![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন গবেষক..চিন্তা করাই আমার কাজ...চিন্তিত ভাই ব্রাদারদের আমার পেজে স্বাগতম। [email protected] https://www.facebook.com/bangal.miya
সকাল থিকা মনটা কষা হয়া আছে...বিবিধ কারনে। আমার চারদিকে বিবাহিত লোকজন গিজগিজ করতেছে। অফিসে- সামনের টেবিল, পাশের টেবিল--- সব নব বিবাহিতদের দখলে। এরা প্রায়ই ফিসফাস কইরা ফোনে কথা বলে...আমার দিকে আড়চোখে তাকায়। এদিকে আমার আনন্দউদযাপনকারী দলটাতেও বিবাহিতরা এখন সংখ্যাগুরু...সবখানেই সমঝে চলতে হয়। জানুয়ারীতে শাওন মড়কটা লাগাইছে...মার্চে সাফফু, এই হপ্তায় পিয়াসের বিয়া, মে মাসে নাঈমের... হাসিব ভাই, প্রতনু, আবীর, রুশো সব পাইপ লাইনে ঢুইকা আছে......মাইনে সামনে পিছে...জলে স্থলে অন্তরীক্ষে সর্বত্র বিয়া। ফেসবুক খুল্লেই কারো না কারো বিয়ার ছবি। উফফফ। "বিবাহিতরা আমার হাড় জ্বালাতন করিতেছে"। এইজন্যি ইদানিং ফেসবুকে তেষ্টাইতে না পাইরা Somewherein ব্লগে আসছি।
এমতাবস্থায়, কেন জানি আজকাল যেকোন মেয়েরেই ভাল লাগতেছে । ভাবতেছি বাসায় হুমকি দিয়া বেনামে একটা উড়োচিঠি দিব কিনা...রেজিষ্টার শাহাজাহানের আদলে
"আপনার ছেলে ইউনিভার্সিটির কতিপয় মুষ্টিমেয় মেয়েদের সাথে লটরপটরে জড়িয়ে পড়েছে যা বিশ্ববিদ্যালয়ের আইন পরিপন্থী। মেয়েদের উস্কানিমুলক থুক্কু আস্কারামুলক মন্তব্য করে সে নিজের একাডেমিক জ়ীবনের জন্য বিপদ ডেকে আনবে। তাকে সমঝে চলতে বলুন, নতুবা বিয়া দেন"------ ইউনিভার্সিটি রেজিষ্টার শাহাজাহান
হবু জামাই পিয়াস জব্বর একটা কবিতা লিখছে
ঢাকায় শিলা বৃষ্টি হইলে আমার ভেতরে তোলপাড় হয়
--পি.কা. (পিয়াস কাওসার)
ঢাকায় বৃষ্টি হইলো, আমি শুকনা / আমার শিলা কই?/
আমার কিশোর শহরে ভেজা রাস্তা , পীচ পথে মাটির ঘ্রান,/আমার মাটি কই? /
আমি থাকুম না এই খানে ,আমারে ছুটি দাও/ আমার জীবন কই?
আমার এত প্রতিভা নাই...তাই প্যারডি করার ছাড়া উপায় নাই...শেষ পর্যন্ত পিয়াসের কবিতাটাই হাতাইলাম
ঢাকায় পিকার বিয়া হইলে আমার ভিতরে গ্যাস্টিকের জ্বালা হয়
ঢাকায় পিকার বিয়া হইবো, আমার কি?/ আমার বউ কই?/
আমার পরিচিত ঢাকায়... বন্ধুর বিয়া, বিরিয়ানী, রেজালার ঘ্রান/ আমার প্লেট কই/
আমি থাকুম না এইখানে ,আমারে বিয়া দাও/ আমার বিবি কই?
অনেক কষ্টে আমি মোটে এক লাইন বাহির করতে পারছি...
"আজকাল মোবাইলটা লাগে না তেমন কাজে, মিসকল এসএমএস দাও না আর মাঝে মাঝে,
যখন এলার্ম দেই তখনি শুধু বাজে..
2. দিনের পরে রাত, আর রাতের পরে দিন
ভাবতেছি মোবাইলের ফেলায়া দিব সিম
দিনের বেলা খেলবো স্নেইক, রাতে এংগরি বার্ড
খেলা হবে ট্যারম ট্যারম, তুমি দুধ ভাত
"কিছু রাত জেগে থাকার জন্য, কিছু রাত আড্ডার
সবরাতে কি ঘুম হয়, কেউ করে এপাস ওপাস
কেউ করে ভুল
কেউ স্বপ্ন দেখে, তুলে ভাবনার মাস্তুল""
---------------------------------------
অন্যান্য লেখা
ব্যানানা বাংলাদেশ-২ (প্রথম আলোর ইহুদীডিম্ব!)
ব্যানানা বাংলাদেশ-১ (ইকোনমিক হিটম্যান)
প্রথম আলো তাহার জাত চিনাইয়াছে
কন্সপিরেসি থিওরী-পারট ৩ (সিউডো-জ়ঙ্গি রাষ্ট্রের ছায়া)
তুমি অধম হইলে আমি ততোধিক অধম হইব!
১৮ ই জুন, ২০০৯ দুপুর ২:৫০
বাঙ্গাল বলেছেন: মেলাদিন বাদে আরেকটা লাইন লেখছি...
"কিছু রাত জেগে থাকার জন্য, কিছু রাত আড্ডার
সবরাতে কি ঘুম হয়, কেউ করে এপাস ওপাস
কেউ করে ভুল
কেউ স্বপ্ন দেখে, তুলে ভাবনার মাস্তুল"
২| ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫৮
শান্তির দেবদূত বলেছেন: হা হা হা .......
আপনার প্রোফাইলে দাড়ি, গোফ আর চুল সম্বলিত জনৈক ব্যাক্তির যে ফটুখানি লাগাইছেন , বউ তো দৌড়াইয়া ভাগবো .......
১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫৯
বাঙ্গাল বলেছেন: শেভ করতে কন নাকি?
৩| ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০২
বাঙ্গাল বলেছেন: একটা টেকনিকাল প্রব্লেমে পড়ছি...ছবি দিতে চাইলাম ১ টা...কিন্তু হয়া হয়া গেল আড়াইটা (২টা বড়, একটা ছোট)...ক্যান?পুরান ব্লগীদের সাহায্য চাই।
৪| ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০২
ক্যামেরাম্যান বলেছেন: আপনাকে একটাই বুদ্ধি দেয়া যায়। মাইক ভাড়া করে রাস্তায় নেমে পরেন। এরপর যা থাকে কপালে
২৮ শে জুন, ২০০৯ সকাল ১১:৩২
বাঙ্গাল বলেছেন: মাইক ভাড়া আপ্নে দিবাইন?
৫| ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০৭
সাগর ঢাকা বলেছেন: আজকাল মোবাইলটা লাগে না তেমন কাজে, মিসকল এসএমএস দাও না আর মাঝে মাঝে,
যখন এলার্ম দেই তখনি শুধু বাজে.
জোস্ হইছে..... ইহা কি আমি ব্যবহার করতে পারি ???
১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১২
বাঙ্গাল বলেছেন: আবার জিগায়...আমার যেকোন লেখার যেকোন অংশ...যেকোন জাগায় ব্যভার করতে পারেন।গরীবের জন্য কপিরাইট আইন না। তয় পিয়াসের কবিতাটার কথা কইতে পারি না, অইটা আমিও না কয়া ব্যবহার করছি। হেহে।
৬| ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৩
বড় বিলাই বলেছেন: শিগগির নিজের খাট কেটে ছোট করে ফেলুন।
১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৩১
বাঙ্গাল বলেছেন: রডের খাট...কেমতে কাডি
৭| ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৩
ঘাসফুল বলেছেন: আহ্হারে, লুকজন কতৈ না কষ্টে আছে ...
১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৩২
বাঙ্গাল বলেছেন: কষ্টে আছে আইজুদ্দিন, আমি না
৮| ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৯
ক্যামেরাম্যান বলেছেন: বাঙ্গাল বলেছেন: একটা টেকনিকাল প্রব্লেমে পড়ছি...ছবি দিতে চাইলাম ১ টা...কিন্তু হয়া হয়া গেল আড়াইটা (২টা বড়, একটা ছোট)...ক্যান?পুরান ব্লগীদের সাহায্য চাই
- ১ম আর শেষ ছবিটা বাই ডিফল্ট চলে এসেছে। আর মাঝখ্নেরটা আপনি আলাদা করে ইনসার্ট করেছেন। আপনি যদি ১০টা ছবি আপলোড করেন , ১ম আপলোড করা ছবিটা প্রথমে চলে আসবে। আর শেষে সবগুলো ছবির থাম্বনেল দেখাবে।
১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:২৬
বাঙ্গাল বলেছেন: ধন্যবাদ ক্যামেরাম্যান , এলা ফটুক খান সরাই
৯| ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৩৯
রোহান বলেছেন: আমি একজন ঘবেষক --- আরে মিয়া এত বেশী ঘবেষনা করলে মাইয়ালোগ কি আর কাছে আসে!! ঘবেষনা টবেষনা বাদ দিয়া বাপ রে আলটিমেটাম দেন বিয়া করতাম ছাই। তয় ভুইলেন না ইহা কিন্তু দিল্লিকা লাড্ডু, গিলনের আগে বুঝা জায় না কি গিলা ফেললাম...
১১ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২২
বাঙ্গাল বলেছেন: ভালাই তো কইতাছিলেন..শেষে দিয়া ভয় খাওয়াই দিলেন
১০| ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫৪
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: সব ঠিক হয়ে যাবে। বিষয়টা নিয়া বেশ উতলা হইছেন মনে হয়। ব্যপারনা। সব ঠিক..............
১১| ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:০৩
নুশেরা বলেছেন: সুখে থাকতে ভূতে কিলায়, এ আর নতুন কী!
তবে আপনার হবে!
১১ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২২
বাঙ্গাল বলেছেন: অসুখে থাকলে কি বউ কিলায়...
১২| ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:১৭
ঝান্ডুদা বলেছেন: ফ্লোরে শোন
২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০২
বাঙ্গাল বলেছেন: শক্ত লাগে
১৩| ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:১৮
ফারহান দাউদ বলেছেন: হাসতেই আছি
১১ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২৩
বাঙ্গাল বলেছেন: থামেন মিয়া ...সিরিয়াস লেখাগুলা পড়েন।হেহে
১৪| ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৩২
ভাঙ্গা পেন্সিল বলেছেন: লাস্টের কবিতাটা ফেচবুকে লাগাইতে চাই। আপনের নাম প্রকাশ না কইরাই...সবাইরে বুঝাইতে হইবো আমি কবিতা লেখতে পারি
১২ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:০২
বাঙ্গাল বলেছেন: আমার যেকোন লেখার যেকোন অংশ...যেকোন জাগায় ব্যবহার করতে পারেন।গরীবের জন্য কপিরাইট আইন না।
১৫| ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৩
প্রতিদিন বলেছেন: নাহ, আপনার হইবো না বস।
১২ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:০৩
বাঙ্গাল বলেছেন: আপনে এরকম একে ৪৭ চাগায়া..."হইবো না" কইলে...কেমতে হইবে
১৬| ১২ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:০৫
তনুজা বলেছেন:
জানুয়ারীতে শাওন মড়কটা লাগাইছে...মার্চে সাফফু, এই হপ্তায় পিয়াসের বিয়া, মে মাসে নাঈমের... হাসিব ভাই, প্রতনু, আবীর, রুশো সব পাইপ লাইনে ঢুইকা আছে......মাইনে সামনে পিছে...জলে স্থলে অন্তরীক্ষে সর্বত্র বিয়া। ফেসবুক খুল্লেই কারো না কারো বিয়ার ছবি। উফফফ। "বিবাহিতরা আমার হাড় জ্বালাতন করিতেছে
------------------------
হিহিহি
তিনবার দোয়া পড়ে ফুঁ দিলাম
উপায় একটা হয়েই যাবেনে ভাইজান
২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১১
বাঙ্গাল বলেছেন: পাইছি তুমারে... বহুত পেইন দিছ। খুইজা খুইজা শেষে পাইলাম... যে তুমার কমেন্টের রিপ্লাই দি নাই। এখন গিয়া খারেজিরে জানাও আমি রিপ্লাই দিচি...
আর ফু টু দিয়া কাম নাই... চিভি দিতাম কিনা কও
১৭| ১২ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:১২
আট আনা বলেছেন: হ রে ভাই, এক্কেরে ঠিক কইছেন, ফেসবুকে পোলাপাইনের যন্ত্রনায় টেকা দায়। এতদিন দেখতাম বিয়ার ছবি, ইদানিং শুরু হইছে হসপিটালে তোলা ছবি, পাশে বউ বেডে শুইয়া আছে, কোলে বাচ্চা, ৩২ পাটি বাইর কইরা পোজ দিতেছে। কয়েকজন আবার বউয়ের লগে এমন ঘনিষ্ট ছবি দেয়, মাঝে মাঝে মনে হয় টাইটানিকের পোস্টার দেখতাছি।
১২ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:২১
বাঙ্গাল বলেছেন: হাহা...আমার ফ্রেন্ডগুলান এখনও হসপিটাল প্ররযন্ত যাইতে পারে নাই...হয়তো আগামী বছরই (
১৮| ১২ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২৪
ফালতু মিয়া বলেছেন:
ব্যানানা বাংলাদেশ-২ (প্রথম আলোর ইহুদীডিম্ব!)
ব্যানানা বাংলাদেশ-১ (ইকোনমিক হিটম্যান)
প্রথম আলো তাহার জাত চিনাইয়াছে
কন্সপিরেসি থিওরী-পারট ৩ (সিউডো-জ়ঙ্গি রাষ্ট্রের ছায়া)
তুমি অধম হইলে আমি ততোধিক অধম হইব!
এই লিংক গুলি কিভাবে দিলেন আমাকে একটু শিখান প্লিজ!
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:২৯
বাঙ্গাল বলেছেন: লিঙ্ক যোগ করেন...লিঙ্ক বাটনে চাপ দিয়া...লেখেন "ব্যানানা বাংলাদেশ-২ (প্রথম আলোর ইহুদীডিম্ব!) " এরপর তলের লাইনে লিঙ্কটা দেন...ব্যস
১৯| ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৪
বিবর্তনবাদী বলেছেন: কাইজ্জা করতে আইলাম, আপনে গেলেন কৈ?
১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:৫৬
বাঙ্গাল বলেছেন: খাড়ান গামছাডা কোম্রে বাইন্ধা লই
২০| ১৩ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭
বুলবুল আহমেদ পান্না বলেছেন: সেইরম হৈছে.........
২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০১
বাঙ্গাল বলেছেন: ধ ই ন্য বা দ
২১| ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৪৪
নীল লাল সবুজ বলেছেন: পারবেন।
২২| ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৫৫
নকীবুল বারী বলেছেন: ঘটক পাখি ভাই এন্টারপ্রাইজ..................
১৪ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:০৬
বাঙ্গাল বলেছেন: ফুন নাম্বারডা দেন...পাখি ভাই
২৩| ১৫ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:৪২
খারেজি বলেছেন:
মন্দা নিয়া আপ্নের পরবন্দ পইড়া মিয়া খাতা খু্ইজা এট্টা কোবতে সামুতে ছাপলাম, আর আপ্নে এইদিকে দেখি বিয়া বিয়া করতেছেন!
মন্দাডা ঠিকমত লাগুক, তারপর সস্তার বাজারে কত পাত্র কত পাত্রী... অতিউৎপাদনের মালগুলা যাইব কই? এগুলা তো গম না যে গরুরে খাওয়াইব, মিজাইল না যে পাকিস্তানে ফালাইব, বিয়াই দিতে হইব এগুলার... এট্টু সবুর করেন... মুবাইলডা খোলাই রাইখেন...
১৫ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:২৯
বাঙ্গাল বলেছেন: হেহে...ব্যাপক বলিয়াছেন দাদা...তবে বিবাহ বাজারে মন্দার আছর পড়িবে না বলিলেও অনেক ডাকসাইটে পত্রিকার লেখকরা তাড়িয়া আসিতে পারে! এখনই সংশোধনী প্রস্তাব আনাইয়া লন
২৪| ১৬ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:২১
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: "আজকাল মোবাইলটা লাগে না তেমন কাজে, মিসকল এসএমএস দাও না আর মাঝে মাঝে,
যখন এলার্ম দেই তখনি শুধু বাজে..."
আরে সবুরে মেওয়া ফলে... ওয়েটান... হৈপেই
২৫| ১৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:৫০
খারেজি বলেছেন: বাঙ্গাল বলেছেন: এইসব ভাবমূর্তি ফুটানি...হাস্যকর লাগে। আপনার দেশকে যখন কেউ জঙ্গি দেশ বানায়া গালি দেয়, আপনার ধর্মকে যখন টেররিষ্ট ধর্ম বলে...তখন আপনাদের ভাবমূর্তি ফুটানি কই থাকে?
বাঙ্গাল, এই বুঝলা শেষে? তুমার জ্বালায় ফান পুস্টটা তুইলা নিলাম। তুমিই যুদি রসিকতা না বুঝ, কে বুজব?
১৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫২
বাঙ্গাল বলেছেন: ফুটানি ছেড়া...তুমার যে এত রস তা কে জানতো? হেহে।
ধন্যবাদ। আপনের কবিতা গুলান ভালো।আরো লেখেন
২৬| ১৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১৯
সবুজ বলেছেন:
২৭| ১৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২০
সবুজ বলেছেন: আমার এক বন্ধু সব সময় খুব আফসোস করে, সারা জীবনে একটাও সফল প্রেম করতে পারে নাই। কখনো জোড়া লাগে নাই আবার কখনো বেশি দূর আগায় নাই। এ বিষয়ে অবশ্য ওর সব চাইতে বড় অভিযোগ খোদার কাছে। সে অসুন্দর, পকেটে টাকা কম, টাকা থাকলেও মন উদার না হওয়া ছাড়াও খোদা নাকি তাকে মেয়েদের ন্যাকমি সহ্য করার ক্ষমতা দেন নি। কারন, সে দেখেছে, প্রেম প্রেম ভাব নিয়ে কিছুক্ষন কথা বলার পর তার মাথা ধরে যায়, আরও কিছুক্ষন পর হাস-ফাস ভাব লাগে, দম বন্ধ হয়ে আসে। তখন নাকি সে ভদ্রতার খাতিরে ফোন কাটতে পারে না, কারন সেই উদ্যোগতা! তাই কানে হেডফোন লাগিয়ে হ্যা হু করে তাল দিয়ে যায়, আর হাত থাকে কি বোর্ডে। ব্রাউজিংয়ের ফাকে, তাল দিতে থাকে। কথার খেই হারিয়ে ফেলে।
একটু পর মেয়েটা বলে আপনি/তুমি কি বিজি? আরে না! কই? এই একটু নেটে চোখ বুলাই আর কি? তেমন কিছু না!
অতপর পূর্বাপর একই ঘটনার পূণরাবৃত্ত্বি ঘটে চলে। আমার বন্ধুও দোকলা হয় না।
তাই সব সময় তার আফসোস, একটা প্রেমিকা নাই। পাশের রিকসায় 'জোড়া' দেখলেই ওর তাই মেজাজ খিচড়ে যায়।
কিন্তু যখনই প্রেমিক বন্ধুদের খরচের ফিরিস্তি শোনে, গিফটের ফর্দ দেখে, আর রাত জেগে প্যাচালের গল্প শোনে তার চেহারায় স্বস্তির সুস্পষ্ট ছাপ দেখা যায়!!! বলে ''শালার ভালই আছি, কোন টেনশান নাই, কারো ঝাড়ি নাই, ঝাড়া হাত-পা ব্যাচেলর, যতদিন পারি এই থাকতে চাই। বাসার পছন্দই আমার জন্য ভাল।''
পালিয়ে বা সম্মতিতে যেসব বন্ধু এর মাঝে বিয়ে করে ফেলেছে, বেশির ভাগই আছে মাইনকা চিপায়। সারা মাস পকেট থাকে ফাকা। ধার দেনা কথা হজম করে বউয়ের চাহিদা মেটায়। দোস্তের মা এই দিকে মেয়ে দেখছে। আমার বন্ধু পড়ে গেছে উভয় সংকটে।
বিয়া করবার মনচায় মাগার বিয়ার পর জীবনটা না কি ফানা ফানা হবে!!
দিল্লি কা লাড্ডু, না যায় ফেলা, না যায় গেলা।।
১৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:২৫
বাঙ্গাল বলেছেন: অই ভাইরে আমার সালাম দিয়েন। হেহে
২৮| ২৪ শে মে, ২০০৯ দুপুর ১২:৫৫
শ।মসীর বলেছেন: "আজকাল মোবাইলটা লাগে না তেমন কাজে, মিসকল এসএমএস দাও না আর মাঝে মাঝে,
যখন এলার্ম দেই তখনি শুধু বাজে..."
মনের কথাডা কইছেন।
সাব ষ্ট্যান্ডার্ড বলেছেন: হ রে ভাই, এক্কেরে ঠিক কইছেন, ফেসবুকে পোলাপাইনের যন্ত্রনায় টেকা দায়। এতদিন দেখতাম বিয়ার ছবি, ইদানিং শুরু হইছে হসপিটালে তোলা ছবি, পাশে বউ বেডে শুইয়া আছে, কোলে বাচ্চা, ৩২ পাটি বাইর কইরা পোজ দিতেছে। কয়েকজন আবার বউয়ের লগে এমন ঘনিষ্ট ছবি দেয়, মাঝে মাঝে মনে হয় টাইটানিকের পোস্টার দেখতাছি।
০৯ ই নভেম্বর, ২০১১ সকাল ৭:১০
বাঙ্গাল বলেছেন:
২৯| ১৯ শে জুন, ২০০৯ সকাল ১০:৫৯
েজবীন বলেছেন:
প্যারোডী'র চেয়েও নিজের লেখাটা বেশি ভালো লাগছে...
পোষ্ট তো দারুন!...
২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৭
বাঙ্গাল বলেছেন: তাই নাকি?বড্ড ভালু লাগল... পাঠিকাদের আমি ভালু পাই...
৩০| ১৯ শে জুন, ২০০৯ সকাল ১১:১৫
কঁাকন বলেছেন: আন্টি আঙ্কেল রে বলেন আপনার একা একা লাগে
রাতে একলা ভয় পান এইটাও বলতে পারেন
আর সবচেয়ে ভালো হয় পাগলামীর অভিনয় করা শুরু করলে
আমাদের দেশে পাগলে সর্বোত্তম চিকিৎসা হইতেছে বিবাহ
২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৪
বাঙ্গাল বলেছেন: একা টেকনিক ফেল মারছে... কারন পোলা বিদাশে থাকে... একা একা তো লাগবই
আর পাগ্লামী নতুন কি করমু...
৩১| ১৯ শে জুন, ২০০৯ সকাল ১১:২০
শাওন৩৫০৪ বলেছেন: আমার পরিচিত ঢাকায়... বন্ধুর বিয়া, বিরিয়ানী, রেজালার ঘ্রান/ আমার প্লেট কই
আহারে, বিরিয়ানি আর রেজালা চৌক্ষেও দেখিনা কতদিন..
২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০১
বাঙ্গাল বলেছেন: চুক চুক...
লুল ফেলান
৩২| ২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২৫
শওকত হোসেন মাসুম বলেছেন: দেশে তো আইছিলেন। কাজও হইলো না?
২১ শে জুন, ২০০৯ বিকাল ৩:২৯
বাঙ্গাল বলেছেন: নারে ভাই...। অগ্রগতি ব ল তে... খালি একটা ইয়েস কার্ড পাইছি... ফ্যামিলির কাছ থিকা।
৩৩| ২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫
কমেন্টবাজ বলেছেন: ভাগছে।
২৮ শে জুন, ২০০৯ সকাল ১১:৫১
বাঙ্গাল বলেছেন: ল...টা কি পইড়া গেছে ভাইজাল!
৩৪| ০৯ ই জুলাই, ২০০৯ সকাল ৯:৩৯
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: পড়চিলাম মাগার কমেন্ট করার সুযোগ পাইলাম কৈ...
মনে সুখতো তাই বউ খুজতাছেন... এইসব বাদ দেন... বউ যে আরামের ঘুম হারাম করব সেইটা তো আর জানেন না... আমার এক্সপিরিয়েন্সের উপর আস্হা রাখেন ব্রাদার, এই ভেজালে যায়েন না...
০৯ ই জুলাই, ২০০৯ সকাল ১০:১৭
বাঙ্গাল বলেছেন: ইতা কিতা কন!
৩৫| ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৮
যীশূ বলেছেন: বয়স কত হইলো?
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৬
বাঙ্গাল বলেছেন: অরিজিনাল ২৬... দাদা। সার্টিফিকেটে সাড়ে ২৪। লায়েক হইছি?
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫০
কৌশিক বলেছেন: বাঙ্গালতো পুরা ফাডায়া ফেলেছে..