নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অাব্দুল্লাহ তাহির

অাব্দুল্লাহ তাহির › বিস্তারিত পোস্টঃ

ভারতের সাথে আমাদের পরকীয়া চলছে; কিন্তু ক্রিকেটের বেলায় সতীনের সংসার কেন?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯

আমি বরাবরই চেতনার সংকটে ভুগি। এজন্য চেতনাবাজদের গালি শুনতে বেশ কষ্টই পেয়ে থাকি। তবে অভ্যস্ত হয়ে গেছি। পিঠে সয়ে যায়। কিন্তু আমি বুঝে আসি না-বিপিএল এ যখন ভারতের দাদারা আসে না, তখন কোন চেতনার ফেরিওয়ালার ব্যবসায় আঘাত আসে না কেন? ২০০০ সালে টেষ্ট স্ট্যাটাস পাবার পর আজ ১৫ বছর শেষ হতে চললো। সারা পৃথিবীতে আমাদের টাইগাররা সফর করলো। সবাই নবীন টেস্ট খেলুড়ে দেশকে সম্মান জানিয়ে খেলার আমন্ত্রন জানালো। কিন্তু আমাদের পরম বন্ধু ভারত, কোনদিন আমাদের ডাকলো না। এমন কি তাদের রথি-মহারথিরা আমাদের তাচ্ছিল্য করে যা তা বললো। বিপিএল এর ৩য় বছরে এসেও ওরা কোন ভারতীয় খেলোয়ারদের আসতে দিলো না। সেকেন্ড গ্রেডের কাউকেও না।

মজার ব্যাপার এখন ভারতের পরীক্ষিত বন্ধু আওয়ামী লীগ সরকার টানা ৭ বছর ধরে ক্ষমতায়। কত কিছুই না দু'হাত উজার করে দাদাবাবুদের দিলো। কিন্তু মাগার একবারের জন্যও দাদাদের দেশে ক্রিকেটীয় সফর করা সম্ভব হলো না। প্রায়শই দাদাদের দেশে আমাদের সরকারের বাহাদুর এমপি-মন্ত্রীরা সহ পিএম মহাশয়াও সফর করেন।

ভারতের সাথে আমাদের পরকীয়া চলছে। কিন্তু ক্রিকেটের বেলায় সতীনের সংসার কেন? বিপিএল এ ইন্ডিয়ান দাদারা না খেললে চেতনাখাঁড়া হয় না ক্যান?

ভারতের বন্ধুরা না আসার কারনেই পাকিস্তানী হানাদারদের উত্তরসূরীরা এসে দাপুটে বাংলাদেশে প্রাধান্য বিস্তার করে যাচ্ছে না কি ?

কোথায় আমাদের চেতনার ফেরিওয়ালারা ? কেন ওরা নিশ্চুপ ? লাগে না?

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩

মানবী বলেছেন: পোস্টে ভালোলাগা জানালাম।

শুধুমাত্র দেশপ্রেম বর্জিত কীটদের পক্ষেই সম্ভব এমন নির্লজ্জ ভারত তোষণ সমর্থন করা, এদের শুধু আছে আওয়ামী চেতনা যাকে তারা মুক্তিযুদ্ধের চেতনা ভেবে বিভ্রান্ত হয়।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯

অাব্দুল্লাহ তাহির বলেছেন: আমরা নির্লজ্জ তোষামোদি চাই না। চাই নায্য সম্পর্ক। ভারতের সাথে শত্রুতা চাই না। চাই সম্প্রীতি ও ভালবাসার সুসম্পর্ক। দাদাগীরিকে ঘৃণা করি। আর বাংলাদেশের ফালতু তেলবাজীকে নাগরিক হিসেবে প্রচন্ড ঘৃণা করি।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৩

জাওয়াদ স্পিকিং বলেছেন: ফাটিয়ে ফেলেছেন বস সেইরাম একখান শিরোনাম দিয়া ''ভারতের সাথে আমাদের পরকীয়া চলছে; কিন্তু ক্রিকেটের বেলায় সতীনের সংসার কেন?' ভারতের রাজ্যগুলো যেমন দিল্লি,বিহার,তামিল নাডুকে বৌ ধরলে পাশের দেশ বাংলাদেশরে গার্লফ্রেন্ড ধরলে,গার্লফ্রেন্ড চরম বিশ্বস্ত বৌদের থেকেও। কিন্তু গার্লফ্রেন্ড বৌদের তুলনায় কানাকড়িও পায়না ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১০

অাব্দুল্লাহ তাহির বলেছেন: একটু কারেকশন করে দেই বস ! আমরা গার্লফ্রেন্ড নই। সোজাসাপ্টা কবুল পড়া বউ। গার্লফ্রেন্ড হলে তো একটু রাগঢাক করে রাস্তাঘাটে চলতাম। পিছে দুষ্ট লোকেরা কিছু বলে বসে কি না? কিন্তু বউ তো বুক টান করে বরের হাত ধরে ছুটে চলে। এক্কেবারে সূখের নীড়ে। আমরা সোজাসাপ্টাই তো দাদাদের বর করে বরণ করে নিয়েছি । না কি?

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৫

জাহাজ ব্যাপারী বলেছেন: ভারতের সাথে আমাদের পরকীয়া নয়, "মধুচন্দ্রিমা" চলছে .....!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১১

অাব্দুল্লাহ তাহির বলেছেন: কিন্তু তাই বলে দরজা খুলে রেখে !

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৮

মানবী বলেছেন: জাহাজ ব্যাপারী, পরকীয়া মধু চন্দ্রিমা কিছুই নয়। দুঃখজনক হলেও সত্য এটা সাহেব মোসাহেব সম্পর্ক অথবা মালিক ক্রীতদাস সম্পর্কের পর্যায়ে চলে গেছে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৩

অাব্দুল্লাহ তাহির বলেছেন: ক্রিতদাস তো মুক্তির স্বপ্নে দিনাতিপাত করে। আমরা দাসত্ব করে স্বর্গীয় সূখ অনুভব করি।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১০

ফাহিম শিশির বলেছেন: ভারতের সাথে পরককীয়া!

চেতনায় আঘাত কেন দাদা?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১

অাব্দুল্লাহ তাহির বলেছেন: আমার চেতনা একটু খ্যাত টাইপের কি না! তাই আর কি!

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০১

রুপালী কাবিন বলেছেন: উহু আপনি বেরশিক মানুষ! এই সময়ে কিছু বলতে নেই ডিষ্টাব হতে পারে....

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২

অাব্দুল্লাহ তাহির বলেছেন: ঠিক আছে আমি চুপ হয়ে গেলাম। মাননীয় স্পিকার !

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

শাহমুন নাকীব ফারাবী(২) বলেছেন: ফাটাই দিয়েছেন গো ভাই!

৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১২

প্রশান্ত নীল সাগর বলেছেন: ফাটিয়ে দিয়েছেন বস।।।।।। একদম......... :-/ :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.