নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুনিয়াটা এমনই হয়, যে অন্যায় করলো, বিচারক তার কথাই শুনলো, তার পক্ষেই রায় দিলো....
ঢাকার বাইরে যাচ্ছিলাম। ঢাকা-মাওয়া সড়কের হাসাড়া সামক স্থানের পরে এক জায়গায় দেখলাম প্রায় ৭০-৮০ টা শুয়োর একপালে কোথায় হেটে হেটে যাচ্ছে। কারো সাথে কারো মারামারি-কাটাকাটি নাই। সব চেয়ে বড় ব্যাপার হলো, ছোট শুয়োরগুলো বড়দের যথেষ্ট সম্মান করে পথ ছেড়ে দিচ্ছে। এমন না যে, বড় গুলো মেরে-কেটে ছোটদের শাসন করছে। পারস্পরি ভ্রাত্তিত্ববোধ আর সহ-মর্মিতার মাধ্যমে নিজেরাই নিজেদের সমাজ ব্যবস্থাকে পরিপূর্ণ ও সু-শৃঙ্খল ভাবে পরিচালনা করছে।
প্রাণী কুলের মধ্যে শুয়োরকেই মানুষেরা সবচেয়ে নিকৃষ্ট মনে করে। আর তাইতো মানুষেরা পরস্পরকে গালি দেওয়ার সময় শুয়োর বা শুয়োরের বাচ্চা বলে। কিন্তু বর্তমানের প্রেক্ষাপটে পৃথিবীর সব চাইতে নিকৃষ্টতম প্রাণী কোনটি সেটা আর ভেবে চিন্তে বলার অবকাশ নেই। ঐ শুয়োর গুলোর চাইতে মানুষের অবস্থান এখন হাজার গুনে নিচে রয়েছে মানুষেরই কর্মের কারনে।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪
মো কবির বলেছেন: এই ব্যাপারে কোন সন্দেহ নাই।
মানুষ আর কুকুরের মধ্যে পার্থক্য হল বিবেক ।
মানুষের বিবেক বেশী কিন্তু কুকুরের বিবেক নিতান্ত অল্প ।এই নিতান্ত অল্প বিবেক থাকা সত্বেও সে তার মনিবের ক্ষতি করে না ।কিন্তু আমরা মানুষ বিবেক বেশি থাকা সত্বেও বিবেককে ধোঁকা দিয়ে ঠিকই ক্ষতি করি অন্যের হক করি নষ্ট ।
তাই আমার মনে হয় যারা তার বিবেককে ধোঁকা দিচ্ছে তারা কুকুরের চেয়েও নিকৃষ্ট ।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬
ঢাকাবাসী বলেছেন: আপনার সাথে একমত না হয়ে পারলামনা।
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১২
লিঙ্কনহুসাইন বলেছেন: চমৎকার , আসলেই তাই