নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুনিয়াটা এমনই হয়, যে অন্যায় করলো, বিচারক তার কথাই শুনলো, তার পক্ষেই রায় দিলো....
যারা বাংলা সাহিত্যে নিয়ে লেখাপড়া করেছে তাদের সাথে ম্যাথমেটিক্স এর বিষয়ে আলোচনা করা যায় না। যারা কবি-সাহিত্যিক, তাদের সাথে ইকোনমিক্স নিয়ে কথা বলাটা বোকামি। আর যারা---- একগুয়েমী সভাবের, যারা চিরকাল জ্ঞ্যান-পাপি, যারা চিরকাল নিজেদের দোষক্রটি সম্পর্কে অজ্ঞ- তাদের সাথে কথা বলবি খুবই সাবধানে। তাদেরকে ফিরিয়ে আনাটা হবে ভয়াবহ ঝুকির কাজ। অবুঝ মানুষকে তুই যা বোঝাবি- সে তাই বুঝতে পারবে। কিন্তু মাথামোটা গোয়ার্তূমীতে ভরা অমানুষগুলিকে তুই কিছুই শিখাতে পারবি না। কারণ তাদের শেখার মগজ ঐ খুলির পেছনে নেই। আছে আমিত্ব আর অন্যায়কে অন্যায় বলে মেনে না নেয়ার জন্মগত সভাব। ভালো থাকিস। শুভকামনা রইল তোর জন্য দোস্ত। আর মনে রাখিস, এই আমি আছি তোর সামনে-চপছনে-ডানে-বামে-ভালো-মন্দতে-সব সময়ই......
২| ২৫ শে মে, ২০১৩ সকাল ১০:৪৬
বাধা মানিনা বলেছেন: ব্যাপারটা আমার কাছেও পরিস্কার। আমি দেখেছি অনেক বড় বড় বৈজ্ঞানিকরা যেমন বাংলা সাহিত্যের বিষয়ে বেশ দক্ষ, তেমনি শুধুমাত্র সাহিত্য নিয়েই যারা লিখাপড়া করেছেন, তারা কিন্তু কোনভাবেই ম্যাথ বা আরো উচ্চতর বিজ্ঞান ধারার সাথে অতটা সাবলিল নয়।
কিন্তু একরোখা-একগুয়েমী মানুষের সাথে কথা বলার সময় কোন যুক্তিই কাজে লাগেনা।
৩| ২৫ শে মে, ২০১৩ সকাল ১০:৫৪
মোঃ জুম্মা বলেছেন:
২৫ শে মে, ২০১৩ সকাল ১১:৩০
বাধা মানিনা বলেছেন: আসলেই তাই।
৪| ২৫ শে মে, ২০১৩ সকাল ১০:৫৭
কালোপরী বলেছেন:
২৫ শে মে, ২০১৩ সকাল ১১:৩২
বাধা মানিনা বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৫ শে মে, ২০১৩ সকাল ১০:২২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: Amar onek priyo shikkhok Bangla shahitte poralekha korechen, uni mathematics a khubi valo.