নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুনিয়াটা এমনই হয়, যে অন্যায় করলো, বিচারক তার কথাই শুনলো, তার পক্ষেই রায় দিলো....
এক ল্যাপটপে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন আছে। নতুন লাইন না নিয়ে ঐ ল্যাপটপ থেকেই অন্য আর একটি ল্যাপটপে নেট কানেকশন কিভাবে দিতে পারি? উল্লেখ্য, সামুর একটা পোষ্ট দেখে কানেকক্টিফাই ডাউনলোড করে ইন্সটল করেছিলাম কিন্তু নোটিশ পেলাম এক্স.পি-৩ না হলে চলবে না। বিকল্প বুদ্ধি চাই। আমারটা এক্স.পি-২
২৫ শে জুন, ২০১৩ দুপুর ১:৫৭
বাধা মানিনা বলেছেন: উহু, প্রবলেমটা অন্য জায়গায়। আমাকে যারা লাইন দিসে তারা আমার ল্যাপটপের ম্যাক আইডি সেইভ করে নিসে।অন্য কোন ল্যাপটপ লাগাইলে কাজ হয় না।
২| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪২
সাদা মাটা গরীব ছেলে বলেছেন: ভার্চুয়াল রুটার- নামক ফ্রি সফট দিয়া করতে পারেন। তবে ডট নেট ফ্রেমওয়ার্ক পিসিতে ইন্সটল করা থাকতে হবে । এটাও ফ্রি গুগলে সার্চ করলেই পাবেন।
৩| ২৫ শে জুন, ২০১৩ রাত ৮:২৬
অনন্যমানুষ বলেছেন: রাউটারে ম্যাক এড্রেস ক্লোন করা যায়, আমি এভাবেই ইউস করছি। আপনি নিজে সেটাপ করতে না পারলে জানিয়েন, সহযোগিতা করা যাবে।
২৫ শে জুন, ২০১৩ রাত ১১:০৯
বাধা মানিনা বলেছেন: আজকে বিকালে দেখি অন্যান্য ল্যাপটপেও লাইন পাচ্ছি। যা হোক, রাউটারের দাম ১৫০০ নিচে হলে ভালো হতো। আর রাউটার সেটআপ করতে ইন্টারনেটওলাদের সাথে কোন সেটআপ লাগবে নাকি ডাইরেক্ট ইন্সটল হবে জানাবেন।
তবে সব চাইতে ভারো হতো, উইন্ডোস এক্স.পি-২ এর কম্পটিব্যাল কোন হটস্পট সফটওয়্যার পেলে। এখন পর্যন্ত যেগুলো পেয়েছি তার কোনটাই এক্সপি-২ তে চলে না। ৩ অথবা ৭ এ চলে।
©somewhere in net ltd.
১| ২৫ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৯
অনন্যমানুষ বলেছেন: বিকল্প উপায়ে কিছু খরচ হবে।
একটা wifi রাউটার কিনে নিন। দাম ১৫০০ ~ ২৫০০ এর মধ্যে পাবেন।
এরপর ব্রডব্যান্ড কানেকশন রাউটারে দিবেন, আর রাউটারের মধ্যমে ইচ্ছা মত যে কোনো পিসি, ল্যাপটপ, ট্যাবলেট, মোবাইল এ নেট শেয়ার করতে পারবেন