজিয়ে দিল...
২১| ১৯ শে অক্টোবর, ২০০৮ ভোর ৫:১১
রন্টি চৌধুরী বলেছেন: বাসার ফোনটায় লগইন করে পাস চেন্জ করে ফেলেছিলাম। এখন ভুলে গেছি
২২| ১৯ শে অক্টোবর, ২০০৮ ভোর ৫:৪৩
ত্রিভুজ বলেছেন: এমনই বাজে একটা সিস্টেম যে পাসওয়ার্ড রিকোভারীর কোন ব্যবস্থা নাই। এটার জন্য নাকি ২০ লাখ টাকা ফ্লোরাকে অলরেডী দেয়া হয়ে গিয়েছে....
২৩| ১৯ শে অক্টোবর, ২০০৮ সকাল ৭:৩৮
নিরক্ষর বলেছেন: আমি বিটিবিরে ফুনাইতেছি আমার পাসওয়ার্ড জানার জন্য। দেখি কি কয়!
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ৩:৪৩
ত্রিভুজ বলেছেন: ১৭ এ কল করবেন তো? আপনাকে জিজ্ঞেস করবে "পাসওয়ার্ড" কি? খায় না মাথায় দ্যায়? আমি যখন ওদের ডায়াল-আপ ইন্টারনেট ব্যবহার করতাম তখন একবার বন্ধুর পিসিতে সেটাপ করতে গিয়ে হান্টিং নাম্বার ভুলে গিয়েছিলাম। ১৭ এ কল করে জানতে চাইলে তারা বলেছিলো এরকম কোন কিছু তাদের ওখানে নেই। আমি তখন বললাম যে আমি আপনাদের ইন্টারনেট ব্যবহারকারী। ইন্টারনেটের হান্টিং নাম্বারটা দরকার। উত্তরে তারা বলেছিলেন তাদের ওখানে ইন্টারনেট ফিন্টারনেট নাই।
২৪| ১৯ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:২৩
শফিউল আলম চৌধূরী বলেছেন: যা দিছে তাতে তারাই খুশি, আর যেহেতু তারা খুশি তার কারনে তাদের আর জানবার ইচ্ছা নাই যে আমরা কোন সমস্যায় থাকলাম কিনা।
তাই যতই চিল্লাপাল্লা হোক না কেন কুন লাব নায়............
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ৩:৪৪
ত্রিভুজ বলেছেন: সেরকমই...
২৫| ২০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২২
শফিকুল বলেছেন:
সমস্যা কোথাই বুঝলাম না।
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ৩:৫১
ত্রিভুজ বলেছেন: সমস্যাটা হলো যে আপনার ফোন নাম্বার জানে সে আপনার বাসার ঠিকানা এবং আরো কিছু ব্যাক্তিগত তথ্য জেনে নিতে পারবে। আপনার বাসার ফোন নাম্বারটা মেইলে পাঠিয়ে দিন দেখুন আপনার বাসার এড্রেস এবং বিলিং ইনফরমেশন সব পাঠিয়ে দিতে পারবো।
২৬| ২১ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৩০
অতিথি_পথিক_মানুষ বলেছেন: এইডা আমি আরো ২বচর আগেই দেকচি..পেপাড়ে এইডা লয়া লেকালেকি হইচে...কিনতু তকন তো ডুমেইন এডরেছ আচিলো,অহন কি অইলো কে জানে!!!
রন্টি চৌধুরী বলেছেন: বাসার ফোনটায় লগইন করে পাস চেন্জ করে ফেলেছিলাম। এখন ভুলে গেছি ৷----আমিও...
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ৩:৫৩
ত্রিভুজ বলেছেন: লেখালেখি হয়ে লাভ হয়েছে কি? প্রকল্পটা বাতিল হওয়া ছাড়া? এর পরে এরা আর অটোমেশনে যাবে বলে মনে হয় আপনার? লাভটা কাদের হলো? নিসন্দেহে দূর্নীতিবাজদের...
২৭| ২২ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০৫
বিবেক সত্যি বলেছেন: একজন সাধারন ব্লগার ... মানে কি ?
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ৩:৫৫
ত্রিভুজ বলেছেন: মানে তো আরো সাধারণ... তবে তোমাকে লক্ষ্য করতে হবে যে শিরোনামে আমি সাধারণ ভুল বানানে লিখেছি। একদিন হয়তো এর মর্মটা বুঝতে পারবে... তবে না বুঝাই ভাল।
২৮| ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৫৭
জিনাত বলেছেন: আমি কি সসচালায়তন সাইট এর ঠিকানা জানতে পারি.
সার্চ দিলে আসেনা
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ৩:৫৮
ত্রিভুজ বলেছেন: http://sachalayatan.org অথবা http://muktopran.org
২৯| ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:২০
আবু সালেহ বলেছেন:
আমাদের আবার তথ্যপ্রযুক্তি ...ঠেলাগাড়ির অবস্থা....
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ৩:৫৮
ত্রিভুজ বলেছেন: ঠেলাগাড়ি তাও ধাক্কা দিলে চলে...
৩০| ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৩৭
চিকনমিয়া বলেছেন: বিটিসিএল এর সাইট ভুয়া
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ৩:৫৯
ত্রিভুজ বলেছেন: সুপার ভুয়া...
৩১| ২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৪
নোবেলজয়ী বলেছেন: আপনি কি ক্যাতা শব্দটির সাথে পরিচিত? আপনি কি ক্যাতা করতে ভালোবাসেন? আপনি কি ব্লগের সব ক্যাতাপ্রেমিকদের সাথে মিলে একটি গ্রুপে আরাম করে ক্যাতা করতে চান? তাহলে আজই যোগ দিন নতুন গ্রুপ..."ক্যাতার কারখানা"য়
http://www.somewhereinblog.net/group/keta
০১ লা নভেম্বর, ২০০৮ ভোর ৪:০২
ত্রিভুজ বলেছেন: জয়েন করলাম...
৩২| ৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৫৫
আমি তান্ত্রিক বলেছেন:
৩৩| ০১ লা নভেম্বর, ২০০৮ রাত ২:৪৬
সুনীল সমুদ্র বলেছেন:
আপনার কাছে অন্য একটা বিষয়ে প্রশ্ন করছি।
প্রথম আলোর ব্লগে সামহয়্যার ইন ব্লগকে rss ফিড হিসেবে সংযুক্ত করতে চাইলে url হিসেবে কোন Address টি লিখতে হবে?
৩৪| ০১ লা নভেম্বর, ২০০৮ রাত ৩:৩৯
ত্রিভুজ বলেছেন: @সুনীল সমুদ্র
আপনার ব্লগ লিংকের শেষে /rss যুক্ত করলেই হবে। যেমন-
Click This Link
http://www.somewhereinblog.net/blog/sunilsamudrablog/rss
ওখানের ফিচারগুলো নিয়ে বিস্তারিত বলেছিলাম-
http://prothom-aloblog.com/users/base/trivuz/4
৩৫| ০৪ ঠা নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০৬
এক প্রযুক্তিবিদ বলেছেন: আগেই বইলা নিচ্ছি, ফ্লোরা লি: আর ফ্লোরা সিস্টেমস কিন্তু আলাদা।
প্রথমে জাইনা আমিও টাস্কি খাইছিলাম! :-০
৩৬| ০৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৯
সামিউল জাহান বলেছেন: কমেন্ট দেখা যায়!
৩৭| ২৭ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩
আশরাফ৪৫৯ বলেছেন: হায় হায় এটা কি দেখলাম!!!
এত বড় গলদ কেমনে থাকে!!
৩৮| ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:০০
বাংলার ছায়া বলেছেন: ভাই, বিটিবিটিকে দুনীতি প্রতিষ্ঠান বলেছেন ভাল। কিন্তু গ্রামীন, সিটিসেল, একটেল এগুলোকে কেন বলেন না। তারা যে ভিওআইপির মাধ্যমের লুটপাট করেছে তা কেন বলেন না। তারাতো অটোমেশন, পটোমেশন কত পদ্ধতি ব্যবহার করে। তারপরও কোম্পানিগুলোর পরিকল্পনার মাধ্যমে চুরি করেছে। মানুষের কাছ হতে ডাকাতি করে... ভৌতিক বিল নিয়েছে। ২৫ পয়সার বিল ৭ টাকা নিয়েছে। ডাকাতি করলেও তাদের বিরুদ্ধে কিছু কন না কেন। সাদা চামড়ার মানুষে বলে না.... সুন্দর সুন্দর বিজ্ঞাপন দেয় বলে.. না কনসালটেন্সী হারাবে বলে। ভাই বিষয়টা ব্যক্তিগত ভাবে নেবেন না... দেশের সুশীল সমাজ ও দুনীতি বিরুদ্ধি সংস্থাও তাদের নিয়ে বলেন না...কেন বলেন না তা সত্যিই বিস্ময়। দেশের মানুষ আর প্রতিষ্ঠানকে দুনীতি বলতে মজা পাইলেও, বিদেশী কোম্পানিগুলোকে কেন বলে না তা বুঝি না।
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:২৮
রিজওয়ানুল ইসলাম রুদ্র বলেছেন: সিস্টেমটার নাম কী ?