নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুনিয়াটা এমনই হয়, যে অন্যায় করলো, বিচারক তার কথাই শুনলো, তার পক্ষেই রায় দিলো....
সামপ্রদায়িক দাঙ্গা ছড়ানোর অভিযোগে বাঁশের কেল্লা ও নূরানীচাপা সমগ্র নামের দুটি ব্লগ বন্ধের জন্য বিটিআরসিকে নির্দেশ দেয়া হয়েছে। এদুটি ব্লগ জামায়াতে ইসলামীর হয়ে প্রচারণায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ আছে। এছাড়া ফেইস বুক বা ব্লগের কোনো মন্তব্য গনমাধ্যমে প্রচার করতে হলে সংশ্লিষ্ট মন্তব্যকারীর অনুমতি নিতে হবে বলে নির্দেশ দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত এ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি আজ বুধবার এ নির্দেশ দিয়েছে। সূত্র জানায়, এ পর্যন্ত কমিটি বিতর্কিত ১১ ব্লগারকে চিহ্নিত করেছে। এরমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
পবিত্র ইসলাম ধর্ম ও মহানবী হযরত (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্যকারী ব্লগার ও ফেইসবুক ব্যবহার কারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সুপারিশ প্রণয়নের জন্য এ কমিটি গঠন করা হয়। গত ১৩ মার্চ গঠিত এ কমিটির ৯ জন সদস্য রয়েছেন। এরমধ্যে সকল গোয়েন্দা সংস্থা ও বিটিআরসির প্রতিনিধি রয়েছেন।
কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণা্লয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খোন্দকার বলেছেন, যারাই ব্লগ বা ফেইসবুক ব্যবহার করে সামপ্রদায়িক সমপ্রীতি নষ্টের অপচেষ্টা করবে তাদের চিহ্নিত করে আইনে সোপর্দ করা হবে। তিনি বলেন, প্রচলিত দণ্ডবিধি ও তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনে এসব অভিযোগে অভিযুক্ত ব্যক্তি, গোষ্ঠীর সাজার বিধান রয়েছে। তিনি বলেন, একজন ব্লগারের মন্তব্য অন্য কোনো মাধ্যমে তার অনুমতি ছাড়া প্রচার-প্রকাশ করা হলে সেটিও আইনত দণ্ডনীয় অপরাধ হবে। এ জন্য পূর্বানুমতি ছাড়া এ ধরনের মন্তব্য প্রচার ও প্রকাশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এদিকে বিটিআরসি সূত্র জানায়, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইস বুক বা ব্লগ বন্ধের স্থায়ী কোনো কারিগরি পদ্ধতি তাদের নেই। একটি ব্লগ বা ফেইস বুক বন্ধ করা হলেও অন্যকোনো নামে আরেকটি খোলা যায়।
ইত্তেফাক...
২| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৭
শুভ জািহদ বলেছেন: নুরানীচাপা, মু্ক্তমনা, ধর্মকারী ইত্যাদি ব্লগগুলো সরকার কখনো কি বন্ধ করবে?
৩| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩০
পথহারা সৈকত বলেছেন: বাঁশের কেল্লা ব্লগ ???
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৭
ইউরো-বাংলা বলেছেন: নাস্তিক রাজীব হায়দারের নূরানীচাপা সরকার অনেক আগেই বন্ধ করেছে, আর বাশেঁরকেল্লা এটা কোন ব্লগ নয়, এটা আওয়ামী সরকার বিরোধী একটা ফেসবুক পেজ, এই সরকার এই পর্যন্ত ৩ বার এটা বন্ধ করেছে।