নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধা মানিনা

বাধা মানিনা

বাধা মানিনা

দুনিয়াটা এমনই হয়, যে অন্যায় করলো, বিচারক তার কথাই শুনলো, তার পক্ষেই রায় দিলো....

বাধা মানিনা › বিস্তারিত পোস্টঃ

দুনিয়াটা একটা আয়নার মত। তুই দুনিয়াকে যা দিবি, দুনিয়া তোকে ঠিক ঠিক তাই ফিরিয়ে দেবে দুই দিন আগে হোক আর পরে হোক

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৯

নদীর কিনারে দুই মহিলা গোসল করছে। একজন ছেলের বউ অন্য জন শাশুরী। শাশুরী বউকে বললো, "বউ মা, আমার পিঠটা একু ডলে দাও তো"। বউ আচমকা তার পা দিয়ে শাশুরীর পিঠ ডলা দিতে শুরু করলো। এতে শাশুরী প্রথমেই একটা বিরাট ধাক্কা খেলেও একটু পরেই কি যেন মনে করে হাসি মুখে সব কিছু মেনে নিল।



নদীর আর এক ধারে ছেলে বসে বসে মাছ ধরছিল। ঘটনার আকস্মিকতায় সে হতবাক হয়ে তাৎক্ষনিক তার মাকে কিছুই বলতে পারলো না। বাড়ী ফিরে রাতে খাওয়া দাওয়া করে ঘুমানোর আগে পা টিপে টিপে তার মায়ে কাছে গিয়ে দুপুরের ঘটনার ব্যাপারে জানতে চাইলো।



মা থমকে কিছুক্ষন চুপ করে থেকে উত্তর দিল, "বাজান রে, তোর বউয়ের কোনই দোষ নাই। আমিও যেদিন প্রথম তোর দাদার বাড়ীতে বউ হয়ে এসেছিলাম, তোর দাদি সেদিন ঠিক এমনি করেই আমাকেও তার পিঠ ডলে দিতে বলায় আমি আমার পা দিয়ে আমার শ্বাশুরীর পিঠ ডলে দিয়েছিলাম। আজ এত বছর পর, যখন আমি শ্বাশুরী হলাম তখনই আমার কর্মের ফল ফিরে পেলাম।



বাবারে, সারা জীবন মনে রাখবি- দুনিয়াটা একটা আয়নার মত। তুই দুনিয়াকে যা দিবি, দুনিয়া তোকে ঠিক ঠিক তাই ফিরিয়ে দেবে দুই দিন আগে হোক আর পরে হোক।"

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৭

এন ইউ এমিল বলেছেন: দুনিয়াটা একটা আয়নার মত। তুই দুনিয়াকে যা দিবি, দুনিয়া তোকে ঠিক ঠিক তাই ফিরিয়ে দেবে

আমি এমনটি মনে করি না, আমার অভিগ্যতা অন্যরকম,

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২১

বাধা মানিনা বলেছেন: ভালো কাজের ফলে অনেকেই খারাপটি ফিরে পেয়েছে। আবার খারাপ কর্ম করেও অনেকেই ভালো অবস্থানে আছে। এসব ভিন্ন ধারা।

২| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৪

ঠাণ্ডু বেপারী বলেছেন: Golpota vhalo laglo.

২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

বাধা মানিনা বলেছেন: গল্প হলেও সত্য

৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৮

আমিনুর রহমান বলেছেন:



উদাহরন একটু বেশি কঠিন হয়ে গেছে। তবে আপনি যা করবেন তার আপনি সেভাবে পাবেন।

২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

বাধা মানিনা বলেছেন: উদাহরণ যতটা কঠিন, বাস্তবে ফলাফল আরো বেশী কঠিন হয়। ধন্যবাদ

৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৯

ট্যামটেমি বলেছেন: দুনিয়াটা একটা আয়নার মত। তুই দুনিয়াকে যা দিবি, দুনিয়া তোকে ঠিক ঠিক তাই ফিরিয়ে দেবে দুই দিন আগে হোক আর পরে হোক

২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

বাধা মানিনা বলেছেন: কারেক্শনের জন্য ধন্যবাদ

৫| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪১

রাখালছেলে বলেছেন: আপনার উদাহরন ভাল । একটু যুক্তি দিয়ে বিচার করি । ধরে নেই একজন যুদ্ধাপরাধী নাম ধরলাম গোলাম মাওলা । তিনি একসময় তার ইচ্ছা মত বহু মানুষ হত্যা করেছে । তারপরও তার কিছু হল না । উল্টা তার গাড়িতে জাতীয় পতাকা বহন করেন । তারপর ধরেন আমাদের দেশের রাজনীতিবিদগন । তারা টাকা পায় রাস্তাঘাট উন্নয়ন করার জন্য । কিন্তু তারা টাকার বড় অংশই মেরে দেন নিজের বাড়ি গাড়ী করার জন্য।

উপরের উদাহরনগুলো যদি সত্যি হয় তাহলে বলতে হয় কিছু কিছু মিথ বা আপ্তবাক্য এদেশে কাজ করবে না । আমার এই কথাগুলো আপনাকে হেয় বা ছোট করার জন্য নয় শুধুই নিজের ক্ষোভ প্রকাশ করার জন্য ।

তারপরও আমি এই গরীব দেশটাকে নিজের থেকেও ভালবাসি । ডাক আসলে এগিয়ে আসবই ।

২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

বাধা মানিনা বলেছেন:
এ শুধুই মীথ বা মনের শান্তনা নয় বস, এ অবাশম্ভাব্য। ফল পাবেই।

৬| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৭

এন ইউ এমিল বলেছেন: রাখালছেলে আপনার "ডাক আসলে এগিয়ে আসবই " এই কথাটা আমার মনে ধরেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.