![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন বন্ধুর হেডফোন কানে লাগিয়ে শুনেছিলাম স্বপ্নের হাতে হাতকড়া তাই স্বপ্নের হাতে বন্দী । সেদিন বুঝিনি স্বপ্নের হাতে কিভাবে হাতকড়া লাগে ?
আজ যৌবনের উদ্বোধনী সময়ে বুঝতে পারছি অনেক হাতকড়ার মাঝে আমার স্বপ্নেরও বসবাস হয়ে গেছে। অজান্তেই ! তাই আমিও বিশ্বাস করি
আমার স্বপ্নের হাতে হাতকড়া
তাই স্বপ্নের হাতে বন্দী।।
আমার মনের জমিতে জল নেই
তাই তোমার সাথে সন্ধি।।
রাধা গো………রাধা
শ্যাম পুড়ে যাই তোমার বিহনে
যমুনার ঘাট একা একা আজ
শ্যামের বাশির সুর
মধ্যরাতে ঘুম পালালে রাধা কতদুর
রাধা গো ……..রাধা।।
আমি স্বপ্নকে হাতকড়া খোলা অবস্থায় পেতে চাই ? এই তো সেদিন ওর জামিন হলো। কিন্তু সেদিনই আমার নামে গ্রেফতারী পরোয়ানা! সেই হাতকড়া! তবে কি !!!!!!
©somewhere in net ltd.