![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ এক মুরুব্বী আমাকে হঠাত করে প্রশ্ন করে বসলেনঃ
বলো তো সুন্দরবন সম্পর্কে কতটা জানো ?
মুরুব্বী ফার্স্ট জেনারেশনের লোক। একটু চালাকী করে বললামঃ ৫ মিনিট সময় দিবেন? একটু চিন্তা করি বলি। মুরুব্বী বললেনঃ ঠিক আছে বলো।
আমি এন্ড্রোয়েডে উইকিপিডিয়া ঘেঁটে ১ মিনিটের মধ্যে সুন্দরবন সম্পর্কে তথ্য বের করেই বাকি ৪ মিনিট পড়লাম। এরপর মোটামুটি সামারিটা বলে ফেললামঃ
সুন্দরবন বঙ্গোপসাগর উপকূলবর্তী প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকায় বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালি ও বরগুনা জেলা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি।[২]। ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬,০১৭ বর্গ কিলোমিটার[৩] রয়েছে বাংলাদেশে।[৪] সুন্দরবন ১৯৯৭ খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। এর বাংলাদেশ ও ভারতীয় অংশ বন্তুত একই নিরবচ্ছিন্ন ভূমিখণ্ডের সন্নিহিত অংশ হলেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ভিন্ন ভিন্ন নামে সূচিবদ্ধ হয়েছে যথাক্রমে সুন্দরবন ও সুন্দরবন জাতীয় উদ্যান নামে। সুন্দরবনকে জালের মত জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা, কাদা চর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ততাসহ ক্ষুদ্রায়তন দ্বীপমালা। মোট বনভূমির ৩১.১ শতাংশ, অর্থাৎ ১,৮৭৪ বর্গকিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা, খাঁড়ি, বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল।[৩] বনভূমিটি, স্বনামে বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরণের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত। জরিপ মোতাবেক ৫০০ বাঘ ও ৩০,০০০ চিত্রা হরিণ রয়েছে এখন সুন্দরবন এলাকায়। ১৯৯২ সালের ২১শে মে সুন্দরবন রামসার স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে।
এই তথ্যগুলো সম্পর্কে ইউকিপিডিয়া ঘেঁটে আপনিও নিশ্চিত হতে ক্লিক করুনঃ আমাদের গর্বের সুন্দরবন
চাচা তো পুরো টাস্কিত! আমার ব্রিলিয়ান্সি দেখে টাস্কিত না হয়ে উপায় আছে ! (ইউকি মামারে কেমনে যে ধন্যবাদ দিমু !)
আমি তখন বিশিষ্ট ভাবিস্ট হয়ে গেছি। ভাবে উড়ছি।
এবার মুরুব্বী চাচা আমাকে বললেনঃ বলো তো কেন এখন পর্যন্ত সুন্দরবন বাংলাদেশের মত লুটপাট আর দখলের দেশে অক্ষত আছে ?
এবার আমি শেষ ! এই প্রশ্নের উত্তর দিব কেমনে ?
আবার এন্ড্রোয়েডে ক্লিক মারতে যাব এমন সময় চাচা বলে উঠলেনঃ
ওখানে পাবে না বেটা ! এর উত্তর গুগল আর উইকিপিডিয়া জানে না।
আমি পুরো ঠান্ডা হয়ে গেলাম। বুঝলাম ফার্স্ট জেনারেশনের চাচা আসলে ফোর্থ জেনারেশনের কঠিন বুড়া!
চাচা আমার পিঠ চাপড়ে বললেনঃ গুগলে ইনপুট করে দাও একটা প্রশ্ন- "কেন বাংলাদেশে সুন্দরবন এখনো অক্ষত আছে?"
একই সাথে উত্তর লিখে দাওঃ "এখনো সুন্দরবন টিকে আছে। কারন সুন্দরবনে বাঘ আছে।"
মুরুব্বী চাচা আমার কৌতুহলী চাহনী দেখে বললেনঃ "বিশ্বাস করো বেটা, যদি সুন্দরবনে বাঘ না থাকতো, তাহলে ঐটাও এতদিন সোনার ছেলেদের হাতে দখল হয়ে যেত। "
বাঘ আছে বলেই শেয়ালগুলো তা দখল করতে পারছে না।
আমি অনেকক্ষন চুপ থেকে কথাটা বুঝার চেষ্টা করলাম।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৭
অাব্দুল্লাহ তাহির বলেছেন: তাহলে দখল হয়েই যাবে বুঝি !
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৬
চাঁদগাজী বলেছেন:
কিছু একটা লেখেন, ভেতরে কিছু নেই, ভাবখানা বিরাট
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৯
অাব্দুল্লাহ তাহির বলেছেন: ভাই, ভেতরে কিছু থাকলে তো লিখবো। এই লিখি আর কি ! আপনাদের মত বিচক্ষন আর প্রজ্ঞাবানদের লিখা পড়ার চেষ্টা করি। আপনার মত বিরাট (!) লোক আমার ব্লগে ঢু মেরেছেন, তাতে চোখে জল এসে গেল। তার উপর আবার কমেন্টও করেছেন। ভাই নিজ দায়িত্বে একটা সেন্টার ফ্রেশ খেয়ে নিয়েন।
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: বাঘ তো কমতেছে
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৫
অাব্দুল্লাহ তাহির বলেছেন: টেনশনও বাড়তেছে !
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭
গেম চেঞ্জার বলেছেন: জানেন না? ১০০র ও কম এখন। দশ বছর আগেও ৫০০'র মতো ছিল। আর চাঁদগাজী ভাইরে যে রিএকশনটা দিসেন কাজটা ঠিক হয়নাই মনে হয়।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫০
অাব্দুল্লাহ তাহির বলেছেন: সে টেনশন বাড়ছে ! আমাদের গর্ব সুন্দরবন টিকে থাকুক-যুগ-যুগান্তর ধরে। কোন হায়েনার ছোবলে ক্ষত-বিক্ষত না হোক। আর চাঁদগাজী ভাইয়ের ব্যাপারটা তার সাথেই মিটিয়ে নিব। ধন্যবাদ আপনাকে।
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৮
ফ্রিটক বলেছেন: ক্যারে ফইন্নি, এতো ভালো লাগে ক্যানে,,?
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭
অাব্দুল্লাহ তাহির বলেছেন: নিন আপনার জন্য একটা ট্রল টাইপ করে দিলামঃ
আইসিটি মন্ত্রী পুলকঃ ফেসবুকে এক্যাউন্ট খুলতে অবশ্যই জাতীয় পরিচয় পত্র লাগবে।
মোশাররফ করিমঃ ফহিন্নির পুত ফহিন্নি- আর কিছু লাগবে না? যেমনঃ গ্রামের বাড়ি, বালের সার্টিফিকেট, হাগুর রঙ!
৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১
নামহীন বিপ্লবী বলেছেন: সোনার ছেলেরা বাঘের মাংস খায় না মনে হয় -----------------------
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭
অাব্দুল্লাহ তাহির বলেছেন: তয় আন্নেরে খাইতে সময় লাগবো না !
৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭
ফারুক১ বলেছেন: বাঘে ধরলেও ছাড়ে হাসিনা ধরলে ছাড়েনা- সুরঞ্জিতের এই কথার আলোকে বলে দেয়া যায় সুন্দরবনও দখল হয়ে যাবে।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০২
অাব্দুল্লাহ তাহির বলেছেন: হ ভাই, এবার কিন্তু সত্যিই ভয় পাইছি !
৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১
blackant বলেছেন: আমার একটা পোস্ট লেকার সময় এভাবে লিখেছিলাম । তখন ত ভাবিনি !!!
আপ্নাকে ধন্যবাদ ।
'ধরুন সুন্দরবনের সব বাঘ হত্যা করা হল ।
এবার কি হবে? এবার শিয়াল হবে বনের রাজা , হুঙ্কার দিবে |তা কারোও ভাল লাগার কথা নয় । তাই বনের পাখ - পাখালি অন্য বনের হায়েনার কন্ঠ শুনতে চাইতেই পারে । এতে পাখ পাখালির কি দোষ ?
ঐ "'তারা "'কয়েক লক্ষ বছর পিছাবে সন্দেহ নাই । ইতিমধ্য শুরু হয়েছে । বিশ্ব তা দেখছে ।
বুদ্ধিজীবিদের হত্যার কথা যখন পড়ি , কি যে ব্যাথা লাগে! , কি যে ব্যাথা !! ইস আজ আমরা কত এগিয়ে থাকতাম যদি
জহির রায়হান , শহীদুল্লা কায়সার , জি সি দেব , রনদা প্রসাদ শাহা (সফল উদোক্তা ) ,এদের মত --৯৯১ জন শিক্ষাবিদ ,১৩ জন সাংবাদিক , ৪৯ জন ডাক্তার ,৪২ জন উকিল , ৯ জন সাহিত্যক শিল্পী , ৫ জন ইঞ্জিনিয়ার ,ও ২ জন ( অন্য ) সুপরিকল্পিত হত্যার শিকার না হত !! ।। ,
৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
অাব্দুল্লাহ তাহির বলেছেন: আপনার সাথে সহমত না হয়ে পারলাম না। তবে কিছুটা কানের উপর দিয়ে গেল!
১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *অত হতাশ হওয়ার কিছু নেই-বিবেকবান প্রজন্ম বাড়ছে,তারাই রক্ষা করবে দেশের সম্পদ ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭
অাব্দুল্লাহ তাহির বলেছেন: আপনার মত আশাবাদী মানুষগুলোর জন্যেই আমরাও স্বপ্ন দেখি সব ঠিক হয়ে যাবে । আপনাকে ধন্যবাদ ডক্টর।
১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
আরণ্যক রাখাল বলেছেন: খারাপ কন নাই
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮
অাব্দুল্লাহ তাহির বলেছেন: তাইলে আমারে চিপস কিইন্না দেন !!!!!
১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
রূপক বিধৌত সাধু বলেছেন: "এখনো সুন্দরবন টিকে আছে । কারণ, সুন্দরবনে বাঘ আছে।" যথার্থই । তবে অাপনার লেখার অভিসন্ধি ভালো না । দলকানার মত । সুন্দরবনের এই করূণ দশা দীর্ঘদিন ধরেই । দায়ি সব সরকারই ।
১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩
অাব্দুল্লাহ তাহির বলেছেন: আমার অভিসন্ধি যাই হোক, সেটা গৌণ। মুখ্য হলো- আমাদের সুন্দরবন সুরক্ষিত থাকুক।
১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
আখেনাটেন বলেছেন: এই কথা সোনার ছেলে রুপার ছেলে তামার ছেলে সবার জন্যই প্রযোজ্য। যেদিন ঐ সোনা, রুপা, তামার ছেলেরা মাটির ছেলে হবে সেদিন নিশ্চ্য়...।
১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০২
নেবুলাস বলেছেন: ঠিক। আমাদের সমাজের বাঘেরা মারা গেছে।
১৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৩
আহমেদ ফিরোজ- বলেছেন: বাঘের কাছে চেতনা অসহায়....!!!
০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৬
অাব্দুল্লাহ তাহির বলেছেন: অবশ্য চেতনার ঠেলায় বাঘের অবস্থাও কাহিল হতে চলেছে।
১৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১
কল্লোল পথিক বলেছেন: বলেছেন বটে! সহমত
১৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০০
রাফা বলেছেন: চেতনার কথা শুনলে মনে হয় গায়ে ফোস্কা পড়ে-এটা রক্তের দোষ ।ইসলাম বাদ দিয়া এখন আবার সুন্দর বনরে ধরছেন নাকি চেতনার বিরুদ্ধে দাড় করাইতে?
০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৫
অাব্দুল্লাহ তাহির বলেছেন: ইসলাম নিয়ে লিখলে সুন্দরবন নিয়ে কথা বলা যাবে না @রাফা ভাই? শাহবাগের চেতনাকে ঘৃণা করি -এটা আমার ব্যক্তিগত অবস্থান। আপনি যদি এই লিখার গঠনমূলক সমালোচনা করেন-আমি মেনে নিব।
১৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭
প্রামানিক বলেছেন: বুড়া চাচার মাথায় বুদ্ধি আছে বটে।
২০| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৬
৮৩১আবীর১৯৮৩ বলেছেন: কাহার ছেলেরা রূপার সবই তো সোনার। কে হায় নিজের ছেলেকে রূপা বলিতে চায় ?
০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭
অাব্দুল্লাহ তাহির বলেছেন: তাই চোখ বন্ধ করে আগ বাড়ো!
২১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৯
উচ্ছল বলেছেন: বাঘ গুলো কিছুদিনের মধ্যেই ইন্ডিয়া বেড়াতে যাবে।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮
অাব্দুল্লাহ তাহির বলেছেন: তখন আমরাও দাদাদের হয়ে যাব !
২২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৮
ফাহিম শিশির বলেছেন: বাঘের সাথে সুবিধা করতে পারলে আরো আগেই সুন্দরবনেও সোনার ছেলেরা "সেঞ্চুরি" করতো
২৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
প্রবাসী ভাবুক বলেছেন: সুন্দরবনের সব বাঘ তো আর হুট করে মেরে শেষ করে ফেলা সম্ভব নয়৷ এতে জনরোষের পাশাপাশি আন্তর্জাতিক চাপ তৈরি হবে৷
তবে চিন্তা করবেন না৷ রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প চালু হলে সুন্দরবনের বাঘেরা এমনিতেই অনেক মারা যাবে৷ বাকিরা ভারতীয় অংশে চলে যাবে৷ তখন সুন্দরবন দখলে আর কোন বাধা থাকবে না৷
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৯
অাব্দুল্লাহ তাহির বলেছেন: অনেক ধন্যবাদ @প্রবাসী ভাবুক ভাই। আমি ঠিক এই আশংকা থেকেই লিখেছি। আমাদের সুন্দরবনকে হারাতে চাই না।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৩
গেম চেঞ্জার বলেছেন: কিন্তু বাঘও শেষ.......